আলো

বাবা (জুন ২০১২)

তাহমিদ-উল-ইসলাম
  • ২১
  • ৯৩
পিতা হতে পারিনি বহুদিন আমি,
সে কথা বুঝিয়াছিলেন প্রভু অন্তর্যামী ।
নামাজ শেষে আমি দু হাত তুলিয়া কহি,
দাও মোরে সন্তান আর কিছু নাহি চাহি,
অবশেষে, প্রভু করিলেন কবুল মোর বাসনা,
গরিব মিসকিন গ্রহণ করিল তৃপ্ত-মিষ্ট রসনা ।
* * * * *
ছেলেটা মোর হইয়াছে একটু বড়,
কোথাও গেলে বলি, আমার হাতটা ধরো ।
সেই কোমল হাতের ছোঁয়া পারিনি আমি ভুলতে,
সাজিলেম আমি শিশু তোমার সাথে খেলিতে,
রঙিন স্বপ্ন আমার শুধু তোমায় নিয়ে
বিশ বছর পরে আমি দিবো তোমায় বিয়ে,
মিষ্টি একটা বউ আসিবে এই কুঁড়েঘরে
এ ঘর বাঁশের খুব সাধারণ ঝড়ে ভাঙিয়া পড়ে
পাশে আমার ছোট একটা নদী
বর্ষায় সে বঙ্গ ভাসায় চোখ ভরিয়া কাঁদি ।
* * * * *
আমি ধরিয়া আছি জাপটে তোমায়
সকলে বলিতেছে, হায় হায় হায় হায় !
আসিলো ঝড় জলে ভরিল গ্রাম,
কেহ বা জপিতেছে আল্লা-খোদার নাম,
হটাত, আসিলো একটা ঢেউ
ভাসিয়া নিলো সব,
তারপর ধীরে থামিয়া গেল কলরব
তোমায় আমি খুঁজে পাইতিছি না
তুমি ডুবিছ সেই জলে
যেথায় যাইতে আগে করিতাম মানা
আমি দিলাম ডুব অথই জলে
প্রভু যেন পাই ওই গাছের তলে
আমার শ্বাস হইয়া যাইতেছে বন্ধ
আর পারছি না উঠিতে
শ্বাসনালী যেন চিরিতেছে কেউ ধারালো করাতে
চারদিক অন্ধকার হইয়া আসিতেছে
আমি চাই আলো
ছেলেটাকে পাইয়া যেন কাটিবে আঁধার কালো ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহ্ফুজা নাহার তুলি ভালো লাগলো কবিতা..........
সিয়াম সোহানূর হটাত, আসিলো একটা ঢেউ ভাসিয়া নিলো সব, তারপর ধীরে থামিয়া গেল কলরব --------এমনি করে একে একে থেমে যায় কলরব । অনেক ভাল লাগল।
সেলিনা ইসলাম বাবাকে নিয়ে অনেক খুশির কথার মাঝে শেষে এসে সব আনন্দ নীল হয়ে গেল মানুষের জীবন এমনই !-ধন্যবাদ কবি শুভকামনা
সোমা মজুমদার abege varpur, khub sundar lekha, valo laglo
শামীম আরা চৌধুরী ছোট্ট প্রাণের আকুল করা কবিতা। ভাল
আহমেদ সাবের ভাল লাগল কবিতা।
রোদের ছায়া ভালই লাগলো.......আরো বেশি কবিতা পড়তে এবং আবৃত্তি শুনলে তোমার লেখা আরো ভালো হবে ......আর ছোট্ট অনুরোধ থাকলো ..কবিতা একটু ছোট আকারে লেখার ..
মিলন বনিক খুব সুন্দর অভিব্যক্তি..ভালো লাগলো..এগিয়ে যাও ভাই...
খন্দকার আনিসুর রহমান জ্যোতি কাহিনী বিন্যাসে খুব ভালো সাধু ভাষার ব্যাবহার টাও ভালো লাগলো...সব মিলিয়ে ভালোই......শুভ কামনা তাহমিদুল আপনার জন্য....

২৬ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪