বয়সের হা পিত্যেসে মন

লাজ (জুন ২০১৮)

কাজী জাহাঙ্গীর
মোট ভোট ৩০ প্রাপ্ত পয়েন্ট ৪.৯৬
  • ২২
  • ৮৮
থোকা থোকা বেগুনী রঙের পাপড়িতে ছেয়ে গেছে জারুলের ডালগুলো
আর বাতাসের দোলনায় দোল খেতে খেতে
ঝির ঝির শব্দ তোলা পত্র-পল্লব সত্যিই যেন‘ভরত নাট্যম’ মুদ্রায় নৃত্যরত এখন।
আমার কি চোখ আছে সেগুলো দেখার
নাকি আছে মন ?
পঞ্চাশটা মাইল ফলক ছুঁই ছুঁই করছে যখন বয়সের রেলগাড়ীটা
আবেগের পাপড়িগুলো যেন রসহীন পিঙ্গলশুকিয়ে যাওয়া বাগান বিলাস
পড়ে আছে অবহেলায় ঘাসের গালিচায়,
একটা টোকা লাগলেই যেন হুড়মুড় করে চুরমার হয়ে যাবে এখনই ।
তবুও আজ মুঠোফোনে সাড়া দিতেইতোমার মুখাবয়ব,
তোমার বেগুনী ঠোঠগুলো যখন আমার কুশল জানতে চাইলো
হঠাৎ করে যেন সেই জারুলের থোকাগুলো
চিৎকার চেচামেচি করে আমাকে ডাকতে শুরু করলো,
হৃদয়ের তারে তারে সেই জারুল পাতার ‘ভরত নাট্যম’এ তাল দিতে
কেমন যেন সুরের মূর্ছনা জেগে উঠলো,
আর বাগানের ঘাসে পড়ে থাকা শুকনো বাগানবিলাসের পাপড়িগুলো
হঠাৎ করে কোত্থেকে রসে টইটুম্বুর হয়ে
সুন্দর বেগুনী রঙের নজরানা নিয়ে যেন নড়েচড়ে উঠলো…
জানি তুমি হয়তো এসব শুনে বলবে-
‘তোমার কি ভীমরতি হলো নাকি,
ঠোঠটাকে অনেকদিন পর একটু রাঙিয়েছি বলে
এমনকরে বলবে’?
-‘না না তুমি লজ্জা পাচ্ছো কেন,
এখনোত তোমার কপোলটা ঠিকই আগের মত
লাজে রাঙা সেইটিই আছে’,
আমারই কেবল লাজ-শরমের মাথা খেয়ে
তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে করে ‘আমি কি ফুরিয়ে গেলাম’?
এই চোখ তেমন করে কেন তোমাকে দেখেনা এমন…

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Mihir Mahato স্যার এই যে আমি নতুন কিভাবে লেখাগুলো পোস্ট করব একটু যদি হেল্প করেন
আপনি বর্তমান সংখ্যায় ক্লিক করলে দেখবেন, লিখার বিষয়, জমাদেওয়ার সময় সবকিছু উল্লেখ করা আছে। ‍বিষয়ের উপর লেখা রেডি থাকলে একটু নিচে দেখবেন একটা বক্সে লিখা আছে ‘লেখা জমা দিন’ ঐ বক্সে ক্লিক করে আপনার লিখাটা আপলোড করে দিতে পারবেন। ধন্যবাদ, আপনার লিখা দেখার প্রতিক্ষায় রইলাম...
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন ভাই।
ARJUN SARMA অভিনন্দন, শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য আরো আশা করি। ভালো থাকুন
সেলিনা ইসলাম অনেক অনেক অভিনন্দন রইল।
অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
মোঃ জামশেদুল আলম অনেক অনেক অভিনন্দন।
কৃতজ্ঞতা জানাচ্ছি।
Jamal Uddin Ahmed অভিনন্দন জাহাঙ্গীর ভাই।
কৃতজ্ঞতা জানাচ্ছি।
মাসুম পান্থ চমৎকার কবিতা
শুভ কামনা রইল আপানার জন্য।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ভাই , অনেক অনেক অভিনন্দন , ভালবাসা আর শুভকামনা ।
কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা।
Fahmida Bari Bipu অভিনন্দন জাহাঙ্গীর ভাই। অনেক শুভকামনা।
কৃতজ্ঞতা জানাচ্ছি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বয়সটা যখন বাড়তে থাকে, তখন প্রেম-ভাবাবেগটা ম্যাড়ম্যাড়ে হয়ে যেতে থাকে। তবুও অনেকে আছে বিশেষত যারা ভালবেসে বিয়ে করেছে, এবং সফল জুটি হিসেবেই দীর্ঘ্য সময় পার করছে তাদের চোখটা ভিন্নরকম তা বলার অপেক্ষা রাখেনা। তার পরও পারিপার্শিকতা কখনো কখনো বাগড়া বাধায় সেরকম ভালবাসায়। বয়সের কারনে সেটাকে লুকিয়ে ছাপিয়ে চলতে হয় তাদের। পাছে নির্লজ্জ উপাধির তীর ছুটে না আসে পরিবেশ থেকে। আবার মাঝ বয়সে এসেও নিজেদের মধ্যেও কখনও কখনও লাজ ভর করে। সংসার, সন্তান-সন্ততি এসব নিয়ে খুব সাবধানেই এগুতে হয় সমাজের তির্য়কতাকে এড়িয়ে। এত কিছুর পরও মনতো একটা আছে, মাঝে মাঝে সেটা এই বয়সেও রঙিন হয়ে উঠে, পুরোনে ভাবাবেগে রসালো হয়। ক্ষনিকের জন্য হলেও লাজ/লজ্জাকে সরিয়ে রেখে ভালবাসার মানুষটাকে অন্যরকম করে ভাববার একটা ফুরসত খুজে। আর যারা প্রবাসে থেকে থেকে প্রিয়জন বিচ্ছেদে জর্জরিত তাদের চোখের সামনে মোবাইলের স্ক্রীনে ভাইবার/ইমু/স্কাইপ এ যখন প্রিয়জনের মুখটা ভেসে উঠে তখন বয়স কি আর বাধ মানে...

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

সমন্বিত স্কোর

৪.৯৬

বিচারক স্কোরঃ ২.৯৬ / ৭.০ পাঠক স্কোরঃ ২ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪