ভাষার মর্যাদা

বাংলা ভাষা (ফেব্রুয়ারী ২০১৩)

এম এস কে তাম্মিন
বাংলা মোদের মাতৃভাষা,
ব্যক্ত করি এতে মনের সব আশা।
সে ভাষাতে নাকি কথা বলতে দেবে না তারা,
ক্ষোভের আগুনে জ্বলে উঠলো সারা বাংলার জনতারা।
রফিক,সালাম,জব্বার সহ আরো অনেকে,
ভাষার দাবিতে নামলো যে তারা রাজপথে।
আন্দোলন দমনে হানাদাররা ছুঁড়েছিলো বুলেটের বৃষ্টি,
রক্তে রঞ্জিত রাজপথে থামে না তো তবু আগুনের তেজদৃষ্টি।
আন্দোলন করে পেলাম স্বাধীন একটি ভাষা,
২১ শে ফেব্রুয়ারি পেল যে মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষার।


তোমাদের যা কিছু আছে তাই নিয়ে লড়তে হবে,
ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
তেজদীপ্ত সে ভাষণে সবাই নামিলো মাঠে,
বাঙালির নিজস্ব অধিকার আদায়ে।


আলোচনার নামে সময় ক্ষেপণ করে তারা,
২৫ মার্চ রাতে কাপুরুষের মত ঝাঁপিয়ে পড়ল তারা।
২৫ মার্চের সেই কালো রাতে,
ঘুমন্ত নিরীহ বাঙালি পড়ল তাদের শিকারে।
চারিদিক ছেয়ে গিয়েছিলো করুণ আর্ত চিৎকারে।
নির্বিচারে করেছিলো তারা মানুষ হত্যা,
জেগে উঠেছিলো যেন তাদের সুপ্ত পশু সত্তা।


যুদ্ধে আমাদের বিজয় যখন সুনিশ্চিত,
দেশকে মেধাশূন্য করতে ঝাঁপিয়ে পড়ল তারা।
জাতি যাতে উঠতে পারে না জেগে,
মেধাশূন্যের অন্ধ নেশায় উঠলো তারা মেতে।
তবুও তারা পারে নি রুখতে মোদের বিজয়,
দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে পেয়েছি লাল সবুজের একটি দেশ।
মা বোনের ইজ্জত আর লাখো শহীদের রক্তে,
বাংলাদেশ নামে যুক্ত হল একটি দেশ পৃথিবী মর্ত্যে।

আজও আমরা পালন করি ২১ শে ফেব্রুয়ারি,
ফুলে ফুলে ভরিয়ে ফেলি শহীদ মিনারের বেদী।
বিশেষ দিনেই বলি কথা বাংলায়,
এটাই কি সেই রক্তে অর্জিত ভাষা?
যার জন্য ঝড়ল কত রক্ত,
সেই ভাষা ছেড়ে করি এখন অন্য ভাষা রপ্ত।

নিজ ভাষার প্রতি নেই আমাদের কোন সম্মান,
কথায় কথায় দি আমরা অন্য ভাষার টান।

সম্মান করি সেই ভাষার
যার জন্য লড়েছিল জনতা আপামর,
নিজ ভাষা করি সঠিক ভাবে রপ্ত
বাড়িয়ে তুলি বাংলা ভাষার মর্যাদা।





আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক সম্মান করি সেই ভাষার যার জন্য লড়েছিল জনতা আপামর, নিজ ভাষা করি সঠিক ভাবে রপ্ত বাড়িয়ে তুলি বাংলা ভাষার মর্যাদা।....বাংলা ভাষাকে নিয়ে সুন্দর কবিতা ...ধন্যবাদ আপনাকে
রোদের ছায়া ভাষা আর স্বাধীনতার ইতিহাস তুলে ধরেছেন কবিতায় । বেশ । ভালো লাগলো কবিতা । আগামিতে আরও লেখা পাবো সেই আশা থাকলো।
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১৩
মোঃ গালিব মেহেদী খাঁন কবিতাটি ভাল লেগেছে।
ভালো লাগেনি ২১ ফেব্রুয়ারী, ২০১৩
আবু ওয়াফা মোঃ মুফতি চমত্কার আহ্বান!
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৩
মিলন বনিক খুব সুন্দর কবিতা...অসীম ভালো লাগ থাকল....শুভ কামনা.....ভাই
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৩
আসন্ন আশফাক প্রতিযোগীতায় শুধু বাংলা ভাষা চাওয়া হয়েছিল, আপনি পরের সংখ্যা (স্বাধীনতা) - ও যুক্ত করেছে, পরের বারও এটা চালিয়ে নিয়ে পারবেন, :-P
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৩
তাপসকিরণ রায় দীর্ঘ কবিতা,প্রতিযোগিতার নির্ধারিত মাপের চে অনেক বড়।সাধারণ বক্তব্য নিয়ে লেখার বিস্তার চখে পড়ল।তবু বলবো,কবিতাটি ভালই লেগেছে।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৩
এফ, আই , জুয়েল # ছন্দে ছন্দে বর্ননা ভঙ্গি বেশ সুন্দর । দারুন কবিতা । = ৫ দিলাম ।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৩
এশরার লতিফ কবিতার মূল ভাবটি খুব সুন্দর...ভাষা আন্দোলন এবং স্বাধীনতা দুটো প্রসঙ্গ এসেছে ...যেহেতু ভাষা আন্দোলন দিয়েই কবিতাটি শুরু এবং শেষ হয়েছে তাই স্বাধীনতার প্রসঙ্গ না আসলেও চলতো মনে হয়...ভালো লাগলো
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৩

০১ জানুয়ারী - ২০১৩ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪