পূর্ণতা বুঝিনি

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

নীল জ্যোতি
  • ১১
নীল আকাশে ভেলার মতো থোপা থোপা
মেঘ দেখিয়ে ওরা বলেছে দেখ পূর্ণতা,
সাগরের বুকে তোলপাড় করা উন্মাদনায়
সৃষ্ট ফেনার রাশি দেখিয়ে বলেছে দেখনা পূর্ণতা,
আমি পূর্ণতা বুঝিনি।।

মিষ্টি ফুলে দুষ্টু ভ্রমরের গুনগুন আমন্ত্রণ
ওরা বলেছে শোন, শুনে দেখ পূর্ণতা,
জীবনের টানাপোড়নে যুদ্ধে নামা মানুষের ঢল
জ্যামে আটকানো গাড়ির সারি ওরা বলেছে দেখ দেখ পূর্ণতা,
আমি পূর্ণতা বুঝিনি।।

নববধূর চার বেয়ারার পালকি চলেছে উহুমনা উহুমনা
চরম উৎসব দেখিয়ে বলেছে দেখনা পূর্ণতা,
মায়ের কোলে ঘুমন্ত শিশুর মুখে ভোরের আলো
ওরা বলেছে দেখ দেখেনে পূর্ণতা,
আমি পূর্ণতা বুঝিনি।।

অবশেষে, শেষের দিনের শব-যাত্রায় সঙ্গী হয়ে
ধুপের ধোয়ায় বলেছে দেখলিতো পূর্ণতা
তবু, আমি পূর্ণতা বুঝিনি।।

আমি;
আকাশের শূণ্যতা, মেঘের ক্লান্তি,
সাগরের আর্তনাদ, ফেনার কান্না দেখেছি।
ফুলের নিঃস্বতা, ভ্রমরের কাঙ্গালপনা,
জীবনের অতৃপ্তি আর বাঁচার ব্যাকুলতা দেখেছি।
নববধূর ত্যাগ উৎসবে আহাজারি,
মায়ের চোখে সূর্যোদয়ের পর সূর্যাস্ত দেখেছি।
শেষের দিনে মানুষকে ধূপে
জ্বলে যেতে দেখেছি।

সত্যি বলো বন্ধু; তুমি পূর্ণতা বুঝেছ ?
আমি আজ ও পূর্ণতা বুঝিনি !!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য একদিকের পূর্ণতায় অপরপিঠের হারানোর সুর.... সুন্দর
রোদের ছায়া পূর্ণতার মাঝেই কিছু অপূর্ণতা রয়ে যায় কবিতার এই বানির সাথে একমত ।ভালো লাগা রইলো।
তানি হক পূর্ণতা কে উপলব্ধি করার দারুন দারুন উপমায় সাজানো কবিতা ... খুব ভালো লাগলো...ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
ওসমান সজীব খুব সুন্দর কবিতা
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভালই তো সুন্দর সুন্দর সব দৃশ্যপট.....খুব ভাল লাগলো.....
জায়েদ রশীদ অনেক সুন্দর। অন্তর্নিহিত আকুলতায় মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে আরও লেখা পাব আশা করছি। গল্পকবিতায় স্বাগতম।
এফ, আই , জুয়েল # কবিতার আবেগ---প্রকাশ ভঙ্গি---ও এর চলার গতি অসাধারন । হৃদয়ের গভীর স্তর হতে এরকম ভাবনার প্রকাশের আবেদনই আলাদা । মনের গভীরে স্নিগ্ধতার ঝড় বয়ে চলে যায় । বিশেষ করে---["আমি;/ আকাশের শূণ্যতা, মেঘের ক্লান্তি,/ সাগরের আর্তনাদ, ফেনার কান্না দেখেছি।/ ফুলের নিঃস্বতা, ভ্রমরের কাঙ্গালপনা, / জীবনের অতৃপ্তি আর বাঁচার ব্যাকুলতা দেখেছি।/ নববধূর ত্যাগ উৎসবে আহাজারি, /মায়ের চোখে সূর্যোদয়ের পর সূর্যাস্ত দেখেছি। /শেষের দিনে মানুষকে ধূপে /জ্বলে যেতে দেখেছি।] ---এ লাইনগুলো অনেক সুন্দর ও উঁচুমানের ।।
নীল জ্যোতি onek dhonnoba vai .. vison valo laglo

২৬ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫