সবুজ ভোরে সবুজ মাঠ পেড়িয়ে সবুজ ঘাস ফড়িং তাড়া করে ছুটতে ছুটতে এসেছি এই সবুজের দেশে। তারপর বহু গাছ বহু তৃণ চিনে ঢুকে গেছি শাল মহুয়ার বনে। সবুজ গাছে সবুজ টিয়ে কখন ঢুকেছে মনবনে তাকিয়ে দেখি বর্ষাস্নাত বধূ বসে আছে লালপেড়ে সবুজ শাড়িতে।
মানুষের চেয়ে তার দু:খ বড় হয়ে অশ্রম্নতে চোখ ঢেকে গেলে ভেজা সবুজের প্রপাতে চাই অবগাহন। কচু পাতায় বৃষ্টি বিন্দুর ৰণিক অবসর অনাস্থায় ঝরে পড়বার আগেই দেখে নিতে চাই সমূহ সুন্দর।
জন্মের আকাঙ্খায় উন্মুখ উর্বর মাটিতে অসংখ্য প্রচুর বীজ আছে অপেৰায় এই বর্ষায় আমিও সঙ্গমে চাই তোমাকে অঙ্কুরিত করতে চাই উত্তরাধিকার সজ্জায় পেতেছ সবুজ চাদর অনেক আদরে ভরে যাবে রিমঝিম রাত।
এই বর্ষায় বৃষ্টি না হলে থেমে যাবে এক প্রজন্মের জন্ম গান ঘর থেকে গোয়ালে নীড় থেকে মাটির গর্তে বীজে ডালে পাতায় শুধুই জন্মের ধুন্ধুমার, শুধুই প্রাণ শুধুই সবুজ পৃথিবীর অপরূপ ধারাবাহিক প্রাণের স্পন্দনে ভরে যাক এই বর্ষা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের
মুগ্ধ হলাম কবিতাটা পড়ে। Khondaker Nahid Hossain 'এর মন্তব্যে আপনার উত্তরের সূত্র ধরে বলছি, কবিতাকে ২০ লাইনের গণ্ডীতে বেঁধে রাখা সম্ভব নয়। আর গল্প-কবিতা কর্তৃপক্ষও মনে হয় নিয়মটার প্রয়োগের ব্যাপারে তেমন সিরিয়াস নন। বর্ষা আর সবুজের (নবজন্মের) বন্ধনের চমৎকার চিত্রকল্প পেলাম আপনার কবিতায়। "জন্মের আকাঙ্খায় উন্মুখ উর্বর মাটিতে অসংখ্য প্রচুর বীজ আছে অপেক্ষায়"- শুধু বৃষ্টি চাই। একটা অসাধারন কবিতা উপহার দেবার জন্য অভিনন্দন।
সূর্য
নির্মল শৈশব আর পরিবারের সবুজ ছায়ায় বেড়ে ওঠা কেমন নষ্টালজিয়ায় ভেসে যাই। "জন্মের আকাঙ্খায় উন্মুখ উর্বর মাটিতে অসংখ্য প্রচুর বীজ আছে অপেক্ষায়"...... পরিচর্যার দায়টা সবাইকে নিতে হবে সমান করে।............. চমৎকার একটা কবিতা, অনেক ভাল লাগলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।