পড়ালেখা ভাল লাগে না………. কি লাভ বল পড়ে? পড়ালেখা করে শিক্ষিত হব, এখন তো কাউকে শিক্ষিত মনে হয় না আমার; আমি মূর্খ হয়তবা সেজন্যও হতে পারে কিন্তু দেশ এবং দশের, সমাজ এবং মানুষের জন্য তো কাউকে এগিয়ে আসতে দেখি না।
আজব এ ঢাকা শহরের কথাই ভাবুন পাশের বাসায় কে থাকে কেউ খরব রাখি না, আমরা নাকি সবাই প্রতিবেশি? প্রতিবেশির কর্তব্য কি মনে পড়ে না? দেখে বলুন আর বই পড়েই বলুন কিংবা মুরুব্বীদের মুখে শুনে এটাই বর্তমান শিক্ষার গুণ।
তবে কেন বৃদ্ধ পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে জীবন কাটাতে হয় ? যে পিতা-মাতা শরীরে রক্ত তিল তিল করে দিনের পর দিন বাঁচিয়ে রাখার জন্য দিয়েছে আহারের জোগান।
আজ কেন পথের ধারে কিংবা বদ্ধ কুঠুরিতে একাকি করছে বসবাস ? এটাই কি শিক্ষা ? আমি শিক্ষিত হতে চাই না যে শিক্ষা মানুষকে অমানুষ করে গড়ে তোলে।
হাজারও প্রশ্ন হতে পারে সবাই তো এক নয় আমি মেনে নিচ্ছি, তবে তারা কি পড়া লেখায় শিক্ষিত নয়? পুলিশকে ধিক্কার দেই গাল মন্দ করি; তবে কি তাদের মধ্যে কোন ভাল মানুষ নেই হাতের পাচঁ আঙ্গুল যেমন এক নয় ঠিক তেমন, এটা তো কোন উপমা হলো না, পিতা-মাতা সবার আছে আর তাদের অধিকার আপনার আমার সবার সমান তবে কেন এমনটি হয়? এ শিক্ষার কোন মূল্য নেই আমি শিক্ষিত হতে চাই না চাই না শিক্ষার কোন ডিগ্রী আমি মানুষ হতে চাই, চাই পিতা-মাতার ভালবাসা আর দিতে চাই যতটুকু সহ্য করবার ক্ষমতা তিনি দিয়েছেন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
সত্যিই আমরা যা শিখছি সেটা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ করে তোলে। ভাল লিখেছেন। ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
আজ কেন পথের ধারে কিংবা বদ্ধ কুঠুরিতে
একাকি করছে বসবাস ?
এটাই কি শিক্ষা ? আমি শিক্ষিত হতে চাই না
যে শিক্ষা মানুষকে অমানুষ করে গড়ে তোলে।
সত্য কথা ,কিন্তু আমরা সবাই পথভ্রষ্ট । প্রলোভনের স্রতে আজ আমরা গা ভাসিয়ে দিয়েছি ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।