প্রিয় গাজিখালি

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

ভালবাসা সঙ্গাহীন
  • 0
  • ২৭
গাজিখালি, নেইকো তোমার সেই বারি স্ফীতি,
তাইতো আজকে সেসব শুধু শৈশবেরই স্মৃতি।
ঢাকা আর মানিকগঞ্জের মধ্যে তুমিই সীমারেখা,
মানিকগঞ্জ হতে ঢাকা যেতে মেলে তোমার দেখা।
দুকুল বেয়ে গড়িয়ে পড়েছে তোমার অথৈ জল,
পললে তোমার প্লাবিত হয়েছে ভূত্বক অবিরল।
এখন তোমার উপচে পরেনা দুকুল বেয়ে জল,
এখন আর তুমি বয়ে চলনা অবিরল কলকল।
আগের মত আর নেইকো তোমার সলিল টলটল,
তাইতো এখন ঝাঁপিয়ে পরেনা দুষ্টু ছেলের দল।
সারি সারি হরেক নৌকা বইত তোমার বুকে,
মাঝি-মাল্লারা ভাটিয়ালি গাইত মনের সুখে।
ঘটি লয়ে ঘাঁটে আসত কত সনাতনী প্রাণ,
তোমার জলে, করে অষ্টমীস্নান হত পুণ্যবান।
সময়ে সময়ে গর্জেছ তুমি উথাল জল তরঙ্গ,
বিকেল হলে যেতাম কুলে দিতে তোমায় সঙ্গ।
আষাঢ় মাসের ভরা জোয়ার বইত যখন প্লাবনে,
তোমার জলে সিক্ত হতাম আমরা অবগাহনে,
তোমার জন্যে কত মানুষ হয়েছে ভিটে হারা,
কিছু নাহি জানবে আজ দেখবে তোমায় যারা।
তোমার থাবায় হারিয়েছে ভিটে মোর পিতামহে,
তবু, তোমায় আমি করছি স্মরণ সটান সমীহে।
হয়ত একদিন তোমার নাম মুছে দিবে মানচিত্র,
তোমায় নিয়ে তাইতো আমার বিনীত এই ছত্র।
প্রিয় গাজিখালি, আজকে তুমি শুধুই শৈশব স্মৃতি,
তাইতো আজি সরি তোমায়, দিয়ে আমার প্রীতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A গাজিখালির সব হারানোর কথা পড়তে পড়তে আমার "বালু নদী"র কথা মনে পড়ে গেল। সি টলমলে সচ্ছ জল ছিল একদিন.... এখন বছরের নয়মাস সে নদী শহরের পয়ঃনিষ্কাষনের খালে পরিণত হয়। শৈশবের মতো নদীগুলোও হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। অন্তমিলে ঝোকটা বেশি থাকায় অনেক জায়গাতেই গতি হারিয়েছে কবিতা।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৩
তানি হক গ্রাম কে নিয়ে এত সুন্দর কবিতা আগে পড়ি নি ... খুব ভালো লাগলো ... ধন্যবাদ জানবেন
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
মোঃ সাইফুল্লাহ খুবই সুন্দর। আমার মা গলব্লাডারে ক্যান্সারে আক্রান্ত। আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার মায়ের শাররিক অসুস্থতার বিষটি মানবিক দিক দিয়ে বিচার করে যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করবেন । সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ সায়ফুল্লাহ ,সঞ্চয়ী হিসাব নং -১০১৭৪০৪, সোনালী ব্যাংক,মাগুরা শাখা মাগুরা। যোগাযোগের ঠিকানা :০১৯১১-৬৬০৫২২।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
এশরার লতিফ ছোট ছোট ঘটনা নয় বরং একটা গ্রামের সাথে আপনার শৈশব মিশে আছে। সেখানেই ভিন্নতা। ভালো লাগলো।
মিলন বনিক প্রিয় স্থানকে নিয়ে অপূর্ব সুন্দর বর্ননা...ভালো হয়েছে...অনেক শুভকামনা...

০৩ মে - ২০১৩ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫