এখন গভীর রাত

ভৌতিক (নভেম্বর ২০১৪)

এনামুল হক টগর
  • ১০
  • ১২
এখন গভীর রাত
ঢাকা নগরের রাস্তাগুলো সুনসান নিস্তব্ধ
আমি কাজ শেষ করে,
নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম
যমুনা সেতু পাড়ি দিয়ে আমার গাড়ি
বিস্তীর্ণ চলনবিল ভেদ করে ছুটে যাচ্ছে-
এমন সময় আমার মোবাইল স্ক্রিনে
তোমার ছবি আর নাম ভেসে উঠলো।
যেন আবহমান প্রকৃতির আঁকা শিল্পের ভেতর
তোমার শৈশবের বালিকা কণ্ঠ ভেসে আসলো
স্বপ্নের রাতে চাঁদ জেগে আছে
ঝরা ফুলের করুণ গন্ধে,
শ্রাবণের বাতাস নদীতে খেলা করে
নিঃসীম নীলিমার আদিন্ত প্রান্তর ভেদ করে
তোমার কণ্ঠ আমাকে ডাকে বাঁশির রঙ্গিলা সুরে
স্তব্ধতার গহীন অতলে দুর্লভ ভালোবাসা
স্বচ্ছ আকাশের নিচে মধুর পৃথিবী জেগে আছে।
এমন গভীর রাতে রূপসিনী তোমার
বিস্ময় সংলাপ আমাকে মুগ্ধকরে
পুরাতন অশান্ত স্মৃতি গুলো আমার হৃদয়ে জেগে ওঠে
আর অন্ধকারে কেঁদে ওঠে নক্ষত্র।
ঘোর মধ্যরাতে মৃত্তিকার সবুজ মাঠ
কুয়াশায় ভিজে গেছে
পরাণের প্রিয়া তুমি দূর দেশে চলে গেছো
দুঃসহ দহনে পুড়ে পুড়ে
তাই আমি একা একা বড় কাতর।
সহসা তোমাকে খুঁজে পেলে
এই গভীর রাত কেটে যাবে

জেগে উঠবে নতুন সকাল
প্রকৃতি শান্ত হবে শীতার্ত নির্মল বাতাসে
সোনালি ফসল দুলে উঠবে মিষ্টি প্রিয়তম রোদে
অলিক স্বপ্ন বুকে তুমি ফিরে আসলে
ক্রমাগত চৈতন্যের গ্রাম ও নগরে
মানুষ ফিরে পাবে নিগূঢ় প্রেম।
আমাদের ভালোবাসার থেকে উদিত হবে বিজয় সূর্য
তারপরেও তুমি ফিরে আসোনা
গভীর রাত রাতই থেকে যায়।
থামেনা গাড়ী ছুটে যায় শুধু ছুটে যায়।
জাগেনা ভোর নতুন এক সুন্দর সকাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক সোনালি ফসল দুলে উঠবে মিষ্টি প্রিয়তম রোদে.......সুন্দর...
জুন বেশ ভালো লাগলো।
ওয়াহিদ মামুন লাভলু ঘোর মধ্যরাতে মৃত্তিকার সবুজ মাঠ কুয়াশায় ভিজে গেছে পরাণের প্রিয়া তুমি দূর দেশে চলে গেছো দুঃসহ দহনে পুড়ে পুড়ে চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন "
মুহাম্মাদ লুকমান রাকীব ভালো লাগল কবি।। [চলতি সংখ্যায় আমার লেখা গল্প কবিতা পড়ার আমন্ত্রণ করে গেলাম। আমার পাতায় গেলে ধন্য হব হে প্রিয় কবিবন্ধু।]
ওয়াছিম কবি, ভালোলাগা রেখে গেলাম।
এই মেঘ এই রোদ্দুর ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ
আফরান মোল্লা খুব খুব ভালো লাগা রেখে গেলাম॥
জসীম উদ্দীন মুহম্মদ স্তব্ধতার গহীন অতলে দুর্লভ ভালোবাসা স্বচ্ছ আকাশের নিচে মধুর পৃথিবী জেগে আছে। -------- নাগরিক জীবনের অসাধারন চিত্রায়ন !! শুভ কামনা করি ---- ।।

২১ অক্টোবর - ২০১২ গল্প/কবিতা: ৯৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪