আমার দীর্ঘ সময়ের ভালোবাসার স্বর আজ পুনর, পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই প্রকৃতির বন্ধনে আবদ্ধ আমি। কখনো কৃষ্ণচূড়ার কিংবা পলাশের ফুল আমার মন কেড়েছে, কখনো নদীর তীরে সূর্যাস্ত বাঁশের সাঁকো ঘাটে বাঁধা নৌকা আমার হৃদয় নেড়েছে, আমি ফ্রেমে বন্ধী করেছি তোমাকে। সমুদ্র সৈকতে যাইনি কখনো আশা ও ছাড়িনি যাবার যাব-হয়তবা একবার যাব, আবার তোমার রূপ দেখব নতুন করে। তোমাকে যত বারই দেখিনা কেন তুমি চির নতুন নব যৌবনময়। খানিকটা দূরে নিঃসঙ্গ বটের নিচে বসেছি, আমাকে পেয়ে সে কত সমাদর করে! তার মায়াময় ছায়া আর সুশীতল বাতাস আমাকে ঘিরে রাখে। গভীর রাতে তুমি শিউলি হয়ে আসো । গোলাপের কাঁটা ফোঁটায়ে রক্তক্ষরণ ঘটাও প্রেমের। মৌচাকের বালিকার ন্যায় মধুর তোমার মাধুর্য। ধীরে ধীরে আমি আকৃষ্ট হই তোমার যৌবনে, তোমার মাঝে আমি উৎপন্ন করি আমার ভ্রূণ, যেটি বৃদ্ধি পায় আমার আবর্তনের গতিতে। আমার স্ফুরণ তোমার মাঝে উদ্ভাসিত হতে থাকে, আমি বৈচিত্র্য দেখি তোমার রূপ রস গন্ধ স্পর্শ কাতরতার ঊর্ধ্বে, এবং জন্ম নেয় আমার কবিতা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম
সৃষ্টির আনন্দোচ্ছ্বাস চমৎকারভাবে ফুটে উঠেছে...! তবে আরো একটু যত্নের প্রয়োজন ছিল বলে মনে হয়..! আর ১ম লাইনে "পুনর" শব্দটা কি পূর্ণ হবে? কারন পুনর শব্দ এককভাবে মনে হয়না বসে(সিওর না) ...যেমন পুনরপি,পুনরুক্ত,পুনরাবৃত্তি প্রভৃতি। (আমার ভুলও হতে পারে)সুন্দর পটভুমির কবিতা । আরো ভাল লিখুন সেই শুভকামনা
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।