অন্ধকার রাত

অন্ধকার (জুন ২০১৩)

মাদার ল্যান্ড
  • 0
  • ১২০
পূর্নিমার আলোতে আলোকিত রাত-
চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে-
আকাশে সাজানো গুছানো তাড়ার মেলা-
একেলা বসে খোলা আকাশের নিচে-
চাঁদ, তাড়া, ধ্রুবতাড়া সবাইকে স্বাক্ষী রেখে-
কালো অন্ধকারে নিমজ্জিত হয়েছি।

আলোকিত জীবনে অন্ধকার হাত ছানি-
আমার পৃথিবীর-আলো কেড়ে নিয়েছে-
জীবনের সুন্দর দিন-গুলো মনে করিয়ে দেয়-
রাতের অন্ধকার আমার সব কেড়ে নিয়েছে-
আমার স্বপ্ন, ভালোবাসা সব তোমায় নিয়ে-
তবুও জীবনটা অন্ধকারে ঠেলে দিলে।

আজো ভূলতে পারি না কালো সেই রাত-
সব কিছু ঠিক ছিল তবুও এলো অন্ধকার রাত-
মনে-কি? পরে সেই প্রথম জীবনের কথা-
আলোয় আলোয় ভরা ছিল জীবন-টা।

তবুও তুমি ব্যাথা দিয়ে দূড়ে সরে গেলে-
আলোর দুনিয়া আমার নিলে তুমি কেড়ে-
যতোই ব্যাথা তুমি আমায় দিয়ে- ছিলে-
সব কিছুই আমার উপর চাপিয়ে তুমি দিলে-
আলোর দুনিয়া ছেড়ে গেলাম অন্ধকারে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক কবিতার কথা গুলো খুব সুন্দর ... আপনাকে ধন্যবাদ জানাই
রোদের ছায়া বেশ ভালো । তাড়া =তারা ,দূড়ে=দূরে বানানগুলো এরকম হবার কথা । শুভকামনা থাকলো।।
মিলন বনিক সৃতিময় কবিতা...ভালো লাগলো...
সূর্য বিলীন করে দেয়ার পরও ছেড়ে যাওয়ার কষ্ট ঝড়ে ঝড়ে পড়ছে কবিতার পংতি জুড়ে। কষ্টকথা বেশ হয়েছে।
এশরার লতিফ কবিতার ছত্রে ছত্রে আঁধারঘন জীবনের সাত কাহন। ভালো লাগলো।
সালেহ মাহমুদ UNION ALL SELECT NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL,NULL# সুন্দর কবিতা। খুব ভালো লাগলো। ধন্যবাদ।
এই একধরণের কমন মন্তব্য ছাড়া কি আর কিছুই বলা যায় না?!? ক্যান সুন্দর হয়েছে, ক্যান ভালো লেগেছে এগুলো বলে দিলে লেখকের জন্য একটু সুবিধা হয় দাদা। :)
আসলে ব্যাপার হলো কি, এই ধরনের কমন মন্তব্য পেতেই সবাই আগ্রহ বোধ করে। কবিতার ব্যবচ্ছেদ করতে গেলে নতুন লেখকরা প্রায়শই বিব্রত বোধ করেন। তাই সে রকম মন্তব্য এড়িয়ে যাই। তারপরও আপনার মতো কবির কাছ থেকে এই অনুযোগ আমাকে নতুন করে ভাবতে বাধ্য করলো।
এই কবিতাটি সুন্দর সন্দেহ নেই, তবে সেই সুন্দর পুলকিত হওয়ার মতো নয়। একজন নতুন কবির পথচলায় এই ভালো লাগাটুকু হয়তো কবিকে আরো বেশি কবিতা লিখতে অনুপ্রাণিত করবে। বানান সংক্রান্ত কিছু ভুল রয়ে গেছে। যেমন- তাড়া= তারা; দূড়ে=দূরে। পূর্ণিমার আলোর মাঝেও অন্ধকারের হাবুডুবু খাওয়ার ব্যাপারটা জটিল মানসিকার বহিঃপ্রকাশ। কবিতা লেখার প্রয়াশ কবিকে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।

১৭ মে - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪