সামনে উচু নিচু আর মধ্যবিত্ত-
নামের তিনটি শ্রেনি বিদ্যামান।
তাতে, উচু শ্রেনি নিশ্চিত নিরাপদে,
সব কিছু তাদের নাগালে।
বিপদে- নিচু শ্রেনি সহায্য পাবে,
"দারিদ্র অথবা দারিদ্রসীমার নিচে"
সার্টিফিকেটটা পেয়ে গেলে।।
কিন্তু মধ্যম শ্রেনি?
রয়েছে মহা যাতাকলে।
দুঃখে শোকে ডুগে,
চোখ মুছে আড়ালে।
এরা না পারবে কইতে,
না পারবে সইতে,
ছটফট করবে যন্ত্রনায়,
তাই মনেহয় "আসহায় সনদ"
এ মাধ্যম শ্রেণিকেই দেয়া যায়।
যদিও এ শ্রেনি রবে
পরিসংখ্যানের খাতায়।
গল্প উপন্যাস আর
কবিতার বইয়ের পাতায়,
সন্ধ্যা কালের চা'র আড্ডায়
চটুল বাক্য আর শ্লেষের হল্কায়;
যা শুধু এ শ্রেনীকে
প্রতিনিয়ত চাবকায় আর জ্বলসায়।।