রংপুরের এক ছোট্ট গাঁয়ের, ছোট্ট একটি মেয়ে ,
ভালবেসে তাই বলেছিল সে , করবে আমায় বিয়ে ।
দেখিনি তারে, নয়ন ভরে, বলেছিনু যত কথা ,
হৃদয়ে তার, বেদনা বিধুর, দিয়েছিনু কত ব্যাথ্যা ।
মেয়েটির নাম যে যা বলে, রমা বলে তারে ডাকি ,
বলিবে কখন, কথা মোরে যখন, সেই অপেক্ষায় থাকি ।
বাজিত যখন, ফোনের কঙ্কন, অধর উঠিত কেপে ,
কি কথা বলিব, ঝড় যে উঠিত, হৃদয় ঝেপে ঝেপে ।
বলিত মোরে, ব্যাথিত স্বরে, তোমাকেই ভালবাসি ,
কথা শুনে তার, বলিত অধর, ছুটে চলে যেন আসি ।
ব্যাথিত মন, কাঁদে দুনয়ন, কবে হবে তার দেখা ,
হৃদয়ের কলিতে, মনের ললিতে, ছবিখানা তার আঁকা ।
এমনি করে মোর, হয়যে কত ভোর, ভাবিতে ভাবিতে মন ,
আশার আলো রয়, মনযে কত কথা কয়, এ কেমন জীবন ।
মেয়েটির ভরা হাসি, কত ভালবাসি, দেখিতে এমন চায় ,
চোখ মুধিলে তাই, দেখিতে যেন পাই, হৃদয় ছুটে যায় ।
আকাশের তাঁরাকে বলি, আপন মনে চলি, ভাবার আবেশে ,
মনে পড়ে তাই, ছুটে চলে যাই, ক্লান্তির অবশেষে ।
বুঝাতে চাহি এমন, নীরব চিত্তে শোন, মোর যত কথা ,
বেদনায় ভরা আজ, দিসনা যুদ্ধের বাজ, দিসনা মোরে আর ব্যাথ্যা ।
পারিবনা আর যে, ব্যাথিত বেদন সহিতে, তাই তোরে বলি ,
উদাসী চোখের জল, করে শুধু টলমল, আপন মনে চলি ।
কি কথা কহিব মোরে, প্রান যে কেমন করে, কারে বলিব আপন ,
বেদনার জল ঝরে, মেয়েটিরে মনে পড়ে, তারে দিয়ে দিব মন ।