একরাশ আঁধারের মাঝে হাঁটতে হাঁটতে এক ফালি আলোর পথ খুঁজে বেড়াই, টেকনাফ থেকে তেঁতুলিয়ার ধূসর প্রান্তর- উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর অচেনা পথে আজো খুঁজে ফিরি এক ফালি চাঁদের বিকিরণ; যা দূর করতে পারে জাতির ভয়াবহ বিভীষণ। সভ্যতা থেকে সভ্যতার ক্রমশ বিবর্তন; কতটুকু হয়েছে দেশের আদল পরিবর্তন? এটা শুধু সভ্যতার দেয়ালে মাথা ঠুকে মরা- নিপীড়িত জনতার আত্নজিজ্ঞাসাই নয়, অজস্র আঘাতে হৃদয়ের রক্তক্ষরণও বটে। তবে কি এভাবেই ধেই ধেই করে চলবে রুগ্ন জাতির নিদারুণ অনিশ্চিত ভবিষ্যত? দিন যায় দিন আসে, দিন বদলের পালায়; বদলে যাও, বদলে দাও শ্লোগান প্রতীকী মাত্র- বাস্তবতার ছোঁয়া নেই তা বুকের জ্বালা বাড়ায়। স্বপ্নাক্রান্ত জনতা যুগ যুগ স্বপ্নকে আঁকড়ে ধরে বার বার আশায় বুক বাঁধে, তবুও যদি আসে- বাংলায় একটি আচ্মকা আমূল পরিবর্তন; জনতার আমরণ দাবি গুলো আজ কেবলই ধোঁয়াশা-কুয়াশা হয়ে বাংলার প্রকৃতিতে দীর্ঘ:শ্বাস রুপে বিস্তার করছে টেকনাফ থেকে- তেঁতুলিয়ার শহর-গ্রামময় প্রতিটি প্রান্তর; তবে কি জাতির বিবেক আজ শুধুই প্রশ্নবিদ্ধ? আর কত থাকবে আশাহত, জনতার অন্তর? এই কি তবে আমার ৩০ লাখ প্রাণের- আত্নাহুতিতে অর্জিত স্বাধীন সার্ব-ভৌম দেশ; রাজনৈতিক যাঁতাকলে পিষ্ট হয়ে যুগের পর যুগ এভাবেই হবে কি তবে তিলে তিলে নি:শেষ? যদি তাই হয় তবে ১৬ কোটি বাঙ্গালীর শির- উচু করে গর্জে উঠার এখনই বড় প্রয়োজন; নয়তো একরাশ আঁধারের গর্ভে লীন হতে হতে ফিরে আসবে আবার প্রাগৈতিহাসিক বিভীষণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক
এভাবেই হবে কি তবে তিলে তিলে নি:শেষ?
যদি তাই হয় তবে ১৬ কোটি বাঙ্গালীর শির-
উচু করে গর্জে উঠার এখনই বড় প্রয়োজন;
নয়তো একরাশ আঁধারের গর্ভে লীন হতে হতে
ফিরে আসবে আবার প্রাগৈতিহাসিক বিভীষণ। - অনেক ভালো লাগলো আকাশ ভাই আপনার কিবতা ..সুন্দর কিছু কথা সুন্দর ..আহবান ...ধন্যবাদ
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“আগষ্ট ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ আগষ্ট, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।