বাংলা আমার আমিও বাংলার

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

Sujon
  • ৩১
  • 0
গ্রাম বাংলা সেতো জসীমউদ্দীনের নঁকশি কাথার মাঠ,
যেখানে রূপশি বাংলা সেজেছে তার অপরূপ সাজে।

গ্রাম বাংলা সেতো বাউল সম্রাটের একতারার সুর,
যা মিলেমিশে আছে গ্রাম বাংলার পথে-প্রানত্দরে।

গ্রাম বাংলা সেতো কাজী নজরূলের বিদ্রোহী কবিতা,
যেথায় আছে গ্রাম বাংলার কৃষক শ্রমিকের ঘামের মূল্য।

গ্রাম বাংলা সেতো মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান,
যার তালে তালে বয়ে চলে পাল তোলা নৌকা।

গ্রাম বাংলা সেতো গাড়িয়ালের কণ্ঠে ভাওয়াইয়া সুর,
যার তালে গায়ের মেঠো পথে চলে গরুর গাড়ি।

গ্রাম বাংলা সেতো সুফিয়া কামালের অগি্নঝরা কবিতা,
যেখানে আছে গ্রাম বাংলার অবহেলীত নারীর অধিকার।

গ্রাম বাংলা সেতো রবি ঠাকুরের কুঠিবাড়ি,
যা আজো ইতিহাসের চরম সাক্ষী।

গ্রাম বাংলা সেতো কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী,
যেথায় আছে স্বদেশ প্রেমের গভীরতা।

গ্রাম বাংলা সেতো মধুসূদনের কপোতাক্ষ নদ,
যা আজো বয়ে চলেছে বাংলার বুকে নিরব ধারায়।

গ্রাম বাংলা সেতো কায়কোবাদের অমিয় ধারা,
যেখানে তিনি চেয়েছিলেন শেষ আশ্রয়।

গ্রাম বাংলা সেতো দ্বিজেন্দ্রলাল রায়ের বাণী-
ধনধান্য পূষ্পভরা আমাদের এই বসুন্ধরা।

গ্রাম বাংলা সেতো জীবনানন্দ দাশের বাংলার মুখ,
যেথায় হিজল,বট,তমালের ছায়ায় দেখেছেন বাংলার রূপ।

গ্রাম বাংলা সেতো আবুল হোসেনের সোনালী মাঠ,
যেথায় পাকা ধানের গন্ধে ম-ম করে বাতাশ।

গ্রাম বাংলা সেতো সুকানত্দ ভট্টাচার্যের দুর্মর কবিতা,
যেথায় পদ্মার উচ্ছ্বাসে কেপে উঠে দেশ।

সবশেষে বলতে চাই গ্রাম বাংলা আমার,
আমিও গ্রাম বাংলার।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওবাইদুল হক গ্রাম বাংলা সেতো গাড়িয়ালের কণ্ঠে ভাওয়াইয়া সুর, যার তালে গায়ের মেঠো পথে চলে গরুর গাড়ি। বড্ড দেখতে মন চাইছে আপনার গ্রামে আমাকে আমত্রন দিবেন কি ।
হোসেন মোশাররফ গ্রাম বাংলা আমার, আমিও গ্রাম বাংলার .....ভাল লাগল
ম্যারিনা নাসরিন সীমা খুব ভাল লাগলো । ভাল লাগার অনেক গুলো বিষয় তোমার কবিতায় রয়েছে ,মহাকবি মধুসুদনের কপোতাক্ষ আমারও প্রিয় কপোতাক্ষ । কিন্তু সেই নদ আজ আর আগের মত নেই । এই নদ এবং গ্রামকে নিয়ে আমার লেখা গল্প "আমার গ্রাম আমার প্রান " পড়তে পার । শুভকামনা ।
মামুন আবদুল্লাহ সুন্দর, গ্রামের চিত্র যেন হৃদয়কে ভরিয়ে তুলল।
সেলিনা ইসলাম কবিতায় শ্রদ্ধাভাজন কবিদের কল্পলোকের প্রতিচ্ছবি এঁকেছেন , এ ছবি যেন গ্রামবাংলার প্রাণসুধা । শেষ দুলাইন বেশ বেখাপ্পা লেগেছে না দিলেই মনে হয় ভাল হত । আরও লেখা পড়বার প্রত্যাশায় শুভকামনা
Sujon Md. Akhteruzzaman & মামুন ম.আজিজ ভাই অনেক ধন্যবাদ
মামুন ম. আজিজ সুন্দর বুঝালে, গ্রাম বাংলা আমাদের অনেক কিছু।
মোঃ আক্তারুজ্জামান কবি গ্রাম বাংলার নানা রূপ নানা ভাবে চিত্রিত করেছেন| খুব সুন্দর.........
ডাঃ সুরাইয়া হেলেন ভালো লাগা থেকে প্রাপ্যটাও দিয়ে গেলাম ।শুভকামনা সুজন ।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪