লজ্জা

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

ZeRo
  • ২৯
  • 0
  • ৭৪
মাটির সোদা গন্ধে জেগে রয়
অতৃপ্ত আত্মার ধ্বনি ;
বর্ণমালাদের করুণ শব্দের বিলাপে ক্ষয়
নিঃশব্দ গোঙানি ।

ক্ষুধিত একাত্তর কড়া নাড়ে দ্বারে দ্বারে
একমুঠো দেশপ্রেম দাও না মনন জুড়ে।
শহীদি সেনাদল নিথর পাথর যেন
তোমাদের বাগানে কৃত্তিম ফুল কেন ?

আর...
তুমি আমি শুধু কান পেতে শুনি
আর্তনাদে প্রেমের ফসল বুনি ।
ছুই ছুই ভালবাসা প্রকৃত নয় বিকৃত
মিছে সব কলরব তথাপি স্বীকৃত ।

প্রতিরোজ নাট্যরূপ অভিনয়ে চিত্রায়ন
নিখুত ছলনার পর্দা ;
অপ্রিয় সত্য সে যে - নির্মম তামাশা
বোধে নাই লজ্জা ।

সুর্যাস্থের পথে অবনত রক্তধারা
ডোবে নীল মৌনতার আধারে ;
মাতৃগর্ভে একি ! সুশীল বোদ্ধারা
লিপ্ত নিয়মিত দ্বন্দের চাদরে ।

তন্র মন্ত্রের রঙ্গ মঞ্চে
আঙ্গুলের অঙ্গ নাচন ;
নিষ্ঠুর ঠোটে মিষ্টি বুলির
আবেগ ভরা ভাষণ ।

দেশ প্রেম পড়ে ফাসি লেনাদেনার দেয়ালে
সভা সেমিনারে বিলাসী প্রেমের মুখোশের আড়ালে ।

সু-নিপুণ শাসনে বিজয়ী প্রহসন
যেন হাওয়াই মিঠাই এর দরজা ;
অপ্রিয় সত্য সে যে - লজ্জাহীনা
বোধে নাই লজ্জা ।

আজও বাতাসের সুরে সময়ের উচ্চারণ
দেখ বর্ণে বর্ণে শহীদি রক্ত ;
এখনও শ্বাশ্বত বীর.. চির অমলিন ।

শুধু বোধের কারাবাসে শিকল পড়ে হাসে
দেশপ্রেমের অতৃপ্ত আত্মা ;
অপ্রিয় সত্য সে যে - বোধে আছে বোধ
তব বোধে নাই লজ্জা ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান এই অসাধারণ কবিতাটি আমি আগে পড়তে পারিনি বলে কবির কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। আরেকটু নিয়মিত হবার আহবান জানাচ্ছি।
ভালো লাগেনি ১৫ জানুয়ারী, ২০১২
মোঃ শামছুল আরেফিন ভিবিন্ন আঙ্গিকে দেশপ্রেম তুলে আনলেন। রাজনৈতিক নেতার আঙ্গুল নাচিয়ে মিষ্টি ভাষণের কঠিনতম দেশপ্রেমকেও রেহায় পেলনা। বর্তমান অবস্থা দেখে কবিতায় কবির হতাশা তীব্র ভাবে প্রকাশ পেয়েছে কিন্তু প্রতিবাদটা সেভাবে আসেনি। প্রতিবাদটা মনে হয় আরও প্রবল হতে পারতো। তবে খুবই ভাল লেগেছে ভাইয়া কবিতাখানি। আজও বাতাসের সুরে সময়ের উচ্চারণ, দেখ বর্ণে বর্ণে শহীদি রক্ত এই লাইনদুটো আমার কাছে অসাধারণ লেগেছে।
নিলাঞ্জনা নীল বেশ সুন্দর.....
প্রজাপতি মন ভালো লেগেছে।
শেখ একেএম জাকারিয়া মাটির সোদা গন্ধে জেগে রয় অতৃপ্ত আত্মার ধ্বনি ; বর্ণমালাদের করুণ শব্দের বিলাপে ক্ষয় নিঃশব্দ গোঙানি । অপ্রিয় সত্য সে যে - বোধে আছে বোধ তব বোধে নাই লজ্জা।চমৎকার লিখেছেন ।শুভকামনা।
সূর্য ইশতিয়াক অসম্ভব সুন্দর লিখেছ। এমনই হওয়া চাই কবিতা।
খোরশেদুল আলম অপ্রিয় সত্য সে যে - বোধে আছে বোধ/ তব বোধে নাই লজ্জা ।// চমৎকার কবিতা। খুব ভালো লাগলো। ধন্যবাদ কবিকে।
M.A.HALIM বরাবরের মত এবার ও চমৎকার। শুভ কামনা রইলো।
নিনা যেমন বড় তেমন সুন্দর কবিতা
আহমেদ সাবের অসাধারণ কবিতা। রূপকের চমৎকার ব্যাবহার “বর্ণমালাদের করুণ শব্দের বিলাপে”, “তোমাদের বাগানে কৃত্রিম ফুল কেন?”, “নীল মৌনতার আধারে”, “দ্বন্দ্বের চাদরে”, “হাওয়াই মিঠাই এর দরজা”, “বোধের কারাবাসে”। ZeRo ‘র শ্রেষ্ঠ কবিতার একটি। অনেক ভাল লাগল।

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪