শ্রমের হাসি

শ্রম (মে ২০১৫)

দীপঙ্কর বেরা
  • ১০
  • ৩৮
বিতি বিরক্তিতে ডাকল – দেখো না বাবা এইটুকু জায়গায় , পা ফেলা যাচ্ছে না তাও কত পিঁপড়ে । তিলতলায় এরা এল কি করে ?
বিতন এসে দেখেই বলল – কাল সন্ধ্যের বেলা কে সন্দেশ খেয়েছিল ? ওরা তো এসেছে সেগুলো ঝাড়পোচ করে দিতে ।
বিতির রাগ কমে না – তুমি কথা ঘোরাতে পারো বেশ । দু একটা কামড়ে দিল সে খেয়াল আছে ।
ব্যাস দৌড়ে চলে এল বিহীনা – তুমি কি গো ঝুঁকে পিঁপড়ে দেখছো আর ছেলেটার পায়ে একটু হাত বুলিয়ে দিলে না ।
বিতনের সে খেয়াল নেই । দেখছে পিঁপড়ে কিভাবে কত বড় সন্দেশের টুকরোটা অনায়াসে টেনে নিয়ে যাচ্ছে । বিতির দিকে তাকিয়ে আঙুল দিয়ে বিতন বলল – এরা একটুও দাঁড়ায় না চলতেই আছে চলতেই আছে । কাজ পেল তো ভাল না পেলো তো কাজ খুঁজতেই আছে । বেশ কর্মঠ ।
বিহীনা রেগে যায় – এমন ভাবে বলছো যেন ওরাই দেশ দশ এগিয়ে নিয়ে যাচ্ছে । ওরা না থাকলে আমরা পিছিয়ে পড়তাম । আর ছেলেটার দিকে খেয়ালই নেই ।
এবার বিতন উঠে দাঁড়াল – আচ্ছা বুতু তোমার এখন বারান্দায় কি শুনি ? সকাল আটটা বাজল মুখ হাত ধুয়ে পড়তে বসার নাম নেই কেন শুনি ?
- ছেলেটার পা টা ফুলে গেছে । আহারে ! সে খেয়াল নেই শুধু পড়া আর পড়া ।
- তা না । আসলে ঘরোয়া পিঁপড়ের কামড়ে কিছু হয় না । আমরা ছোটবেলা দু একটা পিঁপড়ে খেতাম যাতে কর্মকুশলী আর সাঁতারু হতে পারি । পিঁপড়ে ডিম দিয়ে মাছ ধরতাম ।
বিতির নবম হয়ে গেছে । তাই আরো বিরক্তিতে বলল – বাপি , পিঁপড়ের আর পিঁপুড়ি বাজাতে হবে না । পড়ছি ।
বিতি চলে গেল পড়তে বিহীনা রান্নাঘরে আর বিতন ডেচকিতে প্যাক করা খাবার নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল – আসছি । আজ ফিরতে একটু দেরি হবে ।
ঘরের ভেতর থেকে মা ছেলের আওয়াজ এল – ঠিক আছে । সাবধানে যাবে ।
বিতন সবে রাজমিস্ত্রীর কাজ ধরেছে । সিমেন্ট মেশানো মশলা ছাদে তুলতে তুলতে পাশের মদন প্রশ্ন করে – কি বিতুদা ? রাতদিন কাজ করছ যে । কত কাজ ধরলে ছাড়লে শেষে এখানে যে ভাবে শুরু করেছো শরীর ভেঙে পড়বে ।
বিতনের সত্যি একটু বেশি কষ্ট হচ্ছে । বলে – কি আর করা যাবে ? ছেলেটা বড় হচ্ছে মানুষ করতেই হবে ।
পাশে জিতেন ছিল রসিকতা করল – কেন ? তোমার ছেলে গরু না গাধা ?
সবাই হো হো করে হেসে উঠে । বিতন জবাব দেয় – না রে ভাই । বয়স কম ছিল অনেক বাঁদর নাচ নেচেছি । বলতে নেই ছেলেটা আমার পড়াশুনায় দারুন । তাকে আরো উপরে তুলতে আমাদের শ্রমের কোন বিকল্প নেই । আমরা অনেকেরই ডিগ্রী আছে । চাকরী নেই । কিন্তু এই শ্রমের কাজ আছে । তাকে ভালোবাসলে কত কি না হয় !
পিছনে লেবার কন্ট্রাক্টর মোহিতবাবু দাঁড়িয়েছিল । হাততালি দিয়ে এগিয়ে এল – এই হল শিক্ষিত আর মূর্খের তফাৎ । কিছু পড়াশুনা আছে বলেই না বিতন খুব কাজের । কোন কাজই যে ছোট নয় বিতনকে দেখে আমিও বুঝতে পারি । ওই দেখুন চারিদিকে লাখো লাখো ইমারত । বিতনের মত মানুষ না থাকলে কবেই ভেঙে পড়বে । আর শুনুন আজকে পেমেন্ট নিয়ে যাবেন ।
রাতে ফিরে ক’টা টাকাতেই বিতন বিহীনা আর বিতির মুখে শ্রমের উজ্জ্বল হাসি কতটা চওড়া তা মাঝে মাঝে আমাদেরও চোখে পড়ে । বুঝতে পারি স্বর্গ আসলে মাটির পৃথিবীতেই ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হুমায়ূন কবির দারুন ফুটিয়েছেন দাদা ভোট থাকল।
ফেরদৌসী বেগম (শিল্পী ) সুন্দর গল্প লিখেছেন দীপঙ্কর'দা। গল্পে ভোট সহ অনেক অনেক শুভকামনা রইলো।
নাসরিন চৌধুরী বেশ ভাল লাগল। কিন্তু এমন পজেটিভলি কজন ভাবতে পারে!
গোবিন্দ বীন ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন .... বিতনের মত মানুষ না থাকলে কবেই ভেঙে পড়বে ...। চমতকার লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল। আর ভোট।
অনেক ধন্যবাদ । ভাল থাকবেন
ছন্দদীপ বেরা এ ভাবেও কর্ম ভাবা যেতেই পারে । ভালই
মোহাম্মদ সানাউল্লাহ্ গল্পটা বেশ ইতিবাচক । তবে কাজের ক্ষেত্র সৃষ্টি না হলে এর নেতিবাচক প্রভাবটা খুব কষ্টের ! যার দৃষ্টান্ত আমাদের উপমহাদেশে বিরল নয় । লেখা এবং ভাবনাটা সুন্দর, ভাল লাগল ।
গোপাল কর্মেই সাফল্য । তাতেই জীবনের হাসি । ভাল লাগল ।
ভানু চরণ ভাবনা অসাধারণ । মাত্রা বোধ পেলাম ।
সোহানুজ্জামান মেহরান অনেক সুন্দর হয়েছে , ভাল লাগলো। ভোট করে গেলাম।আমার পাতায় আমন্ত্রণ রইলো।ধন্যবাদ।

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪