যাবি যখন যা চলে যা
তোকে আমি আটকাবো না,
এত করে বলার পরও
যখন তোর মন গলে না,
আমার যত খারাপ লাগুক
এখন তুই যা চলে যা ।
দেখে নিস তুই আবার করে
আসবো আমি ফিরে ফিরে
বাস করবো তোরই মাঝে,
হাসিসনে তুই দেখিস নিজে
ডুবিসনে তুই ঘুমের ঘোরে ।
রাখিস রে তুই মনে এবার
যতই কাল হই বার বার
আমিই শুধু আমি একা
বন্ধু রে তোর অতি বোকা,
জানি আমি জানি ওরে,
আসবি ঠিক আবার ফিরে
চুপটি করে, আপন হয়ে ।
মাথা আমার ঠিকই আছে
হলে খারাপ তোরটা হব,
কি যে বলিস বুঝি না ছাই
চিন্তা করি এমনি সদাই ,
বলছি আমি চিৎকার করে
ভালবাসি তোকেই তোকে ।
advertisement
হলে খারাপ তোরটা হব, মনে হয় হব এর স্থানে ‘হবে’ হবে। আরো কবিতা পড়বো আশা করি কবির কাছে।
যতই কাল হই বার বার
আমিই শুধু আমি একা
বন্ধু রে তোর অতি বোকা,
জানি আমি জানি ওরে,
আসবি ঠিক আবার ফিরে
চুপটি করে, আপন হয়ে । --বেশী ভাল লাগল লাইনগুলি । আরো ভাল লেখা পাবার প্রত্যাশা রইল শুভকামনা