টিকার দাগ নষ্ট আমার যত কষ্ট

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ
  • 0
  • ১৩
আমার যখন ৭/৮ বছর সে সময়ের একটা ঘটনা। আমার বাবা-মা অনেকের বাবা-মার বিপরীত।সবার আব্বু করে শাসন আম্মু স্নেহ আর আমার আম্মু করে শাসন আব্বু স্নেহ। তবে উভয়ের মাঝেই শাসন ও স্নেহের গুন বিদ্যমান।
আমি আমার আম্মুর শাসনের বরকতেই অনেক মন্দ ও খারাপ কাজ থেকে বিরত থাকতে সক্ষম হয়েছি।
তো একদিন আমার আম্মু আমাকে কোন এক অপরাধের কারণে কাঠের চ্যাড়া/খুন্তি দ্বারা উভয় বাহুতে খুব করে পেটালেন। তারমধ্যে একটি লেগেছিল খুব জোরে। জোরে দেয়া মাইরটি সরাসারি টিকার দাগের উপর পড়ে এবং সেখানে আরেকটি দাগ হয়ে যায়।
বলে রাখা ভালো, আমাকে যেখানে টিকা দেয়া হয়েছিল সেখানে একটা গোল দাগ আছে। সেটা সম্ভবত টিকা দেবার কারণেই।
আমাকে কেউ মারলে আমি কাঁদতাম একটু অন্য রকমে। মারার সাথে সাথেই কাঁদতাম না। অনেকক্ষণ পর মাইরের কথা মনে করে করে কাঁদতাম । ব্যথার কারণে কাঁদতামই না।
অনেকক্ষণ ধরে কাঁদার কারণে অনেক দুষ্টর কাছে আমার ক্রন্দনটা উপভোগের মত বিষয় ছিল। তারা আমার সাথে তখন দুষ্টামি করে আমার কাঁদার জোরটা আরো বাড়িয়ে দিত।
সেদিন মাইর খাওয়ার অনেকক্ষণ পরেও টিকার উপরমাইরের দাগটা দেখে কাঁদতে ছিলাম। আর কী যেন ভাবতে ছিলাম।(ভাবার বিষয়টা পরে কেউ আমাকে বলেছিল)
হঠাৎ এক দুষ্ট দুষ্টামি করে প্রশ্ন করল- একটু মারলে এত কাদতে হয়? ও!! দাগটা দেখে মাইরের কথা বেশি মনে পড়ছে বুঝি?
আমি আগে কারো কাছ থেকে শুনছিলাম যে- এই টিকার দাগটা নাকি নষ্ট হয়ে গেলে আমি হারিয়ে যাব। আমি যাতে হারিয়ে না যাই তাই এখানে টিকা দিয়ে দাগ বসিয়ে দেয়া হয়েছিল।
তো আমি তার প্রশ্নের উত্তরে বললাম-আমি কি মাইরের কথা চিন্তা করে কাঁদি? আমার কি এখনও মাইরের ব্যথা আছে? আমার চিন্তা হচ্ছে টিকার দাগের উপর মাইরের দাগটা নিয়ে। যদি মাইরের দাগটির কারণে টিকার দাগটি নষ্ট হয়ে যায় এবং আমি এই কারণে হারিয়ে যাই…..!! এটা বলে আরো জোরে কাঁদা শুরু করে দিলাম।
সবাই আমার কথাগুলো শুনে অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই সবাই হাসিতে লুটিয়ে পড়ল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন ছেলেবেলাগুলো আসলে এমনই ছিল, যা তা ভেবে কষ্ট আর আনন্দ পাওয়া, সুন্দর
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৩
হাবিবুর রহমান চমৎকার হয়েছে।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৩
মিলন বনিক চমৎকার গল্প...হাসলাম...আর ভালো লাগলো....
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গল ব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৩
এশরার লতিফ বেশ লাগলো. ভাগ্যিস টিকার দাগ মুছেনি এবং আপনিও হারাননি. তা হলে এ লেখাটা পড়ার সুযোগ থেকে পাঠকরা বঞ্চিত হতো. ভালো লাগলো.
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৩

১৫ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫