যোদ্ধা

দেশপ্রেম (ডিসেম্বর ২০১৩)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ১৪
  • ৬৩
আদর্শের যুদ্ধ শেষে আগামীর আহ্বানে বলেছিলে হে বীর-
ফের দেখা হবে রাজপথে, নতুন কোন স্লোগানে।
কেটেছে তারপর কত বেলা।
রাজপথে আর দেখা হয় নি আমাদের।
বন্ধু ভুলেছ কি সে আহবান?
বলেছিলে আদর্শের লড়াই হয়না কভু শেষ।
তবু কোন ভুলে আজ তুমি নিশ্চুপ?

আমরা তো হারাইনি মহাকালের স্রোতে
এখনো তো হইনি নিঃশেষ।
এখনো শোণিতে ডাকে বান,
এখনও ফুসে উঠি নিষ্ফল আক্রোশে।
কোন মোহে এই আচ্ছন্ন হয়ে পরে থাকা তবু?
দেখ নাকি তোমার রেখে যাওয়া আদর্শ আজ ধুলায় লুটায়?
উন্মত্ত জানোয়ার সদৃশ এক নতুন প্রজাতির দখলে রাজপথ।
শ্লোগান জানে না, গান পাউডারে পুরিয়ে মারে সাধারণ
কি ভীষণ উল্লাসে করে মৃত্যু উদযাপন, কতটা ভয়ংকর হিংস্রতায়।
তবু কোন ভুলে আজ তুমি নিশ্চুপ?

আদর্শহীন এই নির্লজ্জ ভোগের যুদ্ধে আমরা কি কেবলই দর্শক!
ক্ষমতার দ্বন্দ্বের এই যুদ্ধে গগনবিদারী শ্লোগান অনাবশ্যক।
তারুণ্যের দীপ্ত পদচারণয় মুখর হতে হয়না রাজপথ।
এ যুদ্ধে চাই রক্ত, চাই বিলাপ, চাই ধ্বংস, চাই বিভীষিকা
এখানে অংশগ্রহণের নেই প্রয়োজন, ভয়ার্ত আবহ সৃষ্টিই যথেষ্ট।
এখানে তুমি আমি নিতান্তই অপ্রয়োজনীয় অনুষঙ্গ।

রাজপথ আজ শকুনের ভাগার।
সেখানে কেবলই বিলাপ আর ছোপ ছোপ রক্তের দাগ।
বাতাসে পোড়া গন্ধ, ক্ষণে ক্ষণে আসে ভেসে পিশাচের উল্লাস।
এখানে তুমি - আমি অথবা আমরা তিরোহিত।
আদর্শহীন অর্থগৃ্ধ্নু এই যোদ্ধারা
লাশের স্তূপে দাঁড়িয়ে নিত্য করে নেতার স্তুতির আয়োজন।
বিগলিত নেতা হন তায় অবিবেচক আরও।

বন্ধু ভুলেছ কি সে আহবান?
হাসিমুখে প্রাণ দানের মহতী উৎসবে মাতে না এখন কেউ আর।
গগনবিদারী স্লোগানে কেপে ওঠেনা আকাশ।
অত্যাচারিতের আর্তনাদই শুধু আকাশ থেকে আকাশে ফেরে প্রতিধ্বনি করে ।

এও কি সয় প্রাণে, কোন সে পাষাণে বেধেছ হিয়া?
আর কত সয়ে যাওয়া? আর কত অশ্রুসিক্ত হওয়া?
আর কত ক্ষমা?
এবার ওঠ, জাগাও সব আধমরা
বলিষ্ঠ তোমার কণ্ঠস্বরে এবার ভাঙ্গুক সকল জড়া।
দৃপ্ত পদচারণয় উঠুক কেপে আবার ধরণীতল।
মঙ্গলালয়ের বরমাল্য শোভিত উচ্চকিত কণ্ঠে বেজে উঠুক রণ ডঙ্কা।

রক্তাক্ত মা’র চোখে জ্বলে আজ আগুন
সন্তানের দিব্যি দেয় প্রতিশোধ চেয়ে
আজ পিচাশের রক্তে স্নানে হতে চান শুদ্ধ।
শুনতে পাও না তুমি?

এবার এস নেমে সেই চেনা পথে হে বীর
গগনবিদারী স্লোগানে তোমার শয়তানের তাণ্ডব নৃত্য যাক থেমে।
যে প্রাণ আদর্শের জন্য লড়ে - আদর্শের জন্য ঝড়ে
আদর্শেরই ঝাণ্ডা ওড়ে যে বুকে
এসো সেই প্রাণে, এসো বীর্যবানের নির্ভরতার আবাহনে।
আজ অচ্ছুত নও তুমি হে বীর,
তোমা পানেই চেয়ে আজ নিপীড়িত যত
হে বার্তাবহ মুক্তির,
আজ তোমারই প্রতীক্ষায় আমরা অধীর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইসহাক খান সুন্দর, বলিষ্ঠ, তীব্র, ঝাঁঝালো কবিতা।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ...আজ তোমারই প্রতীক্ষায় আমরা অধীর...। চমতকার ! মনের কথা লিখেছেন। শুভেচ্ছা রইল।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৩
ওয়াহিদ ভাই অনেক ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে। ভাল থাকুন, অনেক ভাল।
ভালো লাগেনি ১৯ ডিসেম্বর, ২০১৩
আরাফাত ইসলাম ভালো লেগেছে ! একেবারে দশে দশ !! কিন্তু মজার ব্যাপার হলো আমি যে কবিতার কিছু বুঝি না !!!
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৩
অকবির কবিতা অবুঝের কাছেই বেশি ভাল লাগে। আরাফাত ভাল থাকুন।
ভালো লাগেনি ১৯ ডিসেম্বর, ২০১৩
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লেগেছে লেখা । অনেক শুভেচ্ছা রইল ।
ভালো লাগেনি ১২ ডিসেম্বর, ২০১৩
কবির ভাই ধন্যবাদ আপনাকে ভাল থাকুন।
ভালো লাগেনি ১৯ ডিসেম্বর, ২০১৩
মিলন বনিক রক্তাক্ত মা’র চোখে জ্বলে আজ আগুন সন্তানের দিব্যি দেয় প্রতিশোধ চেয়ে...চমৎকার কবিতা...এতই যেন আমাদের বিবেক জাগ্রত হয়....মানুষ আজ পিশাচ...
ভালো লাগেনি ১০ ডিসেম্বর, ২০১৩
আমাদের বিবেক জাগ্রত হবে আর কবে?
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩
কবি এবং হিমু কবিতা বড় তারপর ও পড়তে একটু ও খারাপ লাগেনি।ভাল কবিতার জন্য শুভ কামনা
খারাপ লাগেনি এটাই অনেক পাওয়া। ভাল থাকুন।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩
F.I. JEWEL N/A # গভীর ভাবের একটি কবিতা । অনেক সুন্দর ও মনোরম ।।
মনতোষ চন্দ্র দাশ চমতকার শব্দ গাঁথুনি,কবিতার প্রতি লাইনে অগ্নিবীণার ঝংকারে তুলেছে, উঠেছে বিদ্রোহের সুর।স্বার্থক হলো কবিতা পড়া,ধন্য তুমি ধন্য কবি; তোমার কবিতার অনলে পুড়ে মরুক দেশের সকল অসুর।
কবিতার অনলে পুড়ে মরুক দেশের সকল অসুর। জাগ্রত হোক বিবেক। দাদা ভাল থাকুন।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩
বুবুন বড় কবিতায় টেনে রাখা খুব জরুরি ... এখানে কিছু যায়গায় ক্লান্তি আসলেও ... বক্তব্য ছাপিয়ে গেছে অনেক কিছু... আমরা নিপীড়িত বলেই প্রতিবাদ আঁকড়ে থাকি... কলম চলুক প্রতিবাদী ভঙ্গিতে ... শুভেচ্ছা
আমরা নিপীড়িত বলেই প্রতিবাদ আঁকড়ে থাকি। বুবুন ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৩
তানি হক এসো সেই প্রাণে, এসো বীর্যবানের নির্ভরতার আবাহনে। আজ অচ্ছুত নও তুমি হে বীর, তোমা পানেই চেয়ে আজ নিপীড়িত যত হে বার্তাবহ মুক্তির, আজ তোমারই প্রতীক্ষায় আমরা অধীর।... সেই অপেক্ষাতে আমরা সবাই ... প্রতিক্ষার প্রহর শেষ হবে একদিন ... অনেক অনেক ভালো লাগলো ভাইয়ার কবিতাটি । ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভূমিকম্প”
কবিতার বিষয় "ভূমিকম্প”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৫