মাটিতে মুখ গুঁজে পড়ে থেকে যারা আকাশ আঁকে মুখ তোলার সময় পায় না , তারা প্রত্যেকেই দুঃখী মানুষ । তারা প্রতিদিনই সকাল জড়ো করে মাটি কুপানো মানচিত্রের ধারে খাবার খোঁজে সূর্য পোড়া ছাইবৃষ্টির রৌদ্রছায়ায় ঘাম ঝরিয়ে কষ্টের আঁতুড়ঘরে বড় হয় । প্রাসাদের মুনাফা তুলে দিতে উদয় অস্ত এক করে ফেলে , প্রযুক্তির হাতুড়ি আঘাতে আঘাত হানে চিড়ে চ্যাপ্টা করে দেয় তাদের শরীর মন ; তবু দমে যায়নি দম ফেলেনি আগ্রাসী অস্তিস্থ রক্ষায় , জানে , পেট ভরাতে মূল্যায়নের ক্ষত কিছুই না এগিয়ে যেতেই হবে । তাতে কিছু ঝরে যায় কিছু সয়ে যায় কিছু বা প্রাণে প্রাণ বিলিয়ে যায় ; তবুও বাটনটা তার প্রজন্মের হাতে তুলে দিয়ে যায় । তাই আজও শতছিহ্ন হাতে হাত কাঠ ফাটা চেহারায় বয়ে নিয়ে যায় কর্মের আকাশচুম্বী প্রবাহ । তারা জানে মাটি তাদের জন্য বিছানা পেতেই রেখেছে শুয়ে আকাশ দেখতে না দেখতে জড়িয়ে ধরে ঘুমের মাসি পিসি ; তখন আর দুঃখী দুঃখ আর তার ইতিবৃত্ত এসব কোনকিছু মনেই থাকে না ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
শ্রী সঞ্জয়---
অপূর্ব লেখা । খুব ভালো লাগছে আপনাকে এখানে পেয়ে ।
গোবিন্দ বীন
মাটি তাদের জন্য বিছানা পেতেই রেখেছে
শুয়ে আকাশ দেখতে না দেখতে
জড়িয়ে ধরে ঘুমের মাসি পিসি ;
তখন আর দুঃখী দুঃখ আর তার ইতিবৃত্ত
এসব কোনকিছু মনেই থাকে না ।
ভাল লাগল, পাতায় আমন্ত্রন রইল।
ভোট রেখে গেলাম।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।