।। স্বপ্ন ।।

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ২৬
  • ৪৬
বইয়ের ভাজে সযত্নে রাখা তোমার চিঠি,
এমনকি চিঠি বয়ে আনা নীল খামটি পর্যন্ত।
সেই প্রথম দেয়া গোলাপের পাপড়ি
বেলোয়ারী কাচের চুরি
ভাঙ্গা ফ্রেমের বিবর্ণ ছবি, ফেলে দেয়া প্রিয় নীল টিপ
আরও যে কত কি!
আমার অমূল্য সংগ্রহশালা দেখে হেসেই খুন তুমি।
ব্যথাতুর কণ্ঠে বলেছিলাম-
তোমার প্রিয় যা কিছু, এমনকি অপাংক্তেয়ও
বড় বেশি মূল্যবান তাও।
বোবা চোখে বিমূঢ় চাহনিতে ছিল প্রশ্ন; এতটাই কি?
অ-নে-ক “তুমি” আমার।
আজ এই ক্ষণেও উপলব্ধিতে সেই তেমনই তুমি।।

বাবার মুখখানি দেখা হয়নি বলেই বড় বেশি মা ন্যাওটা আমি
মুহুর্তমাত্র চোখের আড়ালে তাঁর, থেমে যেত যেন প্রাণ।
আমি ছাড়া কি হবেরে তোর?
কি আবার, সহগমন।
ছল ছল চোখে আকুতি মায়ের, এমন বলে না বাপ।।
কতদিন আমি মায়ের বুকে রাখিনা মাথা।
কতদিন শুনি না সেই ডাক, দেখিনা মা’র মুখ।
কতদিন তুমি হীনা একাকী কাটাই প্রহর!
আজ ভালবাসার সবগুলো ধারা এসে মিশেছে এক মোহনায়
আমি নিত্য করি তায় অবগাহন, হই পরিশুদ্ধ-
কখনো হই বিদ্রোহী, কখনো হিংস্র।
কখনোবা মহামানবের কাতারে দারিয়ে নিজেকে খোজার করি দুঃসাহস।।

আজ অষ্টপ্রহর হাতে অস্ত্র আমার,
শকুনের চোখে খুঁজি শয়তান
যে ফিকে করে মা’র লাল শাড়ী।
বোনকে করে রক্তাক্ত। বাবার পাঁজর ভাঙ্গে বুটের আঘাতে যার।
যে শয়তানের হাসি, হিংস্রতায় মেশে-
বেয়নেটের আঘাতে কুকরে যাওয়া ভাইয়ের আর্ত চিৎকারে।।
পাড়ার শান্ত ছেলেটি আজ দুরন্ত অকুতোভয়।
তোমার বিশ্বপ্রেমিক প্রবর, আজ সাক্ষাত মৃত্যু দূত।
উল্লাসে মাতে শয়তানের মৃত্যু যন্ত্রণায়।।
অজান্তে কেটে যায় গ্রীষ্ম-বরষা, শরতের হাতছানি।
নির্মমতার সমরে কাটে ভালবাসার প্রহর।
ক্ষণিক অবসরে তোমার স্পর্শ সুখে, তবু হই বিভোর
আশীর্বাদ হয়ে আজো আড়াল করে রাখে মা’র আঁচল ।

ঋণ শোধ নয়, এ সংগ্রাম প্রতিশোধের।
সারে সাত কোটি মানুষের মুক্তির এ সংগ্রাম।
মানুষের অধিকারে মানুষের মত বাঁচার এ সংগ্রাম।
যা কিছু আমার, তা আমারই তরে।
অনুদান নয়! পেতে চাই স্বীয় অধিকারে।
স্বাধিকার আদায়ের এ সংগ্রামে,
জালিমের তখত ভেসে যাক আমারই শোণিতে
শুদ্ধ প্রেমের ফুটুক ফুল
এ বাংলা স্নাত হোক নতুন সূর্যোদয়ে।।
যতটুকু আলো, যতটুকু মাটি, যতটা সবুজের হাতছানি,
দু চোখের সীমানার। সবটুকু তোমাদেরই দেব আনি।
আজ আমার রক্তভেজা আঁচলটুকু মা’র
সবুজের জমিনে আঁকে আমারই স্বপ্নখানি।
*************
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
জোনাকি যতটুকু আলো, যতটুকু মাটি, যতটা সবুজের হাতছানি, দু চোখের সীমানার। সবটুকু তোমাদেরই দেব আনি। আজ আমার রক্তভেজা আঁচলটুকু মা’র সবুজের জমিনে আঁকে আমারই স্বপ্নখানি। -------- মুগ্ধ হয়েছি মেহেদী ভাই ।
শেখ একেএম জাকারিয়া মাকে নিয়ে লেখা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বেশ চমৎকার কবিতা। ভাল লাগল।
জেবুন্নেছা জেবু জালিমের তখত ভেসে যাক আমারই শোণিতে শুদ্ধ প্রেমের ফুটুক ফুল এ বাংলা স্নাত হোক নতুন সূর্যোদয়ে।। ---------স্বদেশ প্রেম খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন কবিতায় ।
সালেহ মাহমুদ বাহ চমৎকার। অদ্ভূত সুন্দর কবিতা। মুগ্ধ হলাম। কয়েকটি বানান শুধরে নিতে হবে। যেমন- দারিয়ে>দাঁড়িয়ে; খোজার>খোঁজার; সারে>সাড়ে; ইত্যাদি। ভালোবাসা ও শুভ কামনা।
প্রশান্ত কুমার বিশ্বাস অনেক ভাল লিখেছেন ভাই। মুগ্ধ হলাম ।
আহমেদ সাবের কোমলতা আর কঠিন্যের অসামান্য মিশ্রণে অনন্য এক কবিতা। দারুণ মুগ্ধ হলাম। এক কথায় অসাধারণ একটা কবিতা।
সূর্য একজন যোদ্ধার মন, মনন ভালই চিত্রায়িত হয়েছে কবিতায়, দারুন লাগলো এ চিত্রায়ন।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪