আরাধনা

বৃষ্টি (আগষ্ট ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ২২
  • 0
  • ৬১
অপেক্ষায় থেকে থেকে চৈত্রের খরতাপে চৌচির,
হৃদয়ের জমিন আজ বুভুক্ষু মরুভূমি। তুমি আসনি।
কতবার ভেবেছিনু মেঘের পালঙ্ক সুখ তুচ্ছতায় ঠেলে দিয়ে
এই বুঝি নেমে এলে। অঝর ধারায় হব পরিশুদ্ধ
অমিয় সুধায় ওষ্ঠাগত প্রাণ সহসাই উঠবে ঝলমলি,
হঠাৎ হাওয়ার বুকে চেপে আনন্দ কলরবে তুমি আসনি।।
হায়! কি হতাশায় বারবার ডুবে যাই।
বিভীষিকার অতলান্ততায়।
তবু বাধি বুক পূনঃ আশায়।
অমানিশা ঘোর কাটেনা কিছুতে মোর
প্রত্যাশিত আলোর শেষটুকুও আজ নিভে যায়।
এলে না তবু তুমি।
শত সাধনায় গড়া একদা সবুজ আমার
বিহনে তোমার কেবলই ধু সরতর হয়ে যায়।
তুমি আসনি।
কবে কোন বৈশাখের কোন এক ঝড়ের বক্ষে চেপে এসে ছুঁয়েছিলে!
অপার্থিব সে সুখে আজিও রয়েছি বুঁদ হয়ে।
অনন্তর ভাবি, এই বুঝি আবার তুমি এলে, আসনি।
আজ কেবলই ক্ষয়ে যাই কেবলই হারাই
মৃত্তিকা বাঁচে জলকে লয়ে, না পেলে হয় ধুলায় লীন।
জানি তাও জান তুমি। তবু আসনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের চমৎকার আরাধনা, নান্দনিক সব বাক্যে। " ভেবেছিনু " শব্দটা " ভেবেছি" লিখলেও চলতো বোধ হয়। কবির আকুতি মর্মে মর্মে অনুভব করলাম। বেশ ভাল লাগল কবিতা।
সালেহ মাহমুদ অনেক ভালো লাগলো আপনার কবিতাটি, ধন্যবাদ।
সালেহ মাহমুদ অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, ভাল থাকবেন।
ইউশা হামিদ দারুণ ভাল লাগা ভাইয়া ।
অনেক ধন্যবাদ ইউশা হামিদ আপনাকে। ভাল থাকবেন।
মিলন বনিক অন্তরের আবেগ, অনুভুতি আর উপলব্ধিতে মন ছুয়ে যাওয়া একটি কবিতা...অনেক ভালো লাগলো...শুভ কামনা থাকলো...
অনেক ধন্যবাদ ত্রিনয়ন আপনাকে। ভাল থাকবেন।
খন্দকার নাহিদ হোসেন কবিতায় আবেগের কারুকাজ সুন্দর ছিল। তবে ক্রিয়াপদ একরকমই হোক। আর "হঠাৎ হাওয়ার বুকে চেপে আনন্দ কলরবে তুমি আসনি।।" এই লাইনটা আর একটু গোছান হোলে কিন্তু মন্দ হয় না।
খুব ভাল বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রিয়ম অনেক অনেক ভালো \
অনেক ধন্যবাদ প্রিয়ম আপনাকে। ভাল থাকবেন।
sakil besh valo likhechen. Sundor kobita vhalo laglo
শাকিল ভাই অনেক ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে। ভাল থাকবেন।
M.A.HALIM খুব সুন্দর। ভাল লাগল।
অনেক ধন্যবাদ হালিম ভাই। ভাল থাকবেন।
প্রশান্ত কুমার বিশ্বাস 'মৃত্তিকা বাঁচে জলকে লয়ে, না পেলে হয় ধুলায় লীন'- কী চমৎকার! এ চরণের মতই প্রত্যেকটি চরণই আমাকে পরম প্রশান্তিতে আচ্ছন্ন করেছে। আপনার জন্য রইল শুভ কামনা।
দাদা অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
সোমা মজুমদার sundar kabita...........
সোমা অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫