আমাদের দু'ছত্র

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

মোঃ গালিব মেহেদী খাঁন
  • ৮২
ততটা গভীরে পৌঁছুতে পারি যতটা গভীরে তুমি নিরাভরণ।
ততটা বুঝতে পারি তোমায় যতটা দুর্ভেদ্য তুমি।

নিমেষে অন্তঃস্থল ঘুরে আসতে পারি,
যতটাই আড়াল করে রাখ নিজেকে।

বুকের গভীরে তোমার যেখানে ভালবাসার দোলাচল
আমার নিত্য চলাচল সেখানে ভবঘুরে পথিকের মত।

তোমার উদাস চোখ যে পথের দিশা খোঁজে
সেখানেই গড়েছি আবাস।

অথচ কিছুতেই দুজনার হতে পারিনা দুজন।
কেবলি স্মিত ঠোটের অনুচ্চ শব্দে নির্ভুল মালা গাঁথি।

তুমি নিত্য গড় আমায় চোখের জলে
বারংবার ধুয়ে যাই পরম যত্নে গড় আবার।

তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে আমার নবজন্ম লাভ।
উচ্ছ্বাসে তোমার মরে যাই।

অনন্তকালের মাঝে তোমায় আমায় আস্টে পৃষ্টে বেধে রাখে বিরহী প্রহর
নগ্ন অবয়বে জড়ায়ে মোরা অনির্বাণ চিতায় নিত্য ভস্মীভূত হই ।

চিরকালের অধরা আমরা দুজন
অথচ একাত্মা হয়েই আছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম নি র মো হা ম্ম দ ,তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে আমার নবজন্ম লাভ। উচ্ছ্বাসে তোমার মরে যাই। শুভকামনা রইল কবি।আমার পাতায় আসবেন সময়য় করে।
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৮
মোঃ মোখলেছুর রহমান ততটা গভীরে পৌছুতে পারি যতটা গভীরে তুমি নিরাভরণ,,,,,অসাধারন লাইন,ভাল লাগল,ভাল থাকবেন
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৮
Farhana Shormin বুকের গভীরে তোমার যেখানে ভালবাসার দোলাচল আমার নিত্য চলাচল সেখানে ভবঘুরে পথিকের মত। বেশ ভাল লাগল। ধন্যবাদ কবি।
মাইনুল ইসলাম আলিফ অন্যরকম গভীরতার একটা কবিতা।পছন্দ হয়েছে বেশ।শুভ কামনা রইল।আমার পাতায় আসবেন সময়য় করে।
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখার ভিতরে আলাদা একটা ভাব ছিল, যেটা অবয়ব শেষ পর্যন্ত। কবিতার কথা গুলো বেশ মায়াবী। শুভকামনা রইল কবি।
মামুনুর রশীদ ভূঁইয়া গত ২৭ ডিসেম্বর ছিল বিখ্যাত কবি মির্জা গালিব-এর জন্মদিন। তার নামের সাথে আপনার নামের যেমন মিল রয়েছে তেমনি তার কবিতার কিয়দংশ ভাব ফুটে উঠেছে আপনার কবিতায়। অনেক ধন্যবাদ। ভোট, পছন্দ ও শুভকামনা রেখে গেলাম। সময় পেলে আমার ‘হিটলার ও কয়েকটি কয়েন’ গল্পটি পড়ে মন্তব্য জানাবেন। ধন্যবাদ ও শুভকামনা আবারও।
সাইয়িদ রফিকুল হক ভালো লাগলো। শুভকামনা রইলো।

১৯ মে - ২০১২ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫