কী দিয়ে মেটাবো সেই ঋণ

ঋণ (জুলাই ২০১৭)

কাজী জাহাঙ্গীর
  • ১৭
আগুন যদি লাগে আরো দৃঢ় হয় প্রাচীরকারন তা মাটি দিয়ে তৈরী বলে,
কিনতু তারও তো একটা সীমা আছে
প্রথমে দৃঢ় হবে, তারপর দৃঢ়তম, তারপর ঝামা, অতঃপর ছাই।
তারপর আর কিছুই থাকেনা বাকী
সবকিছুই প্রবেশ করে শুন্যতায়, যার ভিতরে আছে অনন্ত মহাকাল।
নির্বিবাদে পড়ে থাকা শুধু অপেক্ষায়
যদি ডাক আসে সেই কারিগরের, যে বানিয়েছে এই দেহ পিঞ্জর
ছাই হওয়া শুন্যতায় আপাত মনে হয় মিটে গেল সব
দেনা-পাওনা, হিসেব-নিকেশ, চাওয়া-পা্ওয়া…
কিনতু এই ইহজাগতিক ঋণ যেটা লিপিবদ্ধ আছে তার কাছে
তা কি হল বিলীন ঐ ছাইয়ে?
কালি ফুরিয়ে যাওয়া কলম কে রাখে হাতে?
আমাকে অক্সিজেন দিয়ে তাজা রাখা সেই ঝোপ
আমিই কেটে করেছি সাবাড় কোন ফল হয় না বলে তাতে
তাহলে আমাকেই-বা রাখবে কেন সে
এই আলো, বাতাস, বৃক্ষ, মাটি, অন্তরীক্ষে, হাসি, আনন্দে
ফুলে-ফলে, শস্য-জলে আমাকে পুষেছে যে, তার যদি না-ই বা লাগি কোন কাজে !
আইন মানিনি বলেই ত মামলা দিল পুলিশ
সাজা দিল আদালত, একবার কি ভেবেছি আরো একটা আছে আদালত?
সারাটা জীবন সবকিছু দিয়ে দিয়ে পার করিয়েছে যে
এতগুলো বসন্ত আমায়, একবার কি ভেবেছি কী দিযে মেটাব সেই ঋণ?
তবে কি ফিরে যেতে হবে সেই আগুনের কাছে,
পুড়ব, পুণরজ্জিবীত হব আবার পুড়ব…
না না চাই না যেতে জাহান্নাম
হে পরম দয়ালু, হে সর্ব শক্তিমান
আমাকে বিশ্বাসী করো,
আমাকেবিশ্বাসীকরো, মেনে নেই যাতে তোমার ফরমান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
চন্দ্রমল্লিকা সেন ভাল লাগলো । ধন্যবাদ
Lutful Bari Panna আপনার কবিতার ভেতরে বরাবরই একটা বক্তব্য থাকে। এখানেও যথারীতি।
ধন্যবাদ পান্না ভাই, আপনার প্রখর বোধ আমাদের অনুপ্রেরাণা হয়ে থাকুক,ভাল থাকুন নিরন্তর।
সেলিনা ইসলাম কবিতার থিম খুব ভালো লাগলো। তবে আপনার কাছে আরও ভালো কবিতা আশাকরি। শুভকামনা নিরন্তর।
আপনার প্রত্যাশাকে শ্রদ্ধা, ভাল থাকুন, শুভেচ্ছা।
আঁখি বিশ্বাস ওয়াও!! প্রকৃতির ঋন এবং মহাকালের গ্রাস পরিশেষে আত্মসমর্পন এর সুন্দর উপস্থাপন.........ভোট রইলো.......
প্রকৃতিকে বোঝাও একটা বোধ এর ব্যাপার। ধন্যবাদ আপনার সিকোয়েন্সীয়াল মন্তব্যের জন্য। কিন্তু আপু ভোটিং তো বন্ধ তাই না ? তবুও সময় দেয়ার জন্য ধন্যবাদ, শুভকামনা। ভাল থাকবেন।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি কালি ফুরিয়ে যাওয়া কলম কে রাখে হাতে?../// বাহ সুন্দর উপমা ..খুভ ভালো বক্তব্য কাব্যরসে ফুটে উঠেছে...শুভ কামনা রইল কাজী ভাই।
ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে, আশা করি মাঝে মাঝে সময় পাবো। আনেক ধন্যবাদ।
রংতুলি আপনার লেখা আমার সব সময়ই ভাল লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোট রইল আর আমার পাতায় আমন্ত্রন জানাই।
ভোটিং কিন্তু বন্ধ আছে, তুলিতে রং একটু বেশীই মনে হয়, হা হা হা...। আপনার ভালবাসায় সিক্ত হলাম। অনেক শুভকামনা ।
শাহ আজিজ পরম দয়ালুর(?) আঁচলে থেকেও অবিশ্বাসীর মত পোষণ দুর্ভাগ্যজনক। দয়ালুও নির্দয় হয়ে ধ্বংস করে এ মহাজগত নির্বিচারে , তাই না? ভাল লেগেছে সংলাপ।
মাঝে মাঝে আমার বিশ্বাস আমাকে শুধু আলাদা করে না করে শাণিতও, যখন বুঝি আমার চারপাশ আমাকে খুবলে খেতে চায়। আপনাকে অনেক ধন্যবাদ সহমতের জন্য। ভাল থাকুন, সুস্থ থাকুন।
বিনায়ক চক্রবর্তী ভালো লাগলো...
সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, শুভকামনা।
ফেরদৌস আলম বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো ভাই।
সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
মোঃ নুরেআলম সিদ্দিকী আমিন। আল্লাহ আমাদের সকলকে বিশ্বাসী করার মত তৌফিক দিন। এমন লেখাকে আমি শ্রেষ্ঠ লেখা বলি। কারণ, এগুলো দুনিয়াতে কেউ মূল্য না দিলেও পরকালের জন্য সওয়াবটা আল্লাহ রেখে দেন। ভাইয়া আপনার লেখাতে অনেক কিছু পেলাম। অনেক শুভকামনা রইলো.....
তোমার জন্য অনেক শুভকামনা সিদ্দিকী।

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫