তবে উড়াও আঁচল

ঘৃণা (সেপ্টেম্বর ২০১৬)

কাজী জাহাঙ্গীর
মোট ভোট ৩৪ প্রাপ্ত পয়েন্ট ৪.৭৭
  • ২৯
  • ৭৭
ওসবে কান দেওয়ার দরকার নেই তোমার
উত্তরের আকাশে জমতে পারে অনেক ঘন কালো মেঘ
দমকা হাওয়ায় সাদা শিরিষের ডালও আচমকা ভেঙ্গে পড়তে পারে,
কিন্তু এই যে তোমার হাতে হাত রেখেছি
তার চেয়ে নিবিড় আর কি হতে পারে ?
কোন দ্বিধা নেই......
তোমার আঁচলে যখন ঢেকেছি আমার সকল পিছুটান,
তোমার ঈশারার প্রবল টানেই বেধছি যখন আকাঙ্ক্ষার লাগাম
মতদ্বৈততার সকল যৌগিকতাকে চলো একবার যাচাই করি
স্বর্ণকারের রাজঅম্ল তেজাব’এ।
মুখের উচ্চারণ তোমার কানে তরঙ্গ লাগাবে না হয়তো,
হয়তো লৌকিকতার পশরায় চোখের সামনে বসবেনা কোন‘বিপনি বিতান’
তবুও তুমি একবার ছুঁয়ে দেখো
আমার আবেগ তোমার অনুভবে কেমন আষ্টে-পৃষ্টে জড়িয়ে আসমুদ্রহিমাচল।
কিসের এতো দ্বিধা......।
তোমার ঘন অলক-কুঞ্জ যদি দোল খেয়ে যায়
আমাকে ছুঁয়ে যাওয়া দখিনায়,
ঠোটের পাপড়িগুলো যদি হটাৎকেঁপে উঠে
জলাশয়ে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গশাপলা কুড়ি’র মত
উড়াও আঁচলতবে , হাতে নাও নাটাই
মাঞ্জাহীন সুতোয় চরক খাওয়া ঘুড়ি হওয়ার আগেই
আমাকে টেনে নাও মেরুতে তোমার,
চলো এভাবেই নিষ্ক্রিয় হই মৌল পরমানুর মতন
যে অর্বিটালে শুধু তুমি, আমি, একাকার......।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া এই হলো কবিতা। জাহাঙ্গীর ভাইয়ের কবিতাতো এমনি হবে এবং পুরস্কার জিতবে। বেশ ভালো লাগল কবিবন্ধু। আরো আরো লিখবেন।
আসাদ জামান অসম্ভভব সুন্দর। ভালোলাগার আর ভালোবাসার কবিতা। আবেগের জগতে হারিয়ে যাওয়ার মতো কবিতা। শুভেচ্ছা। পরেরটার জন্য অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আসাদ ভাই, বর্তমান সংখ্যার লেখাগুলো আপনার অপেক্ষায় আছে,দয়া করে আমার পাতায় কি আসবেন, আপনাকে আমন্ত্রণ।
ফয়সাল আহমেদ অনেক সুন্দর লাগল। দারুন হয়েছে কবির লেখনী
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর বর্তমান সংখ্যার গল্প ও কবিতায় আসার আমন্ত্রণ
সেলিনা ইসলাম অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!
অনেক অনেক কৃতজ্ঞতা।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কিনা ছিল এই লেখায় , কি উপমা কি কল্পনার হারিয়ে জাওয়া । খুবি সুন্দর । ভাইয়ের কবিতার প্রেমে পড়ে গেলাম । অভিনন্দন ।
ধন্যবাদ, বর্তমান সংখ্যায় আমন্ত্রণ।
Fahmida Bari Bipu অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Lutful Bari Panna ভালো একটি লেখা পুরস্কৃত হলো। অভিনন্দন
অনেক অনেক কৃতজ্ঞতা
কেতকী অাপনা‌কে বিজয়ীর অাস‌নে দে‌খে খুব ভা‌লো লাগ‌ছে। অ‌নেক অ‌ভিনন্দন রইল শ্র‌দ্ধেয় কাজী জাহাঙ্গীর।
অনেক অনেক কৃতজ্ঞতা
শাহ আকরাম রিয়াদ অনেক ভাল লাগলো কবিতাটি..
ভালো লাগেনি ৩০ সেপ্টেম্বর, ২০১৬

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

সমন্বিত স্কোর

৪.৭৭

বিচারক স্কোরঃ ২.৯২ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪