যার প্রতিক্ষায়

আমার আমি (অক্টোবর ২০১৬)

অসমাপ্তের সমাপ্তি
  • ৭৪
যার প্রতিক্ষায় সকাল দুপুর,
ভেবে কাটে একলা প্রহর।
সে কি আমায় করছে মনে?
ভাবছে কি হায় ক্ষণে ক্ষণে?
যার পরশে একলা আমি,
অকূল পাথারে নাইতে নামি।
দাঁড়িয়ে আমি যার আশাতে,
রংধনু রং যার হাসিতে,
যার আচলে সুখ খোঁজে যাই,
ভালবাসে সে কি আমায় ?
যার হৃদয়ে হৃদয় রেখে,
ঘুরে বেড়াই স্বপ্ন মেখে।
যার ভাবনায় সারাটিক্ষণ,
উদাস হয়ে থাকে এ মন।
সারাদিনমান যার ছায়া,
ছড়িয়ে রাখে অসীম মায়া।
সেই মানুষের স্বপ্ন সুখে,
ভাসছি আমি দিবা-রাতে।
কেউ যদি পাও তার দেখা,
তার কানেতে বলো একা।
তারে হীনা একলা জীবন,
বেঁচে থেকেও যেন মরণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবদুল্লাহ আল মামুন অনেক সুন্দর হয়েছে, শুভ কামনা রইল। আমার পাতায় আমন্ত্রন
এই মেঘ এই রোদ্দুর সুন্দর লিখেছেন। ভাল লাগল আমার পাতায় আমন্ত্রণ
পন্ডিত মাহী অন্ত্যমিল আছে। তবে ছন্দের উপস্থিতি তেমন জোড়ালো নয়। কিছু কিছু জায়গায় মনযোগ দরকার। যেমন, "দাঁড়িয়ে আমি যার আশাতে,/ রংধনু রং যার হাসিতে,"
কাজী জাহাঙ্গীর বেশ তো, পোস্টটা শেয়ার করে দেবো না হয়, বেশ ভাল লিখেছেন, অনেক শুভ কামনা আর আমন্ত্রন রেখে গেলাম।

০৪ মে - ২০১২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫