আমাকে অক্ষে রেখে পেছনে ধোঁয়ার রশি কিংবা ধুমকেতুর লেজের মত বুঝতে পারি ছুটে যাওয়া তোমার আনাগোনা ছুঁয়েও যেন ছুঁবে না আমায় ! তুমি দৈত্য নও,তবুও আলাদিনের চেরাগ থেকে বেরিয়ে আসা ওটার মতন ফেটে পড়ো অট্টহাসিতে হু হু হু হু হা হা হা হা …… যেন আমার অপেক্ষার অস্থিরতা দেখে ভেসে থেকে মাথার উপর নব্বই ডিগ্রী উলম্বনে। কখনো আমার পায়চারিতে নিশ্চুপ দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাসের ডগা ধরে ঝির ঝির ঝির ঝির প্রচন্ড ঝাকুনিতে, কখনো সকালের ঝরা শিউলির মত আমার অপেক্ষার সাথী হওয়া হিজল’টার নুয়ে থাকা মঞ্জরী থেকে লাল লাল সব পাপড়িগুলো ঝেড়ে ফেলে অভিমানি চিবুকের মত রক্তাক্ত করো শিশির ভেজা ঘাস জানান দাও তুমি আছো আশে পাশে। জানি তুমি অপ্সরী এক ফড়িং ডানায় উড়িয়ে দিয়ে ছন্দে মাতাল হাওয়ার আঁচল অবলোকন কর চারপাশ আমার। কিন্তু আমি তো মানুষ, অস্থিত্ব বুঝে নিতে স্পর্শ নিউরণ করে নিশপিশ বিশ্বাস করতে পারি না তুমি থেকেই যাবে অধরা নাগালের বাইরে কোথাও…. তাই প্রত্যাশার কোমরে ঘন্টা বাঁধি এক প্রস্থ লাঠি হাতে মন্ত্র জপা চালান-প্রহরীর সামনে ফেলে বাটি সলতে জ্বালি অন্তর কুপিতে তোমাকে খুজে পাবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোজাম্মেল কবির
আমি কবিতা লিখতে পারি না... তবে পড়ে বেশ আনন্দ পাই। কবি না হয়ে কবিতার সমালোচনা আমাকে মানায় না। পড়ে বেশ ভালো লেগেছে। ভোট দেয়ার ইচ্ছে থাকলেও দিতে পারলাম না...
সেলিনা ইসলাম
কবিতায় বেশ কিছু বাড়তি শব্দের সংযোগ কবিতা পাঠে এবং কবিতার ছন্দে ব্যাঘাত ঘটিয়েছে। শব্দ ব্যবহারে আরও ভাবতে হবে। সব মিলিয়ে কবিতার বিষয় এবং উপাস্থাপনা ভালো লেগেছে। শুভকামনা রইল।
হাসনা হেনা
অভিমানি চিবুকের মত রক্তাক্ত করো শিশির ভেজা ঘাস- এর অর্থ কি বুঝলাম না। অস্তিত্ব হবে অস্থিত্ব নয়, খুঁজে হবে খুজে নয়, ঝাঁকুনি হবে ঝাকুনি নয়।ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।