আলোর নদী জলের আকাশ

আমি (নভেম্বর ২০১৩)

মোহসিনা বেগম
  • ১৯
  • ২১
এই তো সেদিন আমার নাম জিজ্ঞেস করতে তোমার বাড়ন্ত ঠোঁট কাঁপছিল!
আমারও কম না, দু চোখের তারায় আলোর নদী হাসছিল !
কিছুক্ষণ পর আমার আলোর নদী আর তোমার জলের আকাশ এক সাথে উড়ছিল!
অতঃপর মুক্ত বিহঙ্গের মত কখনও বকুল তলায়
কখনো ব্রহ্মপুত্রের তীরে জেগে উঠা চরের কাশবনে
কখনো ভর দুপুরে, বুনো রাজহংসের মত হাবুদের তালতলার মধ্য পুকুরে গীতাঞ্জলি গাইছিল!
আমার সূর্য দীঘল কালো কেশের বনে
তোমার কাঁচা হাতের লেখা কবিতার পঙতি গুলো রাজ্যের সব আকুতি নিয়ে
বইয়ের মলাট ভারি করছিল ।
আমিও নকশি কাঁথার মত তোমার-আমার তাঁর ছেঁড়া স্বপ্ন গুলো জোড়া তালি দেওয়ার স্বপ্নে
বিভোর ছিলাম ! একটুও টের পাইনি
ভোরের সূর্য অনেক বড় হয়েছে
গাঁয়ের মেঠো পথ বেয়ে তোমার হাত ধরে ঘুরে বেড়ানোর দিন শেষ হয়েছে
কাজলা দিদির গল্পের সেই রূপ কথা বালুচরে হারিয়ে গেছে !
এখন আমি আছি, সোনার তালা, রূপোর বাটি নিয়ে
রুপালি জোসনায় ভিজে ভিজে, দু' হাতে কুন্তলের মায়া জড়িয়ে !
শুধু উদাস দুপুর বেলা, যখন মাঝি পাল তুলে ভাটিয়ালি গায়
এই টুনটুনি মন সজনে পাতার দাঁড় বেয়ে উঠে তোমার নায় !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনতোষ চন্দ্র দাশ প্রকৃতির ছোঁয়া পেলাম কবিতায়।অনেক ভাল লাগল।শুভেচ্ছা রইল।
ধন্যবাদ মনতোষ দা ।
ইউশা হামিদ দারুন কবিতা লিখেছেন !
ধন্যবাদ ইউশা তোমাকে ।
জালাল উদ্দিন মুহম্মদ হৃদয় ছোঁয়া কবিতা । অনন্য ...
Rumana Sobhan Porag সুন্দর একটা কবিতা পড়লাম।
ধন্যবাদ রুমানা ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি তোমার কাঁচা হাতের লেখা কবিতার পঙতি গুলো রাজ্যের সব আকুতি নিয়ে বইয়ের মলাট ভারি করছিল । আমিও নকশি কাঁথার মত তোমার-আমার তাঁর ছেঁড়া স্বপ্ন গুলো জোড়া তালি দেওয়ার স্বপ্নে বিভোর ছিলাম !............// Fcbঅনেক সুন্দর কথা.....উপমা সমৃদ্ধ কবিতার অঙ্গ মিষ্টি nsরসে ভরপুর.......খুব ভাল লাগলো মোহসিনা অনেক ধন্যবাদ.............
ধন্যবাদ জ্যোতি ভাই ।
মৌ রানী এখন আমি আছি, সোনার তালা, রূপোর বাটি নিয়ে রুপালি জোসনায় ভিজে ভিজে, দু' হাতে কুন্তলের মায়া জড়িয়ে ! .......খুব ভালো লাগলো।
ধন্যবাদ মৌ ।
এস, এম, ইমদাদুল ইসলাম সোনার তালাকে সোনার থালায় শুদ্ধ করে আপনার ড্রাফ্টটি হয়তো ইতমধ্যে ঠিক করে নিয়েছেন । কবিতাটার মধ্যে কেমন যেন একটু শিহরণ দোলা দিয়ে গেল । ভাল লেগেছে ।
ধন্যবাদ ভাইয়া । আপনার মন্তব্যে সব সময় অনুপ্রাণিত হই ।
মাহমুদা rahman খুব সুন্দর...........কবিতা বেছে থাকুক আপনার হৃদয় এ
ধন্যবাদ মাহমুদা আপা ।
খোরশেদুল আলম ভীষণ ভালো লাগলো আপুর কবিতা। শুভেচ্ছা।
ধন্যবাদ খোরশেদ ভাই ।
রোদের ছায়া কবিতার নাম থেকে শুরু করে পুরো কবিতায় কি যেন একটা আবেশ ছড়ানো। বেশ স্নিগ্ধ একটি আবেশ । ভালো লাগার পুরোটা কবিতার জন্য ।
ধন্যবাদ রোদের ছায়া আপু ।

১৭ জুলাই - ২০১২ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪