এটি একটি অভিশপ্ত জাতি, নিশ্চুপ চারদিক শব্দহীন নগরী । এখানে রাত পোহালেই যায় না শোনা, ভোরের কোকিল কিংবা শ্যামা বা কা-কা-কা দুপুরের ক্লান্ত কাঁক দূরে কোথাও গা হিম করা শিয়ালের ডাক কিংবা সন্ধ্যায় জোনাকির ঝি ঝি শব্দ রাত সে তো আরও বেশী নিস্তব্দ । এখানে ইচ্ছে হলেই যায় না বলা, সুখ দুঃখের একটু কথা । কথা সে তো স্বপ্ন, তা দূরে থাক মায়েরা শোনানি কখনোও মা ডাক । এমন কি যায়না শোনা সদ্য ভূমিষ্ট শিশুর ক্রন্দন মায়ের চোখ আশ্রুহীন, হৃদয়ে রক্ত ক্ষরণ ।
সব নিস্তব্দতা চিঁরে বেজে ওঠে ছেলের কানে, থেমে থেমে- কেবল মায়ের করুন আর্তনাদ ছেলেরা কেন থাকবে বসে, করল সিংহনাদ । ছেলেরা একটি বার “মা” ডাকবে বলে প্রস্তুত হাজারবার করতে মৃত্যুকে আলিঙ্গন পুস্পে ভরা এ জীবন করে তুলল রনাঙ্গন । রফিক, জব্বর, বরকত দিল তাজা রক্ত জাতি হল আজ অভিশাপ মুক্ত।আমরা পেলাম প্রাণের ভাষা আমদের মায়ের ভাষা, আমাদের বাংলা ভাষা ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ
এখানে ইচ্ছে হলেই যায় না বলা, সুখ দুঃখের একটু কথা ।
কথা সে তো স্বপ্ন, তা দূরে থাক------ // ভাবনাগুলো সুন্দর । শব্দের মালা গাঁথাও বেশ। কাব্যের কাব্য কাব্যিক হয়েছে । ধন্যবাদ ও শুভকামনা রইল।
আহমেদ সাবের
"এখানে ইচ্ছে হলেই যায় না বলা, সুখ দুঃখের একটু কথা ।" - সেই প্রেক্ষাপটে, মায়ের ডাকে "পুস্পে (পুষ্পে) ভরা এ জীবন করে তুলল রনাঙ্গন (রণাঙ্গন) ।"। বেশ ভালো লাগলো কবিতা।
তাপসকিরণ রায়
ভালো লাগলো কবিতা--সুন্দর ভাব ভাবনা নিয়ে লেখা কবিতা।আপনি একেবারে নতুন এই সাইটে।তাই আপনার লেখার পাঠক অনেক কম--সবার সঙ্গে পরিচিত হন,সবার লেখা পড়ুন। তা হলে একাকিত্ব অনেক দূর হবে। ধন্যবাদ।
এশরার লতিফ
কবিতার প্রথম অংশে চিত্রকল্পময় একটা ভয়ার্ত আবহ তৈরী করা হয়েছে, পরের অংশে সেই প্রেক্ষাপটে ভাষা আন্দোলন এসেছে. খুব ভালো লাগলো . পুরো বুনোটে এই অংশটা একটু অসমসত্ব লাগলো 'ছেলেরা কেন থাকবে বসে, করল সিংহনাদ' ...অনেক শুভেচ্ছা রইলো
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।