রমণী তোমার টান’এ হার মানে বারমুডা ট্রায়াঙ্গেল

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

কাজী জাহাঙ্গীর
  • ১২
শস্যক্ষেতে দাঁড়িয়ে থাকা অনুভুতিহীন কাকতাড়ুয়া নই
হতে পারি আরাধনায় একপায়ে দাড়িয়ে থাকা বক
এখনো দৃষ্টি ফেলে আছি সেই পথে-
উত্তাল দখিনায় কাশ ফুলের মাতম সয়েছি
লাল আবিরে কৃষ্ণচুড়ার চোখ রাঙানি সয়েছি
সদ্য পাপড়ি মেলা গোলাপকলির
বিদ্ধ তীর বুকে চেপে ফাগুনের মাতম সয়েছি
প্রতীক্ষার পিরামিড ছড়িয়ে গেছে নেক্রোপলিসের পিরামিডকেও
তবুও আবেগটা নেয়না কোন বিক্ষোভ কর্মসূচি
ডাকেনা একটা দিনও হরতাল
অথবা একবারও চিৎকার করে বলে না
তোমার নিবাসের ঐ গলি পথে আাজ হবে অবরোধ,
শুধু মনটা নিজেকে নপুংসক ভাবে
যেরকম সরকারের ডান্ডাবেরী পরা বিরোধীদের
কাতরাতে থাকে নপুংসক দলীয় কার্যালয়…।
যদিওবা তোমার কলেজের করিডোর,
তপ্তরোদে যাত্রীছাউনিহীন আমার প্রতীক্ষার মুল সড়ক,
আর আমার উচ্ছন্নে যাওয়া আবেগ এখন
এক জলন্ত ‘বারমুডা ট্রায়াঙ্গেল’।
বুঝতে পারি না আমি এখনো টিকে আছি কি করে
ইতিহাসের কত শত লোপাট হওয়া জাহাজ, উড়োজাহাজের মত
আমার আহার গেছে, নিদ্রা গেছে
আমার উচ্ছাস গেছে, সুখ গেছে, সব কিছুই খুইয়েছি
তবে আর রহস্য কিসের, দেখেও না দেখার ভান করে?
তোমাকে আমার কাঙ্খিত রমণী ভেবে ভেবে
ভাবলেশহীন এই জড় দেহটাও বেঁচে যায় আমার
এখনই যদি টেনে নাও আমায় তোমার ত্রিসীমানায়
ভেবে নিলাম এটাই সেই ‘বারমুডা ট্রায়াঙ্গেল’ …।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নুরুন নাহার লিলিয়ান লাল আবিরে কৃষ্ণচুড়ার চোখ রাঙানি সয়েছি সদ্য পাপড়ি মেলা গোলাপকলির বিদ্ধ তীর বুকে চেপে ফাগুনের মাতম সয়েছি প্রতীক্ষার পিরামিড ছড়িয়ে গেছে নেক্রোপলিসের পিরামিডকেও তবুও আবেগটা নেয়না কোন বিক্ষোভ কর্মসূচি ...।ভাল লাগা রইল
অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভাল থাকুন নিরন্তর।
রাজু ভালো লেগেছে । শুভ কামনা ।
ভালো লাগেনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা ।
মোঃ নিজাম গাজী বিশাল ও অর্থবহ এক অনবদ্য শিরোনাম। অসাধারন লেখনী। শুভেচ্চাসহ ভোট রেখে গেলাম। শুভকামনা শতত।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা নিজাম ভাই। ভাল থাকবেন নিরন্তর।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) গ্রীক পুরানে একটা গল্প আছে জে,বিধাতা সবাইকে যখন সব বুঝিয়ে দিল কে কি নিয়ে জীবন ধারন করবে বা চলবে , ত কেউ পেল সমুদ্র । জাতে তারা মাছ ধরে জীবন চালাবে। কেউ পেল ভুমি, চাসের জন্য । কিন্তু কবি যখন উপস্থিত হল তখন বিধাতার কাছে কিছু অবশিষ্ট ছিল না । কবি বলল আপনার যা ইচ্ছা তাই দেন , বিধাতা তাকে কল্পনার জগত দিল যা চোখে দেখা যায় না , অনুভব করা যায় । এটা বললাম ে জন্য যে কবিতার চিত্র কল্প এতো গভীর যে ভাবতেই অন্য জগতে চলে জাচ্ছিলাম । খুব সুন্দর কবিতা ।\]
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা সবুজ ভাই। ভাল থাকবেন।
মনজুরুল ইসলাম ucchas, kangkhito, onuvutisoho bes kichu bannane somossa ache. tobe kobitar vab, banjona, vasha, protik oshadharon.onek shuvo kamona abong praroo roilo.
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা । ভাল থাকবেন।
ইমরানুল হক বেলাল হৃদয় ছোঁয়া কাব্য! ভীষণ আবেগপ্রবণ দারুণ অনুভূতির প্রকাশ! এক কথাতেই স্পষ্ট অসাধারণ! ভোট এবং মুগ্ধতা জানিয়ে গেলাম।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা বেলাল ভাই। ভাল থাকবেন।
বালোক মুসাফির সাহিত্য জগতে আপনারা সবুজ বটবৃক্ষ। আপনাদের তুলনায় আমরা শুকনা ঝরা মরা পাতা। কবিতায় মন্তব্য নাই করলাম। দোয়া করবেন আপনাদের মত গুনীজনের থেকে যেন কিছু শিক্ষতে পাই। শুভ কামনা এবং শ্রদ্ধা নিবেন।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা ।
মাইনুল ইসলাম আলিফ অনেক সুন্দর কবিতা ভাই।যথারীতি শব্দের সুন্দর মায়াবী কারুকাজ।শুভ কামনা, পছন্দ আর ভোট রইল।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা আলিফ ভাই। ভাল থাকবেন।
মোঃ মোখলেছুর রহমান শব্দেরা ঝরে পড়ুক বৃষ্টির মতো,ভাবনা হয়ে উঠুক নক্সিকাথার মাঠ।অসাধারন,কাজী ভাই আপনার জন্য অনেক অনেক শভকামনা।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক শুভকামনা ভাই। ভাল থাকবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী এ মাসের প্রায় কিছু কবিতায় চোখ রেখেছি, কিন্তু তার মধ্যে আপনার এই কবিতাটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হয়েছে। এত এত দারুণ কবিতা, সম্পূর্ণ নতুন ভাবনা। নতুন নতুন ভাবনা না হলে কবিতা কি আর ভালো লাগে, আপনি বলেন? বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে সবাই গল্প লিখেছেন, কিন্তু কেউ কবিতা লিখেছেন কি না মনে হয় না। যাক গে, আপনার এখান থেকে নতুন নতুন অনেক কিছু নিতে পেরেছি, যা আমাদের/পাঠকের ভাবনার অনেক খোড়াক যোগাবে। অবশেষে বলবো, অসাধারণ কবিতা। শুভকামনা রইল ভাইয়া, ভালো থাকুন.....
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৮
অনেক অনেক শুভকামনা।

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪