সময়, ভাবনা এবং জীবনের ভ্রম

অলিক (অক্টোবর ২০১৮)

সৈয়দ আহমেদ হাবিব
  • ৫৬
তুমি নও
তোমার পোষাকটাই আমাকে এলোমেলো করে দিল।
আমি নগ্নতা ভেবেছিলাম তুমি বোঝালে সভ্যতা
তুমি যখন হেঁটে আসছিলে সেকি করতালি সবার
তারপর হেলেদোলে কোমর ঢুলে তুমি চলে গেলে।
ওটা ছিল সুন্দরী প্রতিযোগিতা, নিস্তেজ পুরুষগুলো
মার্কস দিতেদিতে তোমাকে প্রথম বানিয়ে ছাড়ল
তারপর গভীর রাতে ক্লান্ত শরীরে তোমার বাড়ি ফেরা।
আমি বুঝালাম ধর্ম, পরিবার, সমাজ, সংসার
তুমি বুঝলে সকল আয়োজন শেকল দিয়ে বাঁধবার
তারপর ভুলিয়ে ভালিয়ে তোমাকে নিয়ে গেল
অন্য একটা গ্রহে, যেখানে দিন রাত্রির নিয়ন্ত্রণ ওরাই করে।
আমিও বোঝাতে পারিনি, তুমিও বুঝতে চাওনি আর
তোমার অধিকার আর স্বাধীনতার ধোঁয়া তুলে
পণ্য বানিয়ে ছেড়েছিল তোমাকে, তুমি একটুও বুঝেলেনা
অবাধ বাণিজ্যে মুক্তবাজার অর্থনীতির হিসেব নিকেশে
নারী কিভাবে পণ্য হয়ে যায়, তোমার ব্যাডরুমে ঢুকে গেছে
ওদের ক্যামরা, সবার মুখেমুখে তোমার পরিচিতি
যুব সমাজের মোবাইল স্কৃণে তোমার লাস্যময়ী ছবি
দেয়ালে দেয়ালে তোমার খোলামেলা পোষ্টার দেখে
প্রৌড়রাও হয়তো কিঞ্চিৎ সুড়সুড়ি অনুভব করে।
তুমি ভেবে নিয়েছিলে এটাইতো জীবন সত্য
দুই দিনের দুনিয়া শুধু ভোগ আর বিলাসের।
শুনেছি ইদানিং তোমার মেহাভংগ হতে শুরু করেছে
প্রতিযোগিতায় তোমার ক্রমিক ক্রমশ তলানির দিকে
শেষ চেষ্টা করেও ফাউন্ডেশান ধরে রাখতে পারছেনা
তোমার মুখের ভাজ, তোমার চৌহদ্দির সীমানায় যারা
ঘুরপাক খেতো একটু সংগ পাবে বলে, তারাও নাকি
ইদানিং মুখ ফিরিয়ে নিয়েছে, এমন করে তাকায় আর
মুচকি হাসে, খুব অসহ্য মনে হয় তোমার কাছে।
তারপর তুমি যখন ফিরে আসতে চাইলে সুস্থ্য গ্রহে
কেউ আর বিশ্বাস করতে চাইলনা তোমাকে
সবই তোমার ভ্রম বলে উড়িয়ে দিল সবাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান শুধু চমৎকার এবং ভোট।
তানভীর আহমেদ শুভ কামনা
খুবই ধন্যবাদ নেবেন তানভীর আহমেদ ভাই
মোঃ নুরেআলম সিদ্দিকী আপনার লেখার ভাবটা খুব চমৎকার। সহজে বলবো, কবিতাটি অনেক ভালো হয়েছে, শুভ কামনা নিরন্তর।।
খুবই ধন্যবাদ নেবেন সিদ্দিকি ভাই, আমি মূলত ছড়া লিখি, গল্প গবিতায় লেখার জন্য কবিতা চেষ্টা করি মাঝের মধ্যে। পারা হয়ে উঠেনা।
কাজী জাহাঙ্গীর সত্যিই ভাবনাটা ব্যতিক্রম না বলে উপায় নেই। নিজের অজান্তেই মানুষ যখন গড্ডালিকায় ভেসে যেতে থাকে তখন কেউ কি এরকম জাগিয়ে দিতে পারে...। অনেক ভাল লিখেছেন। শুভকামনা রইল অনেক অনেক।
খুবই ধন্যবাদ জানবেন কাজী জাহাঙ্গীর ভাই
মাইনুল ইসলাম আলিফ অসাধারণ কবিতা।অভিনব একটা থিম নিয়ে কাজ করেছেন। চমৎকার সাবলীল কবিতা।ভোট রইল।আসবেন আমার পাতায়,আমন্ত্রণ রইল।
খুব করে ধন্যবাদ জানবেন আলিফ ভাই, উৎসাহ পেলাম
রঙ পেন্সিল ভালো লিখেছেন। কবির জন্য শুভকামনা
খুবই ধন্যবাদ জানবেন, আমি ভেবে নিয়েছিলাম একটা অকবিতা কমেন্টহীন বেশ ভালই কাটিয়ে দেবে এক বসন্ত

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অলীক শব্দটার সমার্থক শব্দ হল কাল্পনিক, অসত্য, মিথ্যা, পৌরাণিক, ভান-করা। আমার কবিতায় সেই অলীক বা মিথ্যা এক জীবনের সূত্রপাত এবং তার মোহভঙ্গ হবার একটা প্রকৃয়া বা বস্তবাত তুলে ধরা চেষ্টা হয়েছে। ধন্যবাদ।

১৬ মে - ২০১৩ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪