রক্তে তেজাব

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

আদিব নাবিল
  • ২৬
  • 0
  • ৬৯
মেঘে মেঘে অনেক বেলা হলো
মুক্তির বয়স যৌবন পেড়িয়ে মধ্যগগনে যায়,
তোরা বাঙালী আর কত রক্ত দিবি?
রক্তে কি হয়?-রঞ্জিত রাজপথ,
আর নষ্ট হয় খুনির কাপড়।

শকুনেরও ভাগে জোটে না
তোর মরা দেহের মাংস।
গুম হওয়া খুনের গন্ধ,
শেয়ালও খুঁজে পেতে ব্যর্থ।

মুক্ত হয়েছিস, খুব তো দাবী করিস!
আজো হায়েনা হাসে তোকে ব্যঙ্গ করে।
তুই খামাখাই হয়ে যাস বেওয়ারিশ লাশ,
হারিয়ে যাওয়া মানুষের
খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি,
কিংবা মানব বন্ধনের প্ল্যাকার্ড,
কখনো সংবাদ সম্মেলনের এজেন্ডা।

রক্তে হয়তো আছে তোর উর্বরা শক্তি
তাই এতটা দ্রুত মাটিতে মিশিস।

রক্তের ক্ষরতা কমিয়ে অম্লতা বাড়া
রং যাই হোক-লাল কিংবা কাল,
শক্তি হোক রাজাম্লের।
গলিয়ে ফেলুক যত অস্ত্র শিকল
ফিনকি দেয়া রক্তে জ্বলে যাক
শানানো ছুরি, খুনি কাপুক-
বাঙালীর সামনে, যার রক্তে তেজাব!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রওশন জাহান চমৎকার বক্তব্যধর্মী এবং মানসম্পন্ন কবিতা। এগিয়ে যান সামনে এরকম কবিতা লেখার অভিপ্রায়ে। কথা দিচ্ছি আমরা পাঠকরা সাথে থাকব।
মামুন ম. আজিজ খারাপ না ...বেশ ভালো
মৃন্ময় মিজান কবিতা ভাল লেগেছে।
খন্দকার নাহিদ হোসেন আবেগে ভরপুর সুন্দর একটা কবিতা। আর অন্যরকম করে বলবার চেষ্টাও বেশ লাগলো।
আহমেদ সাবের পৃথিবীর সব সভ্য দেশে খুনিদের বিচার হয়েছে। নেলসন ম্যান্ডেলাও অন্যায়কারীদের সব কার্যকলাপ লিপিবদ্ধ করেছেন, যাতে কোনদিন তারা আবার সাপের মত ফণা তুলে দাঁড়াতে না পারে। বাঙ্গালী বড় উদার জাত। আমরা খুনিদের পুরস্কৃত করি। যারা বাবা, মা, ভাই, বোন - সব হারিয়েছেন, যাদের মা, বোনের শ্লীলতাহানি হয়েছে, তাদের মর্মবেদনা বুঝার ক্ষমতা আমাদের নাই। তাদেরকে খুনিদের অপরাধ ক্ষমা করার অধিকার দেয়া উচিত। ন, না, না, আমরা আর রক্ত চাই না। কবির মতই বলি "তোরা বাঙালী আর কত রক্ত দিবি?"।
রনীল সাগর রুনির কথা মনে পড়ে গেল। খুবই সমসাময়িক বিষয়ে লিখেছেন। লেখনীর উত্তাপ পাঠককে স্পর্শ করবেই... তেজাব শব্দটি আমার জন্য নতুন। তিরথক রুবেল ভাইয়ের মত করেই বলব- এখন পর্যন্ত পড়া সেরাগুলোর একটা...
হা হা হা, রনীল ভাই। তীর্থক ভাইকে দেয়া জবাবটা আপনাকে দিতে সাহস হচ্ছে না। কিঞ্চিত আহলাদিত হলাম!
মনির মুকুল ব্যঙ্গাত্বক দৃষ্টভঙ্গীর চমৎকার চেতনা জাগানো একটা লেখা। (পেড়িয়ে = পেরিয়ে)
রোদের ছায়া জ্বালাময়ী কবিতা হয়েছে এটা...... .বেশ ভালো
মারুফ মুস্তাফা আযাদ ভায়া, তুমি এসিড মারো, আমি বোমা ফাটাই। এসিডবাজ বোমাবাজ ভাই ভাই। দিন বদলাবেই, ইনশাআল্লাহ...

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫