মহিরুহ

সবুজ (জুলাই ২০১২)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ২৪
তোমার নিজ হাতে রোপিত সেই বিজ একবার দেখবে এখন?
অচেনা ঠেকবে জানি।
অজত্ন-অবহেলায় রোপিত সে বিজের, আমি পরম যত্নে করেছি অংকুরোদ্গম।
আমি নিত্য তার মূলে ঢেলিছি জল।
মেলে ধরেছি উন্মুক্ত আকাশের তলে,
মেখেছি রোদ, দিয়েছি বায়ু।
আজ সে আমার একান্ত নিজের এক মহিরুহ,
অজস্র ডালপালা পরিবেষ্ঠিত এক সজিব সতেজ সবুজের সমারোহ।
একবার দেখবে এখন?
অচেনা ঠেকবে জানি।
তোমার ভুবনের সব নিল শুষে নিয়ে ছড়ায় সজিবতা অফুরন্ত।
হৃদমাঝারে মোর ঢালিছে নিয়ত, তোমার ভুবনের বিষ-নির্যাস যত।
যত আয়োজন তার তোমারই তরে শুধু।
প্রানপন তায় গড়ে দিতে চায় আবাস এক বাসযোগ্য ।।
যেথা তুমি রবে কষ্ঠবিহীন অবিরাম আনন্দলোকে।
মেঘমুক্ত আকাশ যেথা সাজবে অজস্র তারার আলোয়,
আনন্দমুখরিত রবে চারিপাশ পাখীর কলতানে।
সেথা তুমি আর নির্ঝরিনী সমান বইবে উদ্যমে-উচ্ছাসে।
লভিব সুখ আমি তব মুখপানে চেয়ে।
নিলকন্ঠ হয়ে আকন্ঠ করিব পান
তব গ্রহে যত জমিবে জঞ্ঝাল।।
একবার দেখবে এখন?
অজস্র ডালপালা পরিবেষ্ঠিত এক সজিব সতেজ সবুজের সমারোহ।
আমার একান্ত নিজের মহিরুহ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # বেশ ভাল । লেখা চালিয়ে যাওয়া উচিত ।
সত্যি বলছি সাহস যোগালেন। অনেক ধন্যবাদ আপনাকে।
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কিছু কিছু শব্দ হয়ত আধুনিক কবিতায় এড়িয়ে গেলে ভালো হতো , যেমন ........হৃদমাঝারে ,রোপিত,তরে,নিত্য এরকম আরো কিছু শব্দ / তবে কবিতা বেশ ভালো লাগলো //
চেষ্টা করব। পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
জাফর পাঠাণ একান্ত মহীরুহটি ডাল পালা বিস্তার করে বিশাল অঞ্চল দখলে নিয়েছে ।মোবারকবাদ কবিকে ।
অসম্ভব ভাল লাগল আপনার মন্তব্য। ভাল থাকবেন।
আজিম হোসেন আকাশ ভাল লাগল।
আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
স্বাধীন বাহ্ দারুন লিখেছেন। অনেক ভাল লাগল
স্বাধীন, অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
অজয় ভালো লাগলো কথা মালা
অজয় অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর । শুভকামনা
অনেক ধন্যবাদ ছবি, আপনাকে। ভাল থাকবেন।
আবু ওয়াফা মোঃ মুফতি ভালো লাগলো| তবে, বানানে সতর্কতা প্রয়োজন|
অনেক ধন্যবাদ বিশেষকরে পরামর্শ প্রদানের জন্য।
আহমেদ সাবের চমৎকার শুরু কবিতার। কিন্তু "ছড়ায় সজীবতা অফুরন্ত" 'এর পরে প্রথমার্ধের নান্দনিকতা টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
সাবের ভাই, আমি কবি নই। মাঝে মাঝে কবিতা লেখার দুঃসাহস করি মাত্র। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাল থাকবেন।
প্রিয়ম অনেক অনেক ভালো লেখা |
অনেক ধন্যবাদ প্রিয়ম আপনাকে। ভাল থাকবেন।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫