ক্ষুধা সারাবেলা

ক্ষুধা (সেপ্টেম্বর ২০১১)

ZeRo
  • ৫১
  • 0
  • ৩৭
কানে কানে বলে
আগুনের ফুলে রাঙ্গাব ফাগুন
হৃদয়ে রাখিব তুলে,
শপথের মালা জড়াব জ্বালায়
উজাড় করিব ঢেলে !

প্রণয়ের পাখা মেলে
চোখে চোখে মন দোলে,
এলোমেলো সব শিহরণে
সময় যায় যে ভুলে !

স্বপ্নরানী স্বপ্ন জুড়ে স্বপ্ন গড়ায়
স্বপ্ন সুখে মৃদু হাওয়ায় মনটি হারায় !
হৃদয় জুড়ে উন্মাদনার সুখের কনা
মেললো ডানা সুখ ঠিকানায় করলো হানা !

চলছিল সব ঠিক ঠিক
ঘড়ির কাটা টিক টিক ,
রঙিন ভোরে হঠাৎ করে
হানলো ব্যথার বৃষ্টি !

হৃদয় পাখি খুলল ডানা
উড়ল ফেলে প্রনয় দানা ,
তুলল ফনা মন মোহনায়
বিষের বাশি বুকের কোনায় !

অগোচরে আসলো ঘরে নিশিকালো ;
অমাবস্যার ঘন আলো ,
পূর্ণ ঘর শূন্য হলো
মনটা পুড়ে ভীষণ কালো !

দহন জুড়ে পদ্য জীবন
দেখবে কবে বুঝবে কখন ,
সোনার ঘর সোনা বিনা
প্রেম ক্ষুধায় তিক্ত এখন !

কানে কানে সেই যে শোনা
রইবে কেমন আমায় হীনা ,
বাজে সে যে সেই সে ধারায়
মন ভেঙ্গে যায় আর পারি না !

সাত সমুদ্দুর তের নদী
ওই পাড়েতে থাকবে যদি ,
ক্ষণিক কালে কোন খেয়ালে
ছুয়ে দিলে দুখ অবধি !

ওই পাড়েতে কার হাতে তে
সুখের ছোয়া দিচ্ছ পেতে ,
ভেঙ্গে এপাড় হচ্ছে বিলীন
কেউ কি তার খবর রাখে !

মনের রঙ্গে সাজছ রাধা
ক্ষুধায় ঢেলে দিচ্ছ সুধা ,,
মন কি তোমার অতীত ফিরে
বিবেক মাঝে পায় না বাধা !

অন্য ঘরে মন মোহিনী
সুখেই আছ এইত জানি ,
সরব তোমার অট্রহাসি
আমার চোখে শুধুই পানি !

আজ যে আমার মুক্ত মনে
প্রতিক্ষণে বর্ষা আনে ,
কি যে ক্ষুধা সারা বেলা
বাঁজছে বিধুর মন বিহনে !

গেল দিনের আদর ছুয়ে
মধু রসে মধু মোহে ,
আমায় ছেড়ে অনেক দুরে
কেমন করে যাচ্ছ সয়ে ?

মনটা আজ ও দ্বিধায় ভোগে
তবু তোমায় ভালো লাগে ,
প্রশ্ন জাগে ওখানেও কি ?
কাটছে নিপুন অভিনয়ে !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোশাসি অনেক ভালো লাগলো ভিন্নতা আছে |
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১১
amar ami ভালই লাগলো ....আর কি বলব, বলাই তো আছে সব !...
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১১
ফয়সাল আহমেদ bipul খুব ভালো লাগলো l
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১১
মাহমুদা rahman বাহ..........
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১১
আনিসুর রহমান মানিক স্বপ্নরানী স্বপ্ন জুড়ে স্বপ্ন গড়ায় স্বপ্ন সুখে মৃদু হাওয়ায় মনটি হারায় !-ভালো লাগলো /
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১১
ম্যারিনা নাসরিন সীমা মনে হল কবিতার ছন্দে ছন্দে সুন্দর একটা গল্প পড়লাম । ভীষণ ভাল লাগলো ।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১১
পন্ডিত মাহী আমার মাথা পুরো হ্যাং হয়ে আছে। বলার মত কোন উপমা মনে আসছে না। ভালো লেগেছে তো অনেক, কিন্তু সেটার বহিঃপ্রকাশ করতে পারছি না। তাই বিশেষণে বিশেষিত না করেই চলে যাচ্ছি।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১১
প্রজাপতি মন চমত্কার চমত্কার চমত্কার! অনেক ভালো লাগলো তাই প্রিয়তে নিয়ে নিলাম.
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১১
মা'র চোখে অশ্রু যখন মনটা আজ ও দ্বিধায় ভোগে , তবু তোমায় ভালো লাগে, প্রশ্ন জাগে ওখানেও কি ? কাটছে নিপুন আভিনয়ে ..................! জীবনটায় তো একটা অভিনয় ...।সবায় প্রতিদিন অভিনয় করে ্‌,কোন না কোন ভাবে.........।।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১১
এস, এম, ফজলুল হাসান অনেক ভালো লিখেছেন ভাই , খুব ভালো লাগলো কবিতাটি , ধন্যবাদ |
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১১

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪