সৎ ইচ্ছা

ইচ্ছা (জুলাই ২০১৩)

সহিদুল ইসলাম
  • ১০
  • ৭৩
বিজন, বলতে পার কেন আজ আমাদের নিগূঢ়তা?
বলতে পার কি, কেন আজ আমাদের নিস্তব্ধতা?
হয়ত তুমি বলবে আমায়, এতো নয়কো নতুন বার্তা,
এতো মোদের নিত্য দিনের রুটিনের নির্জনতা।

আজকে তুমি বলবে আমায় আদি-অন্ত বিস্তর,
সঠিক করে দিবে তুমি আমার প্রশ্নের উত্তর।
জানি তুমি পারবে না বলতে মিথ্যে কথা,
তারপরও বলবে তুমি ছুঁয়ে আমার মাথা।

শুধু একটি প্রশ্ন করছি বিজন, তুমি শুনে নাও,
সত্যি করে বল, তুমি নাকি গণিকা বাড়ী যাও।
নিশ্চুপ কেন! বিজন তুমি, বল মাথা তুলি,
শোন বিজন সকল ভারার্পণ গিয়েছ কি ভুলি!

হয়তো বা তোমার কাছে এটি হবে, ইতস্তত লগ্ন,
তারপরও তোমার সামনে আমি, হয়েছি অর্ধনগ্ন।
ভাল করে তাকাও আমার দিকে,
বল তুমি, কি নাই আমার বুকে।
তবে তুমি মাতাল কোন দুঃখে!
গণিকার কাছে যাও কোন সুখে।

সময়ের কাজ সময়ে ভাল অসময়ে নয়,
অসময়ে করলে কাজ জীবন বিফল হয়।
যার জন্য তুমি এতো বেদনা বোধ হীন,
সময় হলে কাছে পাবে তাকে নিশি-দিন।

একটি কথা রাখছি গেঁথে আমার মনের ভিতর,
অনাবিল প্রেম পুণ্য রাখব আসুক যতই ঝড়।
সৎ ইচ্ছাই করতে পারে জীবন তোমার সফল,
নইলে কিন্তু সোনার জীবন হবে তোমার বিফল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া ভালো লাগলো, ..শুভকামনা জানাই।
পাঁচ হাজার বক্তব্যধর্মী কবিতা ভাল লাগল
তাপসকিরণ রায় কবিতার মাধ্যমে আপনার সুন্দর বক্তব্য ধরে রাখা ভাল লেগেছে,ভাই !
মিলন বনিক খুব সুন্দর মেসেজধর্মী কবিতা....ভালো লাগলো....
স্বাধীন আহারে এত ভালবাসার আর ত্যাগ স্বীকারে যে প্রস্তুত তাকে রেখে কি না... শুদ্ধপথে আনার কথকতা ভাল লাগল।
তানি হক একটি কথা রাখছি গেঁথে আমার মনের ভিতর, অনাবিল প্রেম পুণ্য রাখব আসুক যতই ঝড়। সৎ ইচ্ছাই করতে পারে জীবন তোমার সফল, নইলে কিন্তু সোনার জীবন হবে তোমার বিফল। -... চমৎকার ... খুব সুন্দর করে বলেছেন ... আপনাকে ধন্যবাদ জানাই
Tumpa Broken Angel চমৎকার ইচ্ছে যেমন চমৎকার লেখা।
এফ, আই , জুয়েল # সৎ ইচ্ছার সুন্দর আবহ সৃষ্টিকারী একটি কবিতা । কবিতা যদিও একটু বড় হয়েছে---তবুও এর ভাব আর ভাবনাটা অনেক মনোরম ও চমৎকার ।।
শাহ্‌নাজ আক্তার "সৎ ইচ্ছাই করতে পারে জীবন তোমার সফল" একদম পারফেক্ট কথা , ভালো কাজ ভালো ইচ্ছা হলো মানুষের আসল ধর্ম , ভালো লিখেছেন আপনি| শুভকামনা জানালাম |

২০ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪