তারুণ্য বন্দনা

নতুন (এপ্রিল ২০১২)

হেলাল মুহাম্মদ
  • ১০
  • ২৪
আমরা তরুণ দল
মোদের চক্ষে অরুণ আলোর নিশান, বক্ষে বরুণ ঢল
আমরা নিত্য তরুণ দল
মোরা অগ্র পথের ব্যগ্র সেনার জাগ্র’ চোখের বল
আমরা দৃপ্ত যুবার দল!

আমরা পথিক বীর
পৃথিবীর পথে ছুটিয়া বেড়ানো যত দুর্দম শির
যত দুর্গম, দুর্জেয় গিরি
শিখর দাবিয়া তুড়ি দিয়া ফিরি
এক নি:শ্বাসে সাগর ফুঁড়িয়া
কুড়াই হীরা, মণি-মাণিক্য, মোতিহার উজ্জ্বল
আমরা মনোহারী, উচ্ছল!

মোরা নভোচারী, নব নব চর খোঁজে উড্ডীন
মোরা নভোমণি, মোরা নবোদিত, মোরা নবীন
মোরা রঙের তিয়াসী, লাল-খুন-রঙে রাঙায়ে বেড়াই দু:শাসনের থাবা
মোদের সাহসে সহসাই কাঁপে ‘খোদা’র আরশ-কাবা!
মোরা যোদ্ধা, ‘বুদ্ধে’র যম
শ্রাদ্ধের ঘাটে ফিরি হরদম
মোরা সাগরবক্ষে উত্তাল তরী, মেঘের বক্ষে ঝড়
মোরা হতচ্ছাড়া কিশোর দর্শে কিশোরী-চক্ষে ডর
মোরা ডাগর-চক্ষু, প্রণয়-স্পর্শ, কম্পিত-বুক-থর
আমরা শ্বাপদ-চক্ষে শর!

মোরা ডঙ্কার সুর-ঝংকার
মোরা অদ্রি-শিখরে হুংকার
মোরা অগ্নি-পথের যাত্রী সবাই, অগ্নি-রথের হাঁক
মোরা অগ্নিতে শুয়ে জিরাইয়া লই, অগ্নিতে পুড়ে খাক
আমরা লগ্ন শুরুর ডাক!
মোরা ক্রুদ্ধ, তবু শুদ্ধ, কভু ভ্রান-, কভু শ্রান-
মোরা মুক্তির গানে বদ্ধ মাতাল-কভু উম্মাদ, কভু ক্ষান-
মেরার তৃপ্ত শশীর দীপ্তি-মুছানো দীপ্ত অরুণাচল
আমরা দৃপ্ত তরুণ দল!
মোরা সময়ের দোষে দুষ্ট, মোরা সমাজের রোষে রুষ্ট
মোরা অষ্টপ্রহর নৃত্যমুখর ভ্রষ্ট ‘যিশু’র দল
মোরা দ্বাদশীর রাতে পিলে-চমকানো দুষ্ট শিশুর ছল
আমরা নষ্ট ছেলের দল!

মোরা সবাক, চির-অবাক
বুঝি গুহার গহীনে নিদ্রোত্থিত কাহাফ যুবার দল
মোরা সবুজ মায়ের অবুঝ পাগল, ধৈর্য মোদের ছল
মোরা জহ্নু মুনির জানু-কাটা নদী, তৃষ্ণা মিটানো জল
মোরা নিদাঘ রৌদে ব্রাকুল জমিন, আকুল শ্রাবণ ঢল।
মোরা অভীক, চির-নির্ভীক
মোরা নিজেরে চিনেছি এইবার ঠিক, সরোষে ছুঁড়েছি ভয়
মোরা অদৃষ্টের দ্রষ্টা-পুরুষ, কাড়িয়া আনিব জয়!
মোরা হিম-গলা হিমালয়
মোরা অগ্নি-বক্ষে সীতাসম মতী, অহল্যার শাপ-ক্ষয়
আমরা সত্যোবদ্ধ জয়!

মোরা নও-শের, বাতিঘর-চোখে নৌ সেনা
মোরা ধ্রুবতারা, মোরা লুব্ধক
মোরা বালিঝড়-বুকে বালিয়াড়ি, মোরা বলিহারি, সংশপ্তক
মোরা কালিদহে ভাসা ভেলা, মোরা কালনাগসম সর্প
মোরা পূজা-উদ্ধত মনসা দেবীর বাসর রাতের দর্প
মোরা সর্বত্রাসের সর্বহারার সর্বনাশের ছোবল
মোরা সংহার-ক্রোধে চূর্ণি বেড়াই অসুর-তাগুত-হোবল!
মোরা তবু ইন্দ্রসভায় ঘুঙুরের তান, বধুর শরম-নাশা
মোরা মজলিসে বসা ‘মহাদেব’ বুঝি-বঙ্কিম বুকে আশা!
মোরা অমরার পথে অমর প্রেমের বেহুলা-লখিন্দর
মোরা সপ্তডিঙায় সত্য-শপর্থ চন্দ্র সওদাগর
আমরা স্বর্গ-ছিনানো বর!
মোরা দিবা-উদ্ভাস, দাবী-প্রতিবাদ, মোরা পূণ্য
মেরা প্রত্যয়-ধনে ধন্য
মোরা উদ্যমী, সবে মিলি গড়ি প্রতিরোধ, লই প্রতিশোধ, মোরা বন্য
মোরা উদ্যত, মুসার মোজেযা-উদ্থত ছড়ি, খোদার মন্ত্র-ধন্য;
মোরা যাদু জানি সবে, তাই যেথা পাই াই শূন্যরে করি পূর্ণ
মোরা আঘাত শুধাতে হানি প্রতিঘাত, করি অসার-দর্প চূর্ণ!
মোদের মন্ত্র মানব-তন্ত্র, দানব ধ্বংসে বন্য
মোদের ভরা যৌবন, মোরা জরা-সংহারী, তরুণ-হৃদয়-ধন্য!
মোরা তরুণীর প্রেম-সে কী আসক্ত, লাজ-আরক্ত, মুগ্ধ আবেশে ভরি!
মোরা বিষাক্ত-দীপ্ত-প্রলয় রুধিতে প্রণয় ছুঁড়িয়া বিরহ-অর্ঘ্য গড়ি;
মোরা স্বপ্নীল, স্বপ্ন আঁকিয়া উড়িয়া বেড়াই মানব-পঙ্খি ইকরাম
মোরা নির্ভয়, ভিড়িলে জাহান নির্জন দ্বীপে, নীড় গড়ি করি বাস
আমরা জীবনের উচ্ছ্বাস!

তবু আমরাই আল,ি খুন ঢালি বুকে
উর্ধ্ব-গগনে চেয়ে থাকি সুখে
মোরা অর্ধ শহীদ, অর্ধ গাজী, মৃত্যু মোদের মর্জি
মোরা তৈমুরসম অশ্বপৃষ্ঠে আঘাত হানিব গর্জি!
মোরা খালিদ-হসে- অসি, মোরা মজুর-কাসে--মমি
মোরা জালুত রাজার জুলুম-রাজ্যে তালুতের মত বীর
মোরা গোলিয়াথ-বধী-স্পর্ধা-বক্ষে ডেভিডের উঁচু শির!
মোরা খান্ডবদাহ-তান্ডব, মোরা বহ্নি-বিনাশী জাহ্নব
ঘোর কুরুক্ষেত্রের মোরা অর্জুন, মোরা মহানাদ, নাদ-জান-ব
মোরা দূর্যোধনের শত দূর্যোগে, জুলফিকারের বল
মোরা ধরার পৃষ্ঠে ন্যায়ের ঝান্ডা, সুলায়মানের ছল
মোরা বদর-উহুদ-হুনাইন জুড়ে মৃত্যুর হলাহল!
আমরা বকর-উমর-সালাদিন সবে, করুণা অনর্গল।

আমরা অশ্রুজল
বুকে বারিষ-ঝরানো পাহাড়-ধ্বসানো রুদ্র রোষের ঢল!
আমরা বজ্র মেঘের দল!
মোরা মৃত-মরু-মাঝে উদ্যান, মোরা মরুঝড়, মোরা সাইমুম
মোরা বিপ্লব-ঘ্রাণে নীড়-ছাড়া, মোরা নীড়-হারা, জেসমিন-নেশা-ঘুম
মোরা দ্রোহী, মোরা বিদ্রোহী
মোরা দুর্বার বেগে দুর্ভর বহি
মোরা মূঢ়ের বক্ষে ভূমিকম্প, মূকের কণ্ঠে স্বর
মোরা রুদ্ধ-আগল কারার গহীনে মুক্তি-পাগল ঘর;
মোরা স্বেরাচারের তখ্ত নাড়ি ক্রোধে
হটায়ে নামাই-কে আছে যে রুধে?
ক্ষত্রিয়-বধী বিদ্রোহী মোরা, বিদ্রুপে বলি, ‘সর!’
আমরা দু:শাসনের শাসন-বিনাশী, শক্র ভয়কংকর!

আমরা ক্ষুধার বল
ক্ষুধিত বক্ষে স্পর্ধা-জাগানো জীয়ন কাঠির ছল
আমরা নওজোয়ানের দল!
মোরা নও-হিন্দু, মোরা তৌহিদ, চির-তৌহিদী বল
মোরা উন্নত শির, উল্লাসী বীর, উদ্ধত সেনাদল!
আমরা বিধির বল
মত্য কাঁপানো স্বর্গ ছাড়ানো বিশ্বপ্রভুর দল!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরমান হায়দার ভাল লিখেছেন। ভাল লাগল। শুত কামনা রইল।
মাহবুব খান ভালো লাগলো
খন্দকার আনিসুর রহমান জ্যোতি হেলাল ভাই কি দেখালেন ভাই ভারো লাগল আপনার কবিতা....অন্যদের লেখা পড়বেন..কেমন......শুভেচ্ছা আপনাকে.........
সাইফুল করীম তা কবি বিদ্রোহ করবেন কিসের জন্য সেই ব্রিটিস ত আর নেই। সত্য কথা হল- স্বাতন্ত্রণতা আনুন আগে লেখায় তারপর বিদ্রোহ, যা ইচ্ছা খুশি কইরেন কেউ কিছু বলবেনা
আদিল 'মত্য কাঁপানো স্বর্গ ছাড়ানো বিশ্বপ্রভুর দল!'- কবিতা ভালো লেগেছে, বিদ্রোহী চেতনা অবিনশ্বর হউক।
আমি ও আপনার সুরে বলছি, 'বিদ্রোহী চেতনা অবিনশ্বর হউক'
জাফর পাঠাণ কাজী নজরুলের বিদ্রোহী উদ্দীপনা আপনার কবিতার মাঝে পেলাম।বিদ্রোহী নামক মহামুল্যবান পুজিটুকু সবার ভিতর খুজে পাওয়া যায়না।”চালিয়ে যান একই স্টাইলে -সফলতাতো বিদ্রোহী মিশেলে”।ধন্যবাদ কবিকে।
মৃন্ময় মিজান স্বাতন্ত্র্য থাকাটা একজন কবির জন্য জরুরী। সে চেষ্টা এখানে পেলাম না।
আপনার মন্তব্যকে সাদরে গ্রহণ করলাম।
মোঃ আক্তারুজ্জামান খুব ভালো লিখেছেন| আরো সুন্দর সুন্দর লেখা নিয়ে আসবেন এই প্রত্যাশায় রইলাম|
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
জালাল উদ্দিন মুহম্মদ এতো দেখি আরেক কাজী নজরুল ইসলাম! অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা।
আপনার জন্য রইল শুভকামনা

২৬ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫