রূপকথার রাজ কন্যা আমার মা

মা (মে ২০১১)

S.M.Shariful Islam
  • ১৫
  • 0
  • ১৪১
মা, আজ আমার কাছে
রূপকথার রাজ কন্যার মতো।
দুই ,আড়াই যুগ পরে ,
দেয়ালে আঁটা ছবির দিকে তাকালেই
এছাড়া আর কি বা পারি ভাবতে ।

বন্ধুদের মুখে মায়ের গল্প
ছুটিতে বেড়াতে যাচ্ছে দেশের বাড়ি ।
এই শোন, আমি যাচ্ছি মা-য়ে-র কাছে।
পাশের বাড়ির ছেলে মেয়েকে মায়ের শাসন
পথে ঘাটে মাঠে লঞ্চে রিক্সা বাসে ট্রেনে
মায়ের বুকের মাঝে অথবা পাশে বসে
ছোট ছোট শিশুরা,সাথে মায়ের আদর।

মা, আজ আমার কাছে
দুরে দাড়িয়ে দেখা, মা সন্তানের ভালবাসা
অবুঝ সন্তানের অস্পষ্ট ভাষা বুঝতে পারা নারী
সোহাগে আদরে নিষেধ করা, বায়না অপূরণ
মিমি চকলেটে মেনে নেওয়া পুষি বিড়াল ছানা
শরীরের সাথে শরীরের ছোঁয়া,
আমি তোমার সোনা পাখি ময়না।

মা, আজ আমার কাছে
রূপকথার রাজ কন্যার মতো
মাঝ রাতে শিশু চিৎকার , পানি খাবো
তড়িঘড়ি আসলো পানি, তৃষ্ণার শেষে-
আমি মায়ের কাছে যাবো ,
মা কোথায়? এইতো বাবা আমি ,
ঝাপ দেয় মায়ের বুকের মাঝে
স্বর্গের শান্তি, দুঃস্বপ্নের অবসান,
একমাত্র নিরাপদ আশ্রয়,
মাকে ফিরে পাবার জয়।

স্কুল ,কলেজ , ইউনিভার্সিটি ,
অফিস আর বিয়ের আসর
কৈশোর, যৌবন , সংসার আর মাঝ বয়সে
সব সন্তানকে পার করে দেয় মা যে।
মাকে ছাড়া সন্তানেরা ঠেকে শেখা দেখে শেখা
সব কিছুই মোটা মুটি, অপূর্ণতা থাকে আর কি
মা থাকলে ভালো হোত ,
আমারও কি মা ছিলো?

স্যাটেলাইট চ্যানেলে মানব শিশু ভূমিষ্ঠের দৃশ্য
মায়ের সে কি কষ্ট , শিশুর চিৎকার,
অবাক হয় বিশ্ব।

হাসপাতালে ছুটে যায়,আমার নারী।
নব জাতক বুকে এক মাকে দেখি
ভাবি, সে তো একমাত্র মা-ই পারে
আর কেউ পারেনা পৃথিবীতে।
মানব জন্মের জন্যই ধরে নারীরা জীবন বাজি।
ম্লান প্রেয়সী প্রিয়তমা, আজ সে তো মা

নতুন মানুষ, যেখানে তুমি আটকে যাবে
বিশ্বাস রেখো অন্তরে, পাবে মাকে নিঃস্বার্থভাবে।
সর্বদা জেনো তোমার মা আছে তোমার সাথে।
আর রূপকথার রাজ কন্যার মতো
আমার মা, আজ আমার কাছে,
রূপকথার রাজ কন্যা আমার মা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A কবির কন্ঠে কবিতাটি শুনেছিলাম. পর পর দুই নয় তিন বার আবৃত্তি করলাম. সব গল্প কবিতা পড়া শেষতো তাই ভালো লাগা কবিতা গল্প গুলো পুনরায় চোখ বুলাতে লাগলাম. যদি কিছু শেখা যায় !
মাহমুদা rahman অনেক ভালো লিখেছেন
তৌহিদ উল্লাহ শাকিল N/A onek ভালো হয়েছে . শুভকামনা রইলো
Rabbi azmal অনেক সুন্দর কবিতা,ভাল লাগল পড়ে
শিশির সিক্ত পল্লব নতুন মানুষ, যেখানে তুমি আটকে যাবে বিশ্বাস রেখো অন্তরে, পাবে মাকে নিঃস্বার্থভাবে। সর্বদা জেনো তোমার মা আছে তোমার সাথে......অসাধারণ একটা কবিতা
রেজওনুল হক আপনার কবিতা এত সুন্দর হয়েছে যে, বারবার পড়তে ইচ্ছে করে , ধন্যবাদ
খোরশেদুল আলম খুবি ভালো আপনার লেখায় বাস্তবতার ছোঁয়া পেলাম।
Shahnaj Akter N/A চোখ দিয়ে পানি চলে আসল ...... অসাধারন , ভোট দিলাম
এস, এম, ফজলুল হাসান N/A অনেক ভালো লাগলো , ধন্যবাদ
বিষণ্ন সুমন আপনার নিজস্ব জগতে মাকে আকাশ সীমায় তুলে নিয়েছেন, যেখানে পৃথিবীর আর সব মা ম্লান হয়ে গেল. আপনার এই অহংকার শুধু আপনাকেই মানায়. Its a grateful story about a mom from heaven. Thanks lot for introducing us to this great princess of earth.

০২ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫