আত্মসমীক্ষণ

পূর্ণতা (আগষ্ট ২০১৩)

রক্ত পলাশ
গত আট প্রহরের প্রায় পুরোটাই
আমি বিকিয়ে দিয়েছি বড় সস্তা দামে,
শুধুই নিজেকে জানার খরচায় ।।

ক্ষুধার্ত কি থাকতে পেরেছিলাম
মননের মধুর লোভে ?
বোকা কি থাকতে পেরেছিলাম
একান্তই এই নিজের কাছে ?
ঠকে যেতে পেরেছি কি বারবার
ইচ্ছে মতো - তোমার কাছে , তোমাদের কাছে ?
সেই নিজের কাছেই ছিল প্রশ্ন আমার ।।

তারপর , খেয়ালের আবদারে;
দেয়াল ঘড়ির সবকয়টা কাঁটা পেন্সিল হয়ে
উত্তর খুঁজে মরে,
আমার ছন্নছাড়া কবিতার জ্যামিতিতে ।।
সংশয়-দোটানার জরায়ূতে বুনা আতুড় দর্শনটা আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ,
বামপাঁজরের চিলেকোঠায় ধূলার জামা পড়া কয়েকটা নাবালক নীল শব্দ
জিজীবিষার মন্ত্র পড়ে হঠাৎ করেই যেন সাবালক সবুজ হয়ে উঠে -
হ্যাঁ, আছি , আমি এখনও সেই বোকাটাই আছি ।
পদ্মপাতার শিশিরটাকে দিনযাপনের ঘামের ফোঁটায়
মিশিয়ে দিয়ে কাজের মানুষ-যদিও একটু বদলে গেছি ।।
আজও আমি ক্ষুধার্তই , সেই কবিতাটা আজও ফেরারী;
তবু সংসারী কবি অন্ধ কানাই , বুকের হাফরে সুবাতাস ভরে;
সব পেয়েছি-র নামতা পড়ে, শব্দে-সুরে ছায়াবাজি করি ।।

আমি জীবনখাতার সরল অংকে,চাওয়া-পাওয়ার যোগ-বিয়োগে;
গড়আয়ুটা ভাগের পরে , যে ফলটা পাই অবশেষে ;
তারেই আবার ‘ পাওয়া ’ দিয়ে গুণন করি শেষের আগে ।।।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য হ্যা ভাবতে বসে শেষ বিকেলে পাওয়াগুলোকে গুণ করতেই হয় না পাওয়ার অতৃপ্তী ঘোচাতে। দারুন লাগলো
Lutful Bari Panna হাতটি দারুণ। আরো একটু চর্চা হলে অনেকখানি পথ পেরোতে পারবেন।
আপনাকে আমার লেখায় পেয়ে অনেক ভাল লাগল ভাইয়া-------------
মিলন বনিক গত আট বছর..একটা নির্দিষ্ট সময়কে জীবনের সরল অংকে অপূর্ব সুন্দর বর্ণনায় ফুটিয়ে তুলেছেন....খুব ভালো লাগলো....শুভ কামনা...
ধন্যবাদ দাদা---------তবে গত আট বছর নয়, আমার সারা জীবনটাকে নিয়েই আমি হিসেব কষেছি-গত আট প্রহরে
জাবের খান ""আমি জীবনখাতার সরল অংকে,চাওয়া-পাওয়ার যোগ-বিয়োগে; গড়আয়ুটা ভাগের পরে , যে ফলটা পাই অবশেষে ; তারেই আবার ‘ পাওয়া ’ দিয়ে গুণন করি শেষের আগে "" গভীর ভাবনা , দারুন
ধন্যবাদ ভাইয়া-------নাম বদলেছেন নাকি????
তানি হক কবিতার কথা গুলো ভীষণ সুন্দর ... আপনাকে শুভেচ্ছা জানাই সুন্দর এই কবিতার জন্য
আপুর জন্যেও শুভকামনা রইল-------------
Tumpa Broken Angel খুব ভালো লাগল।
টুম্পাকে ধন্যবাদ

১০ জুন - ২০১৩ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী