জেগে ওঠেন তিনি

বাবা (জুন ২০১২)

প্রশান্ত কুমার বিশ্বাস
  • ১৮
  • ১০৫
আব্রাহাম লিংকন, সক্রেটিস, প্লেটো, ইমাম গাযযালী,
সুভাষ বসু কিংবা তিনি বঙ্গবন্ধুর মত বিখ্যাত কেউ নন;
যিনি সমগ্র বিশ্বের মানুষের চিন্তার মোড় ঘোরান
কিংবা নিপুণ শিল্পীর মত বিশ্বের মানচিত্রে অংকন করেন
একটি দেশ- নির্যাযিত মানুষের স্বপ্নময় লীলাভূমি;
কিংবা যিনি নিজে দোলেন- দোলান একটি সমাজকে,
অং সাং সূচির মত সামরিক জান্তাকে করেন কুপোকাত-
তিনি এমন কেউ নন কিংবা বুদ্ধিজীবী বা সমাজ-বরেণ্য নন;
কিন্তু তিনি তাদের চেয়ে ঢের কিছু-

আমার সমস্ত সত্ত্বায় জেগে ওঠেন তিনি-
আজও যেন বলে ওঠেন, ‘আগে মানুষ হও, অতঃপর বিদ্বান-
মনে রেখো- মানুষের চেয়ে বড় নয় জাত-পাত
কিংবা কোন সম্প্রদায়- হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলমান।’
তিনি আমার দার্শনিক, আমার পথদ্রষ্টা, আমার বিবেকের বাণী
তাইতো আমি স্বাধীনচেতা, দুর্বার কিন্তু বিনম্র-
অত্যাচারীর পাশে দাঁড়াতে চাই
আজকের স্বার্থপর পৃথিবীতে বোকার মত;
যার কেউ নেই, তার মহাপ্রয়াণে নিভৃতে ফেলি একফোঁটা জল-

চার বছরের শিশুর চোখে দেখেছি আমি বাঙালির স্বাধীনতা সংগ্রাম,
ষোল ডিসেম্বরের পর খড়ের মাঠ থেকে বাবার
দেশে ফেরার আকুতি- উৎসাহ, উৎকণ্ঠা কিংবা
বাড়ি ফিরে ঘরের পোড়া খুঁটি ধরে দাঁড়াতেই তার বলে ওঠা,
‘ছেলে আমার স্বাধীনতার রং মাখে।’
বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ধীরেন্দ্র নাথ দত্ত কিংবা
স্বাধীনতাকামী বীরদের বীরত্ব-গাঁথা জেনেছি ইতিহাসে নয়, তার কাছে-

স্বপ্নদ্রষ্টা বাবা সত্তরের দশকেই বলেছিলেন,
‘গ্রাম থেকেই একদিন বলতে পারবে- রেডিও, আমারই গান গাও;
টিভি, আমাকে সেই বাংলার ছবি দেখাও-
যেখানে ফুলের বনে পাখিগুলো গাইতে আসে গান,
মানুষগুলো সহজ-সরল, মুক্ত-স্বাধীন প্রাণ।
যেখানে কিশোরী ধায় হেলেদুলে, বধুগুলো জলকে চলে
কেউ না চক্ষু তোলে, শিশু দোলে মায়ের কোলে।’

তার টুকরো টুকরো কথায় আমার এই বেড়ে ওঠা-
কিংবা সোনালি দিনের স্বপ্ন দেখা,
তাইতো তিনি তাদের চেয়ে ঢের কিছু ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি osadharon!.... chinta chetonay mukti joddha babar kothopo kothon tule ana hoyechhe kobitay....prosanto dada apnake osesh dhonnobad kobitar jonno.................
আমার বাবা সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন না- ছিলেন মা-মাটির ভক্ত, মুক্তিযোদ্ধাদের সহায়ক। অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
সেলিনা ইসলাম অসাধরণ চেতনা -শুভকামনা
আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ মুছে ফেলুন
আবু ওয়াফা মোঃ মুফতি শক্তিমান কবিতা| ভালো লাগলো|
সিয়াম সোহানূর যেখানে কিশোরী ধায় হেলেদুলে, বধুগুলো জলকে চলে কেউ না চক্ষু তোলে, শিশু দোলে মায়ের কোলে।’----------- চমৎকার!
খন্দকার নাহিদ হোসেন ভালো লাগলো আপনার কবিতার আবেগ...। তো চলুক লেখালেখি। আর কবির সামনের জন্য রইলো শুভকামনা।
মামুন ম. আজিজ গর্বিত মুক্তিযোাদ্ধার সন্তান ...গর্বিত কবিতা
সোমা মজুমদার khub valo lekha.........
আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ ।
আহমেদ সাবের "তিনি এমন কেউ নন কিংবা বুদ্ধিজীবী বা সমাজ-বরেণ্য নন; / কিন্তু তিনি তাদের চেয়ে ঢের কিছু- " - অসাধারণ উপলব্ধি। আপনার সুন্দর আবেগময় কবিতাটা পড়ে মুগ্ধ হলাম।
আমার লেখা আপনার মত প্রাজ্ঞকে মুগ্ধ করেছে- এ আমার পরম প্রাপ্তি, ধন্যবাদ।
মাহবুব খান বাবার অসম্ভব সুন্দর প্রসস্থী /ভালো লাগলো
আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ
কায়েস নিজের বাবাকে কি সুন্দর উপস্থাপন...

২৫ এপ্রিল - ২০১২ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪