মায়ের আকাশ

মা (জুন ২০১৪)

দীপঙ্কর বেরা
  • ৪৪
ছিটে বেড়ার ফাঁক দিয়ে আকাশটাকে দেখে একটুও অবাক হয় না গোপলা । খুব খোলামেলা শুধু মাঝে মাঝে মেঘ ছাড়া আর কিছু আকাশে দেখা যায় না । গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এগুলো তো আছে , কিন্তু আমাদের দিশাতে মুক্ত দিগন্ত ছাড়া আর কিছু নেই ।
অথচ মার কোলে বসলেই এই ছিটে বেড়ার ফাঁক দিয়ে সারা আকাশটাই চলে আসে । সারা দিন কাজে এত ব্যস্ত থাকে যে গোপলা কি করছে কোথায় থাকে আলাদা করে খেয়ালই করে না ।
হয়তো কিত কিত খেলছে পাশ দিয়ে এক গাদা খড় নিয়ে চলে গেল কিন্তু কিছুই বলল না । রাগ হল একটু পরেই বাড়িতে ফিরে বলল – মা , ভূতো আমাকে মারল তুমি দেখেও কিছু বললে না ।
চাল বাছতে বাছতে মা উত্তর দেয় - তুই যে ডান পা ফেলে গুটিটা চালাকি করে সরিয়ে নিলি তার বেলায় । খেলায় চালাকি নয় ।
গোপলা মায়ের গলা জড়িয়ে বুঝতে পারে আকাশটা কত বড় । মা আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয় – আর না , অনেক খেলা হল এবার পড়তে বসো ।
গোপলা বায়না ধরবে – আর একটু । তুমি টিফিন দাও । আমি আসছি । মা জানে একটু মানে অনেকটা । সন্ধ্যে গড়িয়ে যাবে আবার ডাকতে হবে । কিন্তু কিছু করার নেই । তাই একটু পরেই ডাকতেই চলে এল । পড়তে বসেই নানান বায়নাক্কা । পিঠটা চুলকে দাও । এটা কঠিন পরে পড়ব । তেমন কিছু তো পড়া দেওয়া নেই । মাকে তখন মিশে যেতে হয় তার সাথে । সব কিছু ঠিক না জানলেও বসে থেকে যে তদারকি করে তাতে গোপলা বেশ বুঝতে পারে মা ছাড়া তার চলা অসম্ভব । রাতের রান্না বাড়া সাথে কি রকম যেন যাদু করে সব পড়া করিয়ে নেয় । আর গোপলা হয়ে যায় নিজের জগতে অনেকটাই সেরা । ধীরে ধীরে ছোট আকাশটা কত বড় হয়ে যায় ।
স্কুলের বন্ধুদের সাথে মারামারি করে বাড়ি ফিরে এসে বললে মা প্রথমে তাকেই দোষ দেয় । গোপলার খুব রাগও হয় । মনে হয় মা কিছু না বুঝে শুধু আমাকেই দোষ দেয় । ওরা সব গুণ্ডা ।
তারপর সময় বইয়ে দিয়ে ঠিক বুঝতে পারে গোপলা যে সেও তো কম যায় না । তাহলে অন্যকে দোষ দিয়ে কি লাভ ? আর মা এই ট্যাক্টিসে গোপলা বেশ বুঝতে পারে তাদের ছিটে বেড়ার ঘরে আকাশ কেন এসে বরাবর কেন খেলা করে । তাই সে অনেক বড় হতেও পারবে ।
-০-০-০-

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।

১৫ জুন - ২০১৩ গল্প/কবিতা: ৬৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫