সবুজ মেয়ে

সবুজ (জুলাই ২০১২)

আনিস মুহম্মদ
  • ২৭
  • ৮৪
জোনাক জ্বলে ঝোঁপের ভেতর
রাত্রি নিঝুম হলে
আপন মনে ডাহুক ডাকে
বন-বাদাড়ের তলে।
আকাশটা যে ভরে গেছে
কৃষ্ণচূড়ার লালে
সাদা মেঘের ফুল ফুটেছে
শিউলী গাছের ডালে।
এই মেয়ে তোর বাড়ি কোথায়
বাসিস আমায় ভালো ?
বুক চিরে তুই যা নিয়ে যা
পান্না হীরার আলো।
এই মেয়ে তোর মুখের মাঝে
দোয়েল ঘুঘুর হাসি
ভোরের পাখির শিশির ঝরে
কান্না রাশি রাশি।
তোর চোখে ওই ভাসছে যেন
আড়িয়ালের বিল !
উড়ছে যেন লক্ষ কোটি
শঙ্খ-ডানার চিল।
এই মেয়ে তোর দাদার বাড়ি
নাইজেরিয়ার চরে ?
তোর নানা কি হারিয়ে ছিল
চীন জাপানের ঝড়ে ?
আমার বাপের জন্ম হলো
পক-প্রণালীর কোলে
আমার মায়ের দু’কান জুড়ে
লক্ষ সিডর দোলে।
আমার মরুর বুক জুড়ে যে
আছে মরুদ্যান
কঙ্গো নদীর ঢেউয়ের দোলায়
নাচে আমার প্রাণ।
এই ছেলে তোর ভেতর নাকি
চড়ুই টিয়া ডাকে ?
শাপলা শালুক ফুটছে নাকি
হাড় পাঁজরের ফাকে ?
এই ছেলে তোর দেশ কোথায় রে
অস্ট্রেলিয়ার গ্রামে ?
মন যে আমার কেমন করে
তোর শরীরের ঘামে।
তোর শরীরের ঢেউয়ে ঢেউয়ে
সর্ষে ফুলের হাসি
সত্যি করে বলরে আমায়
তোমায় ভালোবাসি।
ডালিম ফুলের রঙ দেখেছি
তোর হৃদয়ের মাঝে
টুনটুনিদের কিচির মিচির
ঘুঙুর হয়ে বাজে।
আমার মনে পাল তুলেছে
সুইজারল্যান্ডের মেয়ে
আমার ভেতর বাবুই নাচে
ধানের কণা খেয়ে।
আমার ভেতর বন-বনানীর
মধুর কলতান
শুনলি মেয়ে কেমন করে
আমার বুকের গান !
পাখ-পাখালীর সুখের আবাস
হয়ে গেছে শেষ
ইট-পাথরের দালান-কোঠায়
ভরে গেছে দেশ।
এই পৃথিবী হু হু করে
ধু ধু বালুচর
তোমার মাঝে দেখেছি যে
ফুল পাখিদের ঘর।
ঠিক বলেছিস্ সবুজ মেয়ে
আয়রে মিশে যাই
আমার মতোই দুর্দশা তোর
ঘর ঠিকানা নাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক এই পৃথিবী হু হু করে ধু ধু বালুচর তোমার মাঝে দেখেছি যে ফুল পাখিদের ঘর। ঠিক বলেছিস্ সবুজ মেয়ে আয়রে মিশে যাই আমার মতোই দুর্দশা তোর ঘর ঠিকানা নাই।.......সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ..
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য .
ওসমান সজীব দারুণ কবিতা...
কায়েস অসাধারণ কবিতা
অনেক অনেক ধন্যবাদ .
আহমেদ সাবের নির্ভুল ছন্দে সুন্দর একটা কবিতা। দেশের গণ্ডী পেরিয়ে যোগ দিয়েছে নানান দেশের সবুজ ছেলে-মেয়েরা। আমি হলে সম্ভবতঃ "এই ছেলে তোর দেশ কোথায় রে" 'র বদলে "এই ছেলে তোর দেশটি কোথায়," আর "সুইজারল্যান্ডের মেয়ে" 'র বদলে "ফিনল্যান্ডের মেয়ে" লিখতাম। কবিতাটার ছন্দে আর বিষয়বস্তুতে মুগ্ধ হলাম। একটা অসাধারণ কবিতা উপহার দেবার জন্য কবিকে শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য .
মোঃ গালিব মেহেদী খাঁন দারুন ছন্দময়। শুভেচ্ছা রইল।
অনেক অনেক ধন্যবাদ
সূর্য মিষ্টি ছন্দ, সুন্দর কবিতা।
রোদেলা শিশির (লাইজু মনি ) ৫ এ ১০ দেয়ার কোন অপশন নেই কেন ... ? ছন্দে ছন্দে ... ঘুরে এলাম ... বাস্তবতার দেশে ,... অবশষে .. হলাম মুগ্ধ ... !!
অফুরন্ত ধন্যবাদ .
স্বাধীন মিষ্টি ছন্দের দ্যোতনা ভাল লাগল খুব।
ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ .

১৩ মার্চ - ২০১২ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী