ওগো প্রিয়দর্শিনী

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

সহিদুল ইসলাম
  • 0
আমি জানি গো জানি,
ওগো রূপের রানী,
পাবোনা তোমায় আমি জানি গো জানি,
পাবোনা জানি তোমায় এ জীবনে,
তবু ঝড় বহে কেন মনের গহীনে!
কেমনে এ ঝড় থামাই,
জেগেও যেন ঘুমাই।
কর্ণে বাজে সদায় তোমার নামের ধ্বনি,
জানি গো জানি,
ওগো রূপের রানী,
পাবোনা তোমায় আমি জানি গো জানি।

যতই ভাবি, জানি তুমি, শুধুই অনুভব,
তবু কেন মন ভাবে তুমিই আমার সব।
যতই বুঝাই তারে,
বুঝেনা এ মনটা রে।
তুমি যে এখন শুধু দূর দ্বীপবাসিনী,
জানি গো জানি,
ওগো রূপের রানী,
পাবোনা তোমায় আমি জানি গো জানি।

তোমারই আশায় আমার মনের বাসায়,
নিত্য ব্যাথার জল বিরহে ভাসায়।
আঁখিজল ছলছল,
ঝরে যায় অবিরল।
যেই জলে ভেসে যাই আমি বিরহিণী,
জানি গো জানি,
ওগো রূপের রানী,
পাবোনা তোমায় আমি জানি গো জানি।

কতটা ভাল তোমায় বেসেছিলাম আমি,
বুঝার সময় বুঝি পাওনি তুমি?
তুমি হীনা আমি যে সর্বহারা,
দুঃখে বুকটা তাই মরুসাহারা।
তোমায় ভালবেসে আজ আমি বিন্দুবাসিনী,
জানি গো জানি,
ওগো রূপের রানী,
পাবোনা তোমায় আমি জানি গো জানি।

ইচ্ছে হলেই যায়না ছোঁয়া, কাঁচের দেয়াল পরে,
তোমার আমার প্রভেদ যে আজ লক্ষ যোজন দূরে।
কেমনে ভুলি তারে,
স্থান যার অন্তরে।
যেথায় থেক ভাল থেক ওগো প্রিয়দর্শিনী,
জানি গো জানি,
ওগো রূপের রানী,
পাবোনা তোমায় আমি জানি গো জানি।
পাবোনা জানি তোমায় এ জীবনে,
তবু ঝড় বহে কেন মনের গহীনে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নিজাম উদ্দিন দারুন লেখনী। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ।
গোবিন্দ বীন ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
কাজী জাহাঙ্গীর মনের দুঃখে কি গান লিখে দিলেন নাকি ভাই, যাক লিখতে থাকুন।
ভালো লাগেনি ৮ ফেব্রুয়ারী, ২০১৭

২০ এপ্রিল - ২০১৩ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪