বদলে গেছো সেই তুমি

শুন্যতা (অক্টোবর ২০১৩)

নীলকন্ঠ জয়
  • ১৮
  • ৩৫
সেদিনের সেই কুয়াশা ভরা রাতে-
কি নেশার জাল বুনেছিলে তুমি,
আধখানি চাঁদকে সাক্ষি রেখে বলেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি তোমায় আমি।

কান পেতে শুনেছিলো-
রাতের ধ্রুবতারা,মুধুর বাঁশরী বাজিয়েছিলো-
নির্জন রাতের বিহগ-বিহগীরা।
হাসিতে তোমার ঝরেছিলো মুক্তোধারা।

আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে,
আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে।
আধখানি চাঁদ আজ ওঠেনি,বাজেনি মধুর বাঁশরী,
বদলে গেছো সেই তুমি, আমিতো বদলায়নি।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমাদ ইউসুফ চমৎকার কবিতা। চমৎকার ভাবের দ্যোতনা আপনার কবিতায় মাখা। তবে শেষ শব্দটার ব্যাপারে একটু কনফিউশন থেকে যায়। শেষ লাইনের শেষ শব্দটা কি বদলায়নি না বদলাইনি হবে? একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ
ঠিক ধরেছেন আহমেদ ইউসুফ ভাই। কবিতায় আরো একটি ভুল আছে ৬ নম্বর লাইনে মধুর হবে মুধুর নয়। আর ঐ শব্দটি বদলাইনি হবে। আপনার সচেতন দৃষ্টিভঙ্গী সত্যি প্রশংশার যোগ্য। এছাড়াও কবিতাটি আরো এক ছন্দ করে বাড়ালে ভালো হতো। পোষ্ট দেওয়ার পর ভূল ধরতে পেরেছি, অনাকাংখিত ভুলের জন্য পাঠকদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী । শুভেচ্ছা আপনাকে।
মিলন বনিক চমৎকার ভাব আর বিন্যাস...খুব ভালো লাগলো....
অনেক ধন্যবাদ আপনাকেও মিলন দা।
তানি হক চমৎকার ভাব মেশানো কবিতা ... আপনাকে ধন্যবাদ কবি
ধন্যবাদ তানি আপু আপনাকে।
তানিয়া সরকার বিচ্ছেদ ও শূন্যতার হাহাকার মেশানো সুন্দর কবিতা
অনেক ধন্যবাদ তানিয়া আপু।
দীপঙ্কর বেরা বদল তবু হয়ে যায় । ভাল ।
ধন্যবাদ দীপঙ্কর দা।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো । ভালো থাকুন সবখানে সবসময় ।
অনেক ধন্যবাদ দাদা। শুভেচ্ছা।
ওয়াছিম ভালো লাগলো কবিতাটি। আমি তো বদলাইনি!
ধন্যবাদ ওয়াছিম আপনাকে। শুভেচ্ছা।
মোঃ ইয়াসির ইরফান অপূর্ব ।
ধন্যবাদ তরুণ তুর্কি। শুভেচ্ছা জানবেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আজও কুয়াশা নেমেছে নির্জন রাতে, আমি আছি,নেই তুমি, নেই হাত হাতে। ....// এদুটি লাইন অসাধারণ লাগলো ....তবে কবিতা খুব ভাল হয়েছে ...অনেক ধন্যবাদ কবিকে..........
ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা সতত।
এস, এম, ইমদাদুল ইসলাম সবই বদলায় । তাই কবিতার কেন্দ্রীয় চরিত্র যেহেতু আধখানা চাদ নয় , তার প্রিয়ের মতই একজনা ,তাই তারও বদলানো দরকার । নাহলে যারা অকারণে এভাবে বদলে যায়, তারা আরো প্রশ্রয় পাবে । কি বলেন ?
দারুণ বলেছেন দাদা। কিন্তু সব বদলে যাওয়া কিন্তু মেনে নেওয়াটা সুখের হয় না। অনেক ধন্যবাদ । শুভেচ্ছা।

১৩ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪