অথচ এখন সে নেই!

সবুজ (জুলাই ২০১২)

শাহ আকরাম রিয়াদ
মোট ভোট ৯২ প্রাপ্ত পয়েন্ট ৫.৯৪
  • ৬০
  • ২৩
কাকে যেন খুঁজে বেড়ায় ধূসর চোখেরা
কতদিন হলো দেখিনা তারে, পাই না আর নিঃশ্বাস
তাকে ছোঁয়ার অনুভূতি এখনও জেগে আছে মনে
গায়ের গন্ধ এখনো বাতাসে ভেসে বেড়ায় তার
বাতাস বলে দিচ্ছে আমায়-সে এখানেই ছিলো
অথচ এখন সে নেই!

ক'দিন আগেও তার পায়ের কাছে বসে ছিলাম
কতকাল আগলে রেখেছিল সে আমায়
দেহ মন পোড়ানো তপ্ত গনগনে সূর্য হতে
তার আড়ালে দাঁড়িয়ে ছিলাম আমি
যখন আসবে বলেছিল দুর্নিবার লূ-হাওয়া
অথচ এখন সে নেই!

দম বন্ধ হওয়ার উপক্রম হয় মাঝে মাঝে
রাসায়নিক বর্জ্য গন্ধের করুণ বিলাসিতায়
চোখেরা ঝাপসা হয় বিষাক্ত কালো ধোঁয়ায়
পুড়ে পুড়ে তামাটে রং ধরেছে দেহ-মনে
কত সিডর-আইলা আঘাত হানে আমার ডেরায়
অথচ এখন সে নেই
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রাজিব হাসান আমি সাধারণত কবিতা পরিনা... কিন্তু প্রথম কেন হলো সেটা জানার জন্য একটু কৌতুহল হলো..... কবিতা পড়ে আমি সত্যি অভিভূত. এত সাবলীল অথচ অর্থবহ কবিতা প্রথম না হলে আমার জানাই হতোনা কবিতা এত সুন্দর হতে পারে. এত এত ধন্যবাদের ভিড়ে আমি আর ধন্যবাদ কোথায় লিখি !!!!!!
কবিতার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু আছে আমার জানা নেই। কবিতাকে ভালবাসি, তাই কিছু লেখার প্রয়াস পাই। তবে জানি আমার লেখাগুলো কখনোই কবিতা নয়, শুধু লেখা। এবং অতি সাধারণ পর্যায়ের। আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। আশাকরি নিয়মিত পাবো আপনাকে আমাদের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে।
নীলকণ্ঠ অরণি এত সুন্দর কবিতা লেখার জন্য এবং এর মূল্যায়ন পাওয়ার জন্য অভিনন্দন অনেক!
অনেক ধন্যবাদ এবং আপনাকেও অভিনন্দন!
মাহমুদুল হাসান ফেরদৌস অভিনন্দন রিয়াদ ভাই
অনেক ধন্যবাদ ফেরদৌস ভাই।
মোঃ সাইফুল্লাহ বিজয়ী অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ।
খন্দকার নাহিদ হোসেন ভালো লাগলো কবির কবিতা। আর বিজয়ীর কাতারে নতুন মুখ দেখলে সবসময়ই বড় ভালো লাগে। তো কবির জন্য অভিনন্দন রইলো।
এই নতুনেরে ভালোবেসে অভিনন্দন জানানোর জন্য অনেক ধন্যবাদ নাহিদ ভাই। ভাল থাকুন সব সময়।
তানি হক অভনন্দন ও শুভকামনা !
সালেহ মাহমুদ অভিনন্দন শাহ আকরাম রিয়াদ
ধন্যবাদ সালেহ মাহমুদ ভাই।
আহমাদ মুকুল অভিনন্দন!
অনেক ধন্যবাদ মুকুল ভাই..

২১ ফেব্রুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ১৯ টি

সমন্বিত স্কোর

৫.৯৪

বিচারক স্কোরঃ ৩.৭৩ / ৭.০ পাঠক স্কোরঃ ২.২১ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী