কয়েক মুহূর্ত আগে একটা চলমান প্রাচীন সকালের সূর্য না ওঠা দুপুর পর্যন্ত বেদম প্রহার! কুয়াশা বর্ষণ শীতে। আমি তখন থেকে পাহারায় নির্ঘুম জেগে আছি! হাতের জ্বলে থাকা মশাল আলো পিঠের ক্ষত দাগ গুলো কাঁচা হয়ে এখনো জ্বলছে। জ্বলছে ঝলসে দেয়া আগুনের ফণা’রা!
আমি স্থির এত পথ হেটে হেটে এত শতাব্দী পরেও আমি স্থির পাহারাদার। নাগালের বাইরে নিভো নিভো দৃশ্য হাতের কাছে সমুদ্র ভর্তি কলঙ্কিত রূপে কে যে স্বজনী কে পেতনি...? এগুলো সব হবে একদিনের সমান। একটা কর্মকার তাঁর বানানো গহনার মতো ফ্রেমে আঁটকে রাখা মহাকাল।
আমি কালকেই জঠর থেকে বেরিয়ে এলাম পূর্ব-শতকের শেষ দিকে। তখন “ফারাও” সম্রাজ্জ আমার ভয়ে হুড়মুড় করে লড়ে উঠে থামার আগে তোমার বখে যাওয়া ঈর্ষা’রা গুহা ছেড়ে বেরিয়ে এলো কাল্ হয়ে পথ আগলে দাঁড়ালো আমার! খোঁচা দিলো সময়। এগুলো সব একটা দিনের সমান মনে হয়।
সেলিনা ইসলাম
মনে হচ্ছে পাঠকদেরকে কুয়াশার মাঝে রাখতে চেয়েছে কবি! কবিতার পেত্নি উপমাটা অন্যকিছু হলে ভাল লাগত আর শেষ দুটো লাইন মনে হল কবিতার ধারাবাহিকতায় চীর ধরালো! ১ম ও ৩য় প্যারা বেশী ভাল লেগেছে। শুভকামনা কবি
হাতের কাছে সমুদ্র ভর্তি কলঙ্কিত রূপে কে যে স্বজনী কে পেতনি...? আপু এইটা একটা জটিল প্রশ্ন (আমার কাছে) তবে আপনি কীভাবে নিয়েছেন জানি না... আর শেষের দিকে বৌ (আপনজনকে) বলা হয়েছে তুমি জানো কি? তুমি যেগুলো করছ আমি বুঝতে পারছি আরও একজন অধীশ্বর আছেন তিনি এসব সবই তোমার থেকে ভালো জানেন। এইভাবে কবিতায় লুকিয়ে থাকা মেয়েটিকে আমি ভালো হতে বলছি। অনেক ধন্যবাদ আপনাকে, মেনে নিলাম হয়ত আরও ভালো করে শেষ দুই লাইন লিখা যেত।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।