আমার বাবা

সবুজ (জুলাই ২০১২)

অসমাপ্তের সমাপ্তি
  • ২০
  • 0
  • ৬৫
আজি উদরে কী যেনো ব্যথায়,ঘুম
ভাঙ্গিলো খুব সকালে,
ভাবিনু,আমিই আগে উঠেছি,
উঠে দেখি;উঠেছে সকলে।
আববুরে দেখি;মধুর রবেতে,
কুর-আন পড়িছেন খাঁটে বসে,
একটু দেরিতে উঠিয়া আম্মু,
নামাজ পড়িছেন তার পাশে।
ঘড়িতে দেখিনু;ফজরের ওয়াক্ত,
হয়নি তখনো শেষ,
ওজু করিয়া,নামাজ পড়িয়া দেখি;
লাগিতেছে কিছুটা বেশ।
গতদিনের খবরের কাগজ,
নিলেম হাতে তুলি,
পুরোনো খবর ই নূতন করিয়া,
নিলেম চোখ বুলি।
সহসা দু'চোখ থামিয়া গেলো,
একটি খবর দেখিয়া,
3G নেটওয়ার্ক নাকী টেলিটক সিমে,
এই জুলাইয়েই যাবে আসিয়া।
শুরুতে কেবল এই সুবিধা,
রাজধানীতেই পাওয়া যাবে,
এর ক'মাস পরেই তাহা,
অন্য বিভাগে লয়ে যাবে।

আম্মুরে আমি ডাকিয়া কহিলাম,
তাহার নামাজ শেষ পড়া,
'আজি মোরে ঢাকা যেতেই হবে,
অনেক কাজ,কী আর করা!'
আববু কহিলেন;রেডি হও তবে,
আমিই স্টেশনে রাখি আসি,
প্রাতঃরাশ তখনো হয়নি কারোও,
তবুও আনিলাম মুখে হাসি।
যবে কাপড় গোছাচ্ছিনু আমি,
বা'জান কহিলেন মোর কাছে আসি;
'চলো দু'জন আজি হোটেলে যাইয়া,
মালাই পরোটা খাবো বসি'
মার কাছ থেকে বিদায় লয়ে,
চলিলাম দু'জন স্টেশন পানে,
আববু চালাচ্ছেন বাইক,আর
আমি বসিয়াছি পিছনে।

স্টেশনে যাইয়া আববু মোরে,
এক হোটেলে নিয়া গেলেন,
অবাক হই শুনে;১টা মালাই,
৪টা পরোটার অর্ডার যবে দিলেন।
নিজে শুধু খান;ডাল পরোটা,
আমি বসে খাই মালাই,
খাই আর ভাবি;হায়রে বাবা,
পুষ্প-মাল্য তব গলায়।

একটু খাইয়া,ভাব ধরিয়া,
বাবারে কহিনু;"খাবোনা"
-মালাই আমার ভালই লাগেনা,
খাওয়া শেষ আর খাবোনা।
অনেক কহিলেন,বা'জান মোর;
"খাও আববু,একটু চিনি দেই?"
আমিও অটল;"না খাবোনা,বরং
চা এর অর্ডার দেই"
মালাই খাইলেন আববু,আমি
দেখিলাম যবে চেয়ে,
অশ্রু চোখে আসি আসি করে,
পড়িলনা শুধু কপল বেয়ে।
এমনি করিয়াই সব বাবা-মা,
তাদের সন্তানদের,
না খাইয়া নিজে,রসময় খাবার,
খাওয়ান শুধু তাদের।

অবশেষে মোর ট্রেইন আসিলো,
আমি উঠিলাম ট্রেইন এ,
যবে,..আববু চলিলেন বাসার দিকে,
বেদন আসিলো মনে।
এখন...
ঝক-ঝকা-ঝক চলছে ট্রেইন আর,
পড়ছে ভীষণ মনে;
আববু যেন বলছে;"বা'জান,
ভালো থেকো তব হেনে.."
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক ঝক-ঝকা-ঝক চলছে ট্রেইন আর, পড়ছে ভীষণ মনে; আববু যেন বলছে;"বা'জান, ভালো থেকো তব হেনে.."...ধন্যবাদ আর সুভেচ্ছা ..সুন্দর কবিতাটির জন্য ..
এফ, আই , জুয়েল # রেল লাইনের মত লম্বা কবিতা ---অনেক সুন্দর ।।
সূর্য প্রথমে ভাবছিলাম 3G নেটওয়ার্ক এর সাথে সামঞ্জস্য কোথায়? আসলে এই যে আমাদের নিছক উন্মাদনা তাতেও বাবা মা কতটা সাহায্য করেন। কি হবে যদি 3G নেটওয়ার্ক ছাড়া সিম ব্যবহার করি? প্রয়োজনে অথবা অপ্রয়োজনে কত কিছু করছি আর বাবা মা নিজে না খেয়ে খাওয়াচ্ছেন সন্তানদের। সুন্দর কাহিনী, তবে কবিতা আরো গোছানো হোক।
রোদের ছায়া অনেক বড় কবিতা , কবিতাটি কিছুটা রোজনামচার মতো, কিন্তু সবুজ কোথায় ?
শফিক আপনার কবিতাটি পড়ে ভালো লাগল। অসাধারন ভিন্নসাধের কবিতা। শুভ কামনা রইল..............................
আহমেদ সাবের কবিতাটা আগের সংখ্যায় ( বাবা সংখ্যায়) থাকলে ভাল হত। কবিতার থিমটা ভাল, তবে, একটু সাবেকী ঢঙ্গে লেখা।
জাফর পাঠাণ অন্তরস্পর্শী কবিতা ।পিতৃপ্রেমের জলন্ত উদাহরন ।শুভ কামনা কবির জন্য ।
সিয়াম সোহানূর মালাই খাইলেন আববু,আমি দেখিলাম যবে চেয়ে, অশ্রু চোখে আসি আসি করে, পড়িলনা শুধু কপল বেয়ে। ------------- দারুণ ! ভালো লাগলো।ধন্যবাদ

০৪ মে - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪