আগুন থেকে ফাগুনে

আমি (নভেম্বর ২০১৩)

শ্যাম পুলক
  • ১৫
  • ৪৮
আমি ছিলাম আগুন দ্বীপে,
অগ্নিগিরির লাভার ভিতর।
আমি সহস্র যুগ আগুনে জ্বলে হয়েছি অমর।

আমি অগ্নিগিরির লাভার বেশে,
লাভার প্রথম উৎগিরন।
আমি দ্বীপে দ্বীপে পৃথিবীতে লাভার পরিচলন।

আমি তারও আগে ছিলাম নক্ষত্রের বুকে,
তারও আগের সুপারনোভা।
আমি ছিলাম সূর্যের অগ্নিশোভা, আলোর আভা।

আমি জ্বলেছি মহাবিস্ফোড়নে,
আমি সয়ং মহাবিস্ফোড়ন।
আমি পৃথিবী সৃষ্টি করার প্রথম আলোড়ন।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে
আমার বুকে রুপের দারুন বেশ,
চোখের সামনে উড়ছে বালি, উড়ছে নারীর কেশ।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে
ফুলের সৌরভ বেঁধেছে হৃদয়ে বাসা,
পৃথিবীর শত তমাচোখে খুঁজেছে মনের ভাষা।

আমি অযুত লক্ষ যোদ্ধার বেশে
হয়েছি রক্তান্ত প্রান্তর,
দূঃখিনী মায়ের ছেলে ফিরলো না বলে
আমি বিষাদে ভরা অন্তর।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে
তমাচোখের চাহনিতে থেমে গেছে জ্বলা,
সবুজ দেশের সবুজ পথ ধরে শুরু হয়েছে চলা।

রাত্রি পোহালে যত শিশির কণা
ঘাসের উপরে বাঁধে স্বপন,
আমি রাত ভুলে শিশির হয়েছি হয়ে কুয়াশার মন।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে
গাঁয়ের বধু খোঁপা বেঁধেছে চুল,
আমি গেঁথেছি সেই খোঁপাতে আমার আগুনের ফুল।

তাই ছলনা ভেবে ভুলনা হে পৃথিবী,
আমি প্রতিটি প্রভাতে আসি।
আমি সূর্যের মত নিজেকে বিলিয়ে তোমায় ভালবাসি।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে, আগুন থেকে ফাগুনে
সমুদ্রে সমুদ্রে জলে ভেসেছি
মানব প্রকৃতি হয়ে,
আমি প্রকৃতি, শুধুই প্রকৃতি প্রকৃতিরে কাছে পেয়ে।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে
পূর্ণিমার রাতে চোখে ভেসেছে তাজমহল।
আমি সোমপুরে জ্যোৎস্নায় তাকিয়ে ফেলেছি চোখের জল।

আমি শত রাত, আমি হয়েছি প্রভাত
আমি আগুন থেকে ফাগুনে,
সহস্র যুগেও যুদ্ধের ত্রাস শান্তির বানীর মনে।

আমি রক্তিম পদ্ম বিলে
রাতকে করেছি প্রভাত,
নীল পদ্মের গন্ধে ভেজা জলে ভিজেছি দিনরাত।

আমি আগুন থেকে এসেছি ফাগুনে
দেহ চিনেছি রক্তের প্রকৃতি।
জেগেছে হৃদয়, ফাগুনে ফাগুনে আগুনের হয়েছে ইতি।

আমি আজ তাই সহজসাধনা
তাঁতীর বোনা কোমল মসলিন,
আমি ঝিরিঝিরি ঝরা বাদলে শ্রাবণ মেঘের দিন।

আমি বাতাসে পাঁকা ধানের শিষের তোলা ঢেউ
শরতের শুভ্র কাঁশফুল,
আমি চতুর্দশী কিশোরীর করা প্রেমের মত ভুল।

আমি অচেনা দেশের, অচেনা বাঁশির
চেনা চেনা সুর,
আমি সাদা মেঘগুলো উড়ে যাওয়া বহুদূর।

আমি গাঁয়ের পথে উড়ে উড়ে চলা
দোয়েল, শালিক, শ্যামা,
আমি ছোট্ট শিশুর হাতের পরশ, জলভরা চাওয়া।

আমি চাঁদের আলোর কোমল ছোঁয়া
অন্ধকারে বুকের কাঁপন,
আমি প্রথম প্রেমের যুবকের দেখা প্রথম স্বপন।

আমি পৃথিবীর শুরু হতে শেষ, কোমল আবেশ
ঝর্ণার অমৃতধারা, সবুজ প্রকৃতি বনে,
আমি এসেছি আগুন থেকে ফাগুনে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনতোষ চন্দ্র দাশ আমি পৃথিবীর শুরু হতে শেষ, কোমল আবেশ ঝর্ণার অমৃতধারা, সবুজ প্রকৃতি বনে, আমি এসেছি আগুন থেকে ফাগুনে...ভাল লেগেছে।শুভেচ্ছা রইল।
ঘাস ফুল আমি অচেনা দেশের, অচেনা বাঁশির চেনা চেনা সুর, আমি সাদা মেঘগুলো উড়ে যাওয়া বহুদূর।............// খুব সুন্দর লেখা। ধন্যবাদ শ্যাম...............
মিলন বনিক অনেক অনেক সুন্দর আত্ম বিশ্লেষণ আর চমত্কার শব্ধ চয়ন.... খুব ভালো লাগলো পুলক ভাই....
Jontitu আমি পৃথিবীর শুরু হতে শেষ, কোমল আবেশ .........ভালো লাগলো।
Rumana Sobhan Porag আমি বিচরণ সর্বত্র , ভাল হয়েছ।
আরাফাত ইসলাম আতœকথন / আতœবিশ্লেষণ / আতœবিবেচনা? কি বলব !
এফ, আই , জুয়েল # ভাবনার গভীরতা বেশ----সুন্দর কবিতা ।।
ধন্যবাদ অনেক।
আলমগীর সরকার লিটন অসাধারন কবিতা শুভ কামনা
অনেক ধন্যবাদ।
খোরশেদুল আলম আমি পৃথিবীর শুরু হতে শেষ, কোমল আবেশ ঝর্ণার অমৃতধারা, সবুজ প্রকৃতি বনে, আমি এসেছি আগুন থেকে ফাগুনে। // বেশ ভালো লাগলো।
ধন্যবাদ দাদা।

২০ জুন - ২০১২ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪