তবুও আঁকি তোমাকে প্রতীক্ষার রং তুলিতে

ভয় (এপ্রিল ২০১৫)

Tumpa Broken Angel
  • ৩৩
  • ৬৯
আমার তিন অক্ষরের এই ছোট্ট জীবন ,
তারে তো সেই কবেই সঁপে দিয়েছি তোমার প্রতীক্ষার কোলে
তাই তো এই অফুরন্ত অবসরে তন্দ্রালু চোখে স্বপ্নরা বাসা বাঁধে
আবারো হৃদয়ের রক্তে টুপ করে ডুবে যায় নিঃশ্বাস ,
অজানা ভয় বাসা বাঁধে বুকের খুব গভীরে
,''তুমি কি আর আসবে কোন দিনও ফিরে
বিকিরিত জ্যোৎস্নার মত করে মুছে দিতে এই অমাবস্যার দীর্ঘশ্বাস?''

ধরো এক দিন ওই রাস্তার মোড়ে যেখানে প্রতিনিয়ত জীবনের ছন্দপতন ঘটে
আমি দাঁড়িয়ে থাকবো রোজকার মত তোমার প্রতীক্ষাতে
অতপর দ্রুত এক গামী পরিবহণ এসে পিষে দিয়ে যাবে আমার সর্বস্ব,
তুমি কি আমাকে চিনে নিবে মর্গের আঁধারে?
নাকি আঁধারের কাছে আঁধার হবে পরাজিত
বিভীষিত চক্ষু বিহীন কোটর আমার চেয়ে থাকবে গভীর বিস্ময়ে
তুমি বরাবরের মত ছেড়ে যাবে,প্রতিশ্রুতি ভুলে যাবে
আর আমি হবো বেওয়ারিশ ঠিক আমাদের ভালোবাসার মত করে।

খন্ড খন্ড হৃদয়ের টুকরো পড়েছিল যেখানে তুমি ছেড়ে গিয়েছিলে
রক্তের দাগ লেগেছিল স্মৃতির পুরো আবাসন জুড়ে,
ঠিক যেই ভয়ে আমি বার বার ঢেকে দিয়েছি এই রক্তের লাল
সেই ভয়ই ফিরে এসেছে কালকেউটের মত করে
তুমি প্রতারক ছিলে,অতপর প্রতারক ছিলে আমি বুঝেছি বহু রক্তের বিনিময়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস আহমেদ লিটন অনেক সুন্দর ধন্যবাদ। ভোট দিয়ে গেলাম।
রায়হান পাটোয়ারী অনেক সুন্দর করে লেখা একটা দারুন কবিতা । ভাল লাগল ।
মোজাম্মেল কবির ভালো লাগা ও শুভ কামনা রেখে গেলাম।
ইসমাইল মজুমদার খন্ড খন্ড হৃদয়ের টুকরো পড়েছিল যেখানে তুমি ছেড়ে গিয়েছিলে রক্তের দাগ লেগেছিল স্মৃতির পুরো আবাসন জুড়ে, ঠিক যেই ভয়ে আমি বার বার ঢেকে দিয়েছি এই রক্তের লাল সেই ভয়ই ফিরে এসেছে কালকেউটের মত করে তুমি প্রতারক ছিলে,অতপর প্রতারক ছিলে আমি বুঝেছি বহু রক্তের বিনিময়ে /// আপনার লেখনি অনেক সুন্দর। শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ মৃত্তিকা। সদা সুখে নীল থাকুন।
এফ, আই , জুয়েল # দারুন ।।
অনেক ধন্যবাদ ব্রো।
সৃজন শারফিনুল ব্যাস্ততার জন্য এই সংখ্যায় আমি কোন লেখা দিতে পারিনি । তবে খুব ভাল লাগছে এই সংখ্যায় দুজন কে লেখার জন্য অনুরোধ করেছিলাম, একজন নাসরীন আপু আর একজন আপনি । অনেক ধন্যবার অনুরধ গ্রহন করেছেন এবং পুনরায় লিখেছেন । এভাবেই লিখে যাবেন সদা । ----------------------- অসাধারণ কবিতা,এবং গভীর শব্দচয়ন!! কবির জন্য অনেক শুভ কামনা আর প্রাপ্য সন্মান রইলো।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে নববর্ষের শুভেচ্ছা। এভাবেই ভাই,বোন,বন্ধুদের উৎসাহ ,অনুপ্রেরণায় এই প্ল্যাটফর্মে আমাদের লিখে যাওয়া।
ONIRUDDHO BULBUL কবির লেখার সাথে নতুন পরিচিত হলাম। খুব ভাল লাগল - অসাধারণ লেখনী আপনার। অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
এমন আন্তরিক মন্তব্য ও অভিব্যক্তির জন্য অনেক ধন্যবাদ। এভাবেই অনুপ্রেরণা হয়ে সাথে থাকুন।
Hajera moni বুঝতে পারছি না কি বলবো আমি কখনো আমার গল্প তোমাকে বলেছি কবিতা টা কেন জানি আমারকে কি ইসারা করছে... ধরো একদিন ওই রাস্তার মোরে আমি দাড়িয়ে থাকবো প্রতিনিয়ত জীবনে ছন্দ পতন ঘটে আমি দাড়িয়ে থাকবো রোজকার মতন তোমার প্রতীক্ষাতে অতপর......... অসাধারন এক কথায়. ভোট থাকলো ছোট আপি.....
অসংখ্য ধন্যবাদ হাজেরা মনি। আপনার নাম আর আমার নামে অনেক মিল। আমার নামেও মনি আছে।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অসাধারণ কবিতা , আমার কাছে ভালো লেগেছে । শুভকামনা অনেক
আপনার জন্যও শুভকামনা সবুজ। সাথে কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য।

১৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪