ছুঁয়ে দাও অনামিকায় বসন্ত বাথান

অবহেলা (এপ্রিল ২০১৭)

কাজী জাহাঙ্গীর
  • ৩১
  • ১৪
  • ২৩
শিশির ভেজা ঘাসের মতো, লোমশ বুকে
দেখো লেপ্টে আছে কতো মায়া, কতো অনুরাগ।
শুষ্ক অধরটা যদি সিক্ত করো, যদি একবার ছোঁয়াও অনামিকা
পরশের উদগ্রীব মরুভুমিটা হয়তো হয়ে যাবে
সবুজ ভেলভেট উদ্যান।
আবেগের বাথান জুড়ে ঝুলে থাকা প্রেম
নবান্নের মতো কেই-বা তুলে নেবে ঘরে ।
বাম পাশের শুন্য বিছানায় যদি ঘোর লাগে হাতড়ে নিতে পরশ
আর কতদুরে যাবে, পুষ্পহীন কাঁটা ভরা পথে…।
দখিনার বাঁশি শুনে এই দেখো
দোল খাওয়া কাশ ফুলের মতন, কেমন করে ছটফট করে কাতর আবেগ,
এতো অভিমান নয়, এ তোমার অবহেলা ।
আমাকে দুরে দেখে রক্তরঙা করবী’রা একটানা করে আহবান
কেন তবে দুর থেকে নয়নের হাঁক বাণ, আমার জল ছলছল আঁখি পল্লবে?
ঝুপ করে নেমে আসো মাছরাঙা হয়ে
প্রেমে, ঢেউয়ে, মৎসবিচালী ভরা অন্তরঝিলে,
জোৎস্নারা যদি এঁকে যায় জলছবি পরমা পূর্ণিমায়
কী আছে মুল্য তবে তুমিহীন, নিস্প্রাণ, পড়ে থেকে নিঃসঙ্গ বসন্ত না’য়…।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Bokul চমৎকার কবিতা।
আপনার সাথে পরিচিত হতে চাই, যেহেতু আপনি লেখক । তাই ছবিটা আপলোড করুন ।
চারনকবি সত্যজিৎ gd
আপনার প্রফাইলটা (ছবিসহ) আপডেট করুন দয়া করে। ছেলেদের ছবি দিতে সমস্যা থাকার কথা নয় ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অনেক ভাল লেখা, ভালবাসায় প্রিও মানুষকে কাছে ডাকার অনেক আকুতি ।সুভেচ্ছা রইলো ।
সময়ভাবে উত্তর দেয়া হয়নি। ধন্যবাদ, ভাল থাকবেন।
মনিরুজ্জামান মনির মে মাসে আমার পাতায় দাওয়াত। ভোট রইল ।
সময়ভাবে উত্তর দেয়া হয়নি। ধন্যবাদ, ভাল থাকবেন।
Lutful Bari Panna চমৎকার লেখা। আপনার উপমা নির্মাণগুলো চমৎকার।
সময়ভাবে উত্তর দেয়া হয়নি।অশেষ ধন্যবাদ, ভাল থাকবেন।
আলমগীর সরকার লিটন দোল খাওয়া কাশ ফুলের মতন, কেমন করে ছটফট করে কাতর আবেগ, এতো অভিমান নয়, এ তোমার অবহেলা ।-----------------
সময়ভাবে উত্তর দেয়া হয়নি। ধন্যবাদ, ভাল থাকবেন।
শাহ আজিজ "কেন তবে দুর থেকে নয়নের হাঁক বাণ, আমার জল ছলছল আঁখি পল্লবে?" অসাধারন , ভাল লাগলো, কবিতায় শব্দ গাথুনির উন্নতি হয়েছে।
সময়ভাবে উত্তর দেয়া হয়নি। অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
ধুতরাফুল . পরিপক্ক বিন্যাস.... স্বর্ণছোয়া পরিসমাপ্তি........ধুতরাফুল।
সময়ভাবে উত্তর দেয়া হয়নি। ধন্যবাদ, ভাল থাকবেন।
সুগত সরকার আপনার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে বিরহ ... কবিতার শব্দ নির্বাচনে ও বাঁধনে আরও বেশী সাবলীল হওয়া বাঞ্ছনীয় ।
সময়ভাবে উত্তর দেয়া হয়নি। ধন্যবাদ, ভাল থাকবেন।
রায়হান মুশফিক খুব সুন্দর!!!
আপনার জন্যও শুভকামনা

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪