এ আবার কেমন কথা ? বাবা কেন হতে চাইব না ? >বাবা হতে চাই না আমার বাবা কে দেখে । না! না! আমার বাবার কোন দোষ নয় । আমার বাবার উদারতা, সততা, আর সন্তানের(আমার) প্রতি ভালোবাসা দেখে । আমার সন্তান হলে, তার প্রতি নিশ্চয় আমি এত ভালো বাবা হতে পারব না ।আমি আমার বাবার মত একজনকে বাবা হিসেবে পেয়েও তার মত পিতৃত্ব আমার সন্তানকে দিতে পারব না ; তা হবে আমার জন্য চরম অগৌরবের আর ব্যার্থতার । আমি জীবনে অনেক ভুল করেছি । কিন্তু সে তুলনায় আমাকে খুব কম মাশুল গুনতে হয়েছে ; আমার বাবার কারণে ।নিজে শত কষ্ট করে হলেও তা সামলে নিয়েছেন আমার বাবা ।আমার বাবা আমার কোন চাওয়া অপূর্ণ রাখেন নি । আমার কষ্ট হবে বা আমার ইচ্ছা-খুশির বিরুদ্ধে হবে এমন কোন কাজ আমাকে আমার বাবা কখনও করতে বলেন নি । আমি যত ছোটই ছিলাম আর এখনও যত ছোটই হই না কেন আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমার বাবা আমার মতামত কে প্রাধান্য দিয়েছেন। এতক্ষণ যা বললাম, কথাগুলো হয়ত খুব গতানুগতিক আর একঘেয়ে হয়ে গেল । আমার বাবাকে প্রকাশ করতে হলে কথাগুলো বলতেই হত । তা না হলে কি করে বোঝাতাম যে আমার বাবা, একজন বাবা হিসেবে কতটুকু যথার্থ । মাঝে মাঝে বন্ধুদের মুখে তাদের বাবা সম্পর্কে নানা বিরূপ কথা শুনি । অথচ তাদের বাবা আমার বাবার থেকে অনেক বেশী লেখা-পড়া জানা । আমার বাবা হয়ত লেখা-পড়ায় সবার বাবার চেয়ে বেশী না হতে পারে, কিন্তু ভদ্রতায় তিনি নিঃসন্দেহে সবার বাবার চেয়ে উপরে । আমি জানি না আমার বাবা আমার দাদীর কাছে আদর্শ সন্তান কি না ? আমি জানি না আমার বাবা আমার মায়ের কাছে আদর্শ স্বামী কি না? আমার বাবা আমার চাচাদের কাছে আদর্শ ভাই কি না ? কিন্তু আমি জানি, আমার বাবা আমার কাছে আদর্শ বাবা । কেউ চায় তো আমার বাবার কাছে শিখতে পারে, কিভাবে আদর্শ বাবা হওয়া যায় ? আমি জানি, আমার বাবার মত আমি কোন দিনও হতে পারব না । নিজের বুকে এত হাজারো কষ্ট নিয়ে সন্তান কে হয়ত ভালবাসতে পারব না । আর তাই খুব কষ্ট নিয়ে বলেছি কথাটা, “বাবা হতে চাই না ” । ধন্যবাদ সবাইকে কষ্ট করে লেখাটি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
স্বাধীন
যুদ্ধে নামার আগেই হেরে গেলে চলবে কেন ভাই। বাবার কাছ থেকে কি কিছুই শেখা হয়নি? সুন্দর একটা গল্প হতে পারত
জাফর পাঠাণ
এমন আদর্শ পিতার সন্তানের এমন পরাজিত চিন্তা বেমানান।এই আদর্শ পিতার চেতনাই দিতে পারে সমাজকে তার চেয়েও বেশী আদর্শবান সন্তানের বিচরণ।সুন্দর সদিচ্ছাযুক্ত গল্পটি প্রশংসার দাবী রাখে ।
না, না, ব্যাপারটা ঠিক তেমন নয় । আসলে আমি নিজেও জানি, একদিন হয়ত আমকেও ববা হতে হবে, আর আমি আমর বাবার মত হয়ত কখনই হতে পারবো না । সে আক্ষেপই আমকে লেখাটি লিখয়েছে ।
ধন্যবাদ আপনকে ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।